ETV Bharat / state

দিঘায় স্নানে নেমে মৃত্যু পর্যটকের - দিঘায় মৃত্যু পর্যটকের

দিঘায় স্নান করতে নেমে মৃত্যু উত্তর 24 পরগনার বাসিন্দা ৷

ছবি
author img

By

Published : Nov 11, 2019, 1:21 PM IST

দিঘা , 11 নভেম্বর : সমুদ্রে স্নানে নেমে মৃত্যু পর্যটকের ৷ ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকতের নিউ দিঘার ক্ষণিকা ঘাটের । মৃত ব্যক্তির নাম ইন্দ্রনীল মজুমদার (42) ৷

গতকাল উত্তর 24 পরগনা জেলার বারাসতের কুলু পুকুর এলাকা থেকে পাঁচজন দিঘা বেড়াতে আসেন । এরপর বিকেলের দিকে নিউ দিঘার ক্ষণিকা ঘাটে বন্ধুরা মিলে সমুদ্রে স্নান করতে নামেন । প্রথমে সমুদ্রের পাড়েই বসেছিলেন ইন্দ্রনীলবাবু ৷ এরপর তিনিও নামেন স্নানে ৷ কিছুক্ষণ পর তিনি তলিয়ে যান জলে ৷ তাঁকে জলে ডুবে যেতে দেখে তাঁর বন্ধুরা চিৎকার করতে শুরু করলে নুলিয়ারা গিয়ে তাঁকে উদ্ধার করেন ৷ এরপর ইন্দ্রনীলবাবুকে দিঘা রাজ্য জেনেরাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

দিঘা থানার OC বাসুকি ব্যানার্জি বলেন, ঘটনার খবর পেয়ে যাই দিঘা হাসপাতালে । তবে ইন্দ্রনীলবাবু খুব বেশি জলে না নেমেও তলিয়ে গিয়ে মারা যান । ময়নাতদন্তের জন্য কাঁথির মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । রিপোর্ট আসার পরই বলা যাবে মৃত্যু কারণ ৷ "

দিঘা , 11 নভেম্বর : সমুদ্রে স্নানে নেমে মৃত্যু পর্যটকের ৷ ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকতের নিউ দিঘার ক্ষণিকা ঘাটের । মৃত ব্যক্তির নাম ইন্দ্রনীল মজুমদার (42) ৷

গতকাল উত্তর 24 পরগনা জেলার বারাসতের কুলু পুকুর এলাকা থেকে পাঁচজন দিঘা বেড়াতে আসেন । এরপর বিকেলের দিকে নিউ দিঘার ক্ষণিকা ঘাটে বন্ধুরা মিলে সমুদ্রে স্নান করতে নামেন । প্রথমে সমুদ্রের পাড়েই বসেছিলেন ইন্দ্রনীলবাবু ৷ এরপর তিনিও নামেন স্নানে ৷ কিছুক্ষণ পর তিনি তলিয়ে যান জলে ৷ তাঁকে জলে ডুবে যেতে দেখে তাঁর বন্ধুরা চিৎকার করতে শুরু করলে নুলিয়ারা গিয়ে তাঁকে উদ্ধার করেন ৷ এরপর ইন্দ্রনীলবাবুকে দিঘা রাজ্য জেনেরাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

দিঘা থানার OC বাসুকি ব্যানার্জি বলেন, ঘটনার খবর পেয়ে যাই দিঘা হাসপাতালে । তবে ইন্দ্রনীলবাবু খুব বেশি জলে না নেমেও তলিয়ে গিয়ে মারা যান । ময়নাতদন্তের জন্য কাঁথির মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । রিপোর্ট আসার পরই বলা যাবে মৃত্যু কারণ ৷ "

