ETV Bharat / state

Tourist Drowned in Mandarmani: মন্দারমণির সমুদ্রে তলিয়ে মৃত 1, নিখোঁজ 2 - tourists drowned in mandarmani

মন্দারমণির সমুদ্রে বিপত্তি ৷ জোয়ারের জলে তলিয়ে মৃত 1 ৷ উদ্ধার 2 পর্যটক, নিখোঁজ 2 ৷ মৃতেরা মদ্যপ অবস্থায় ছিলেন বলে পুলিশ সূত্রে খবর ।

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 4:39 PM IST

Updated : Sep 15, 2023, 7:33 PM IST

মন্দারমণি, 15 সেপ্টেম্বর: মন্দারমণি বেড়াতে এসে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন 5 পর্যটক ৷ পরে 2 জনকে উদ্ধার করা সম্ভব হলেও, মৃত্যু হয়েছে একজনের ৷ নিখোঁজ 2 ৷ যে 2 জনকে উদ্ধার করা হয়েছে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷ শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে ৷ কৌশিকী অমাবস্যার কারণে এদিনও উত্তাল ছিল সমুদ্র । সেই অবস্থায় সমুদ্রে স্নান করতে নামতেই বিপত্তি ঘটে । মৃত ব্যক্তির নাম নাভেদ আখতার বলে জানা গিয়েছে । তাঁরা প্রত্যেকেই মদ্যপান করেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । মদ্যপ অবস্থায় স্নান করতে নেমে উত্তাল সমুদ্রে তলিয়ে যান তাঁরা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে সমুদ্রে স্নান করতে নেমে মন্দারমণির সমুদ্রে তলিয়ে যান কলকাতার পাঁচ পর্যটক ৷ নুলিয়া ও স্থানীয়রা উদ্ধার করে তিনজনকে বড়রাঙ্কুয়া হাসপাতাল নিয়ে যায় ৷ সেখানে মৃত্যু ঘটে এক পর্যটকের । মৃত যুবকের নাম নাভেদ আখতার (28) । হাসপাতালে চিকিৎসাধীন দুই যুবক হলেন সিদ্ধার্থ সাহা (24) এবং শেখ আব্দুস (22) । অপর দুই নিখোঁজ হলেন ওসামা (25) এবং আতিফ হায়দার (25) । তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট পাঁচ জনের একটা দল কলকাতা থেকে মন্দারমণিতে বেড়াতে এসেছিলেন । একটি হোটেলে উঠেন তাঁরা ৷ এদিন জোয়ার চলাকালীন সমুদ্রে নামেন ওই পর্যটকরা এবং সকলেই তলিয়ে যান । সেখানে উপস্থিত নুলিয়ারা ওই ঘটনা দেখতে পেয়ে তিন জনকে উদ্ধার করে । তাদের বড়রাঙকুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন । বাকি দুজন চিকিৎসাধীন ৷ নিখোঁজ আরও 2 জন বলে জানা গিয়েছে । তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে নুলিয়ারা ।

আরও পড়ুন: মাত্র 400 টাকার দুধ নিয়ে ঝামেলা, গুলি করে হত্যা 3 জনকে !

কৌশিকী অমাবস্যার কারণে সমুদ্রের পরিস্থিতি উত্তাল থাকায় শুক্রবার সকাল থেকে প্রশাসনের তরফে সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছিল সকলকে । কিন্তু দুপুরের দিকে নজরদারি এড়িয়ে ওই যুবকরা স্নান করতে সমুদ্রে নামেন বলে অভিযোগ ।

মন্দারমণি, 15 সেপ্টেম্বর: মন্দারমণি বেড়াতে এসে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন 5 পর্যটক ৷ পরে 2 জনকে উদ্ধার করা সম্ভব হলেও, মৃত্যু হয়েছে একজনের ৷ নিখোঁজ 2 ৷ যে 2 জনকে উদ্ধার করা হয়েছে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷ শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে ৷ কৌশিকী অমাবস্যার কারণে এদিনও উত্তাল ছিল সমুদ্র । সেই অবস্থায় সমুদ্রে স্নান করতে নামতেই বিপত্তি ঘটে । মৃত ব্যক্তির নাম নাভেদ আখতার বলে জানা গিয়েছে । তাঁরা প্রত্যেকেই মদ্যপান করেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । মদ্যপ অবস্থায় স্নান করতে নেমে উত্তাল সমুদ্রে তলিয়ে যান তাঁরা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে সমুদ্রে স্নান করতে নেমে মন্দারমণির সমুদ্রে তলিয়ে যান কলকাতার পাঁচ পর্যটক ৷ নুলিয়া ও স্থানীয়রা উদ্ধার করে তিনজনকে বড়রাঙ্কুয়া হাসপাতাল নিয়ে যায় ৷ সেখানে মৃত্যু ঘটে এক পর্যটকের । মৃত যুবকের নাম নাভেদ আখতার (28) । হাসপাতালে চিকিৎসাধীন দুই যুবক হলেন সিদ্ধার্থ সাহা (24) এবং শেখ আব্দুস (22) । অপর দুই নিখোঁজ হলেন ওসামা (25) এবং আতিফ হায়দার (25) । তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট পাঁচ জনের একটা দল কলকাতা থেকে মন্দারমণিতে বেড়াতে এসেছিলেন । একটি হোটেলে উঠেন তাঁরা ৷ এদিন জোয়ার চলাকালীন সমুদ্রে নামেন ওই পর্যটকরা এবং সকলেই তলিয়ে যান । সেখানে উপস্থিত নুলিয়ারা ওই ঘটনা দেখতে পেয়ে তিন জনকে উদ্ধার করে । তাদের বড়রাঙকুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন । বাকি দুজন চিকিৎসাধীন ৷ নিখোঁজ আরও 2 জন বলে জানা গিয়েছে । তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে নুলিয়ারা ।

আরও পড়ুন: মাত্র 400 টাকার দুধ নিয়ে ঝামেলা, গুলি করে হত্যা 3 জনকে !

কৌশিকী অমাবস্যার কারণে সমুদ্রের পরিস্থিতি উত্তাল থাকায় শুক্রবার সকাল থেকে প্রশাসনের তরফে সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছিল সকলকে । কিন্তু দুপুরের দিকে নজরদারি এড়িয়ে ওই যুবকরা স্নান করতে সমুদ্রে নামেন বলে অভিযোগ ।

Last Updated : Sep 15, 2023, 7:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.