ETV Bharat / state

Tourist Death : দিঘায় ঘুরতে এসে মৃত্যু নাবালকের - সী বিচে ঘুরতে এসে মৃত্যু নাবালকের

আত্মীয়ের সঙ্গে ঘুরতে এসে সমুদ্রস্নানে নেমে তলিয়ে গেল নাবালক ৷ মৃতের নাম সাগর ঢালি (16) ৷ কল্যাণী সেন্ট্রাল এলাকার বাসিন্দা (Tourist Death)৷

Tourist Death
দিঘায় ঘুরতে এসে মৃত্যু নাবালকের
author img

By

Published : Jun 17, 2022, 7:54 PM IST

দিঘা, 17 জুন : দিঘায় ঘুরতে এসে নাবালকের মৃত্যু ৷ শুক্রবার সকালে ওড়িশার উদয়পুর বিচে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৷ এদিন ওড়িশার উদয়পুর বিচের সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছে ওই নাবালক ৷ মৃতের নাম সাগর ঢালি (16) ৷

এদিন মামা জনীগোপাল ঘোষ ও মামী সীমা ঘোষের সঙ্গে বিচে ঘুরতে এসেছিল সাগর (Tourist Death)৷ সমুদ্রে সে স্নান করতে নামে ৷ ঢেউ ভাঙতে ভাঙতে খানিকটা দূরে এগিয়ে যায়। হঠাৎই একটি বড় টেউ আসায় সেই ধাক্কা সমলাতে না পেরে সমুদ্রে তলিয়ে গিয়েছে ওই নাবালক ৷ তাকে তলিয়ে যেতে দেখে মামা টেনে তোলার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন ৷ কিছুক্ষণ পরেই ওই নাবালকের দেহ ভেসে ওঠে নিউ দিঘার দিকে ৷ খবর পেয়ে দিঘা পুলিশ ও নুলিয়ারা গিয়ে উদ্ধার করে ওই ছাত্রকে ৷ তাকে দিঘা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । দেহটি ময়মাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷

দিঘায় ঘুরতে এসে মৃত্যু নাবালকের

আরও পড়ুন : বিচে ঘোরা, মদ্যপানের পর গলায় ফাঁস ! দিঘায় পর্যটকের অস্বাভাবিক মৃত্যুতে আটক সঙ্গিনী

ঘটনার সময়ে সাগরের মামা ও মামী সহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি ৷ এমনকী তাঁরা দিঘা থানায় ও উদয়পুর থানায় গেলেও তাঁদের হয়রানি করা হয়েছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী ৷ তলিয়ে যাওয়ার পরেও ওই যুবক প্রায় 10 মিনিট ভেসে ছিল ৷ ঠিক সময়ে দিঘা পুলিশ ও নুলিয়ার সাহায্য পেলে ওই কিশোরকে বাঁচানে যেত বলে মনে করছেন তাঁরা ৷

দিঘা, 17 জুন : দিঘায় ঘুরতে এসে নাবালকের মৃত্যু ৷ শুক্রবার সকালে ওড়িশার উদয়পুর বিচে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৷ এদিন ওড়িশার উদয়পুর বিচের সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছে ওই নাবালক ৷ মৃতের নাম সাগর ঢালি (16) ৷

এদিন মামা জনীগোপাল ঘোষ ও মামী সীমা ঘোষের সঙ্গে বিচে ঘুরতে এসেছিল সাগর (Tourist Death)৷ সমুদ্রে সে স্নান করতে নামে ৷ ঢেউ ভাঙতে ভাঙতে খানিকটা দূরে এগিয়ে যায়। হঠাৎই একটি বড় টেউ আসায় সেই ধাক্কা সমলাতে না পেরে সমুদ্রে তলিয়ে গিয়েছে ওই নাবালক ৷ তাকে তলিয়ে যেতে দেখে মামা টেনে তোলার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন ৷ কিছুক্ষণ পরেই ওই নাবালকের দেহ ভেসে ওঠে নিউ দিঘার দিকে ৷ খবর পেয়ে দিঘা পুলিশ ও নুলিয়ারা গিয়ে উদ্ধার করে ওই ছাত্রকে ৷ তাকে দিঘা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । দেহটি ময়মাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷

দিঘায় ঘুরতে এসে মৃত্যু নাবালকের

আরও পড়ুন : বিচে ঘোরা, মদ্যপানের পর গলায় ফাঁস ! দিঘায় পর্যটকের অস্বাভাবিক মৃত্যুতে আটক সঙ্গিনী

ঘটনার সময়ে সাগরের মামা ও মামী সহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি ৷ এমনকী তাঁরা দিঘা থানায় ও উদয়পুর থানায় গেলেও তাঁদের হয়রানি করা হয়েছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী ৷ তলিয়ে যাওয়ার পরেও ওই যুবক প্রায় 10 মিনিট ভেসে ছিল ৷ ঠিক সময়ে দিঘা পুলিশ ও নুলিয়ার সাহায্য পেলে ওই কিশোরকে বাঁচানে যেত বলে মনে করছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.