Intro:প্রশাসনের নির্দেশ উঠতে না উঠতেই আবার সমুদ্রে স্মান করতে নেমে মৃত্যু হলো আরেক পর্যটকের ।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত নিউ দীঘার ক্ষণিকা ঘাটে । গতকাল উত্তর ২৪পরগণা জেলার বারাসাতের কুলু পুকুর এলাকা থেকে পাঁচ পর্যটকের দল দীঘা বেড়াতে আসে । রবিবার বিকেলের দিকে নিউ দীঘার ক্ষণিকা ঘাটে সব বন্ধুরা মিলে সমুদ্রে স্মান করতে নামে । পাড়ে বসে উপভোগ করছিলেন ইন্দ্রনীল মজুমদার (৪২) । কিছু সময় ধরে উপভোগ করার পর তিনি ও সমুদ্রে স্মান করতে নেমে পড়েন । কিছুক্ষণ পর তিনি ও সমুদ্রে তলিয়ে যান । তলিয়ে যাওয়া দেখতে পেয়ে বন্ধুরা চিত্কার করতে শুরু করলে ,নুলিযারা ছুটে এসে উদ্ধার করে দীঘা রাজ্য জেনারেল হাসপাতালে নিয়ে গেলে , কিছুক্ষণ পরে ডাক্তার মৃত বলে জানান । উদ্ধার কারি নুলিযারা বলে তারা মদ্যপান করে সমুদ্র নেমে ছিল । তাদের মুখ থেকে মদের গন্ধ পাওয়াযায় । দীঘা থানায় ওসি বাসুকি ব্যানার্জি বলেন ঘটনার খবর পেয়ে ছুটে যাই দিঘা হাসপাতালে । মৃতেরখবর দেওয়া হয় । তবে ইন্দ্রনীল বাবু খুব বেশি জলে না নামে ও তলিয়ে গিয়ে মারা যান । ময়না তদন্তের জন্য কাঁথির মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ময়না তদন্তের রিপোর্ট আসার পর বলা যাবে মৃত্যু কারন কি ! মৃতের আরেক বন্ধু বলেন জলের ভিতরে কি হয়েছে আমার জানা নেই , তার পর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরে ডাক্তার মৃত বলে জানান । বাইট 1a মৃতের বন্ধুর ।Body:প্রশাসনের নির্দেশ উঠতে না উঠতেই আবার সমুদ্রে স্মান করতে নেমে মৃত্যু হলো আরেক পর্যটকের ।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত নিউ দীঘার ক্ষণিকা ঘাটে । গতকাল উত্তর ২৪পরগণা জেলার বারাসাতের কুলু পুকুর এলাকা থেকে পাঁচ পর্যটকের দল দীঘা বেড়াতে আসে । রবিবার বিকেলের দিকে নিউ দীঘার ক্ষণিকা ঘাটে সব বন্ধুরা মিলে সমুদ্রে স্মান করতে নামে । পাড়ে বসে উপভোগ করছিলেন ইন্দ্রনীল মজুমদার (৪২) । কিছু সময় ধরে উপভোগ করার পর তিনি ও সমুদ্রে স্মান করতে নেমে পড়েন । কিছুক্ষণ পর তিনি ও সমুদ্রে তলিয়ে যান । তলিয়ে যাওয়া দেখতে পেয়ে বন্ধুরা চিত্কার করতে শুরু করলে ,নুলিযারা ছুটে এসে উদ্ধার করে দীঘা রাজ্য জেনারেল হাসপাতালে নিয়ে গেলে , কিছুক্ষণ পরে ডাক্তার মৃত বলে জানান । উদ্ধার কারি নুলিযারা বলে তারা মদ্যপান করে সমুদ্র নেমে ছিল । তাদের মুখ থেকে মদের গন্ধ পাওয়াযায় । দীঘা থানায় ওসি বাসুকি ব্যানার্জি বলেন ঘটনার খবর পেয়ে ছুটে যাই দিঘা হাসপাতালে । মৃতেরখবর দেওয়া হয় । তবে ইন্দ্রনীল বাবু খুব বেশি জলে না নামে ও তলিয়ে গিয়ে মারা যান । ময়না তদন্তের জন্য কাঁথির মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ময়না তদন্তের রিপোর্ট আসার পর বলা যাবে মৃত্যু কারন কি ! মৃতের আরেক বন্ধু বলেন জলের ভিতরে কি হয়েছে আমার জানা নেই , তার পর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরে ডাক্তার মৃত বলে জানান । বাইট 1a মৃতের বন্ধুর ।Conclusion:প্রশাসনের নির্দেশ উঠতে না উঠতেই আবার সমুদ্রে স্মান করতে নেমে মৃত্যু হলো আরেক পর্যটকের ।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত নিউ দীঘার ক্ষণিকা ঘাটে । গতকাল উত্তর ২৪পরগণা জেলার বারাসাতের কুলু পুকুর এলাকা থেকে পাঁচ পর্যটকের দল দীঘা বেড়াতে আসে । রবিবার বিকেলের দিকে নিউ দীঘার ক্ষণিকা ঘাটে সব বন্ধুরা মিলে সমুদ্রে স্মান করতে নামে । পাড়ে বসে উপভোগ করছিলেন ইন্দ্রনীল মজুমদার (৪২) । কিছু সময় ধরে উপভোগ করার পর তিনি ও সমুদ্রে স্মান করতে নেমে পড়েন । কিছুক্ষণ পর তিনি ও সমুদ্রে তলিয়ে যান । তলিয়ে যাওয়া দেখতে পেয়ে বন্ধুরা চিত্কার করতে শুরু করলে ,নুলিযারা ছুটে এসে উদ্ধার করে দীঘা রাজ্য জেনারেল হাসপাতালে নিয়ে গেলে , কিছুক্ষণ পরে ডাক্তার মৃত বলে জানান । উদ্ধার কারি নুলিযারা বলে তারা মদ্যপান করে সমুদ্র নেমে ছিল । তাদের মুখ থেকে মদের গন্ধ পাওয়াযায় । দীঘা থানায় ওসি বাসুকি ব্যানার্জি বলেন ঘটনার খবর পেয়ে ছুটে যাই দিঘা হাসপাতালে । মৃতেরখবর দেওয়া হয় । তবে ইন্দ্রনীল বাবু খুব বেশি জলে না নামে ও তলিয়ে গিয়ে মারা যান । ময়না তদন্তের জন্য কাঁথির মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ময়না তদন্তের রিপোর্ট আসার পর বলা যাবে মৃত্যু কারন কি ! মৃতের আরেক বন্ধু বলেন জলের ভিতরে কি হয়েছে আমার জানা নেই , তার পর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরে ডাক্তার মৃত বলে জানান । বাইট 1a মৃতের বন্ধুর ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.