ETV Bharat / state

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন পূর্ব মেদিনীপুরের 37 জন

পূর্ব মেদিনীপুরে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 1305 জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন 736 জন। আজ আবার পাঁশকুড়ার কোভিড হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন জেলার 37 জন কোরোনা আক্রান্ত ব্যক্তি ।

কোরোনা
কোরোনা
author img

By

Published : Jul 27, 2020, 10:39 PM IST

পাঁশকুড়া, 27 জুলাই : পাঁশকুড়ার কোভিড হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন জেলার 37 জন কোরোনা আক্রান্ত ব্যক্তি । এর মধ্যে আটজন মহিলা রয়েছেন। সোমবার বিকেল নাগাদ অ্যাম্বুলেন্স ও বাসে করে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাঁদের সকলকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। আজ সুস্থ হয়ে ওঠা সকল ব্যক্তিকেই আগামী 14 দিন কোয়ারানটাইনে থাকার নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, আজ সুস্থ হয়ে বাড়ি ফেরা ব্যক্তিদের মধ্যে রয়েছেন কোলাঘাট ব্লকের সাতজন, পটাশপুর ও এগরা ব্লকের দুইজন, কাঁথি ব্লকের পাঁচজন, পাঁশকুড়া ব্লকের দুজন, হলদিয়া ব্লকের নয়জন, মহিষাদল ও দিঘা ব্লকের তিনজন করে মোট ছয়জন এবং তমলুক ব্লকের ছয় জন।


আক্রান্ত ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে কোরোনার উপসর্গ নিয়ে ভুগছিলেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাঁদের সকলেরই সোয়াব সংগ্রহ করে টেস্ট করা হয়। সেই টেস্টের রিপোর্ট জেলা কোভিড পজ়িটিভ বেরোয় । এদের পাঁশকুড়ার কোভিড হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার পর ফের পরপর দুবার তাঁদের সোয়াবের নমুনা টেস্ট করা হয় । আজ সেই সকালে সেই রিপোর্ট পৌঁছালে, দেখা যায় তা নেগেটিভ । সেই নেগেটিভ রিপোর্টের ভিত্তিতেই আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হয়েছেন বলে নিশ্চিত হন চিকিৎসকরা । তারপরই আজ এই 37 জন কোরোনামুক্ত ব্যক্তিকে হাসপাতাল থেকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল জানিয়েছেন, "চিকিৎসায় সুস্থ হয়ে ওঠায় জেলার 37 জন ব্যক্তিকে পাঁশকুড়া কোরোনা হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। আগামী 14 দিন সকলকেই হোম কোয়ারানটাইনে থাকতে বলা হয়েছে।"


উল্লেখ্য, রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী জেলায় গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 37 জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 1305 জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন 736 জন । মৃত্যু হয়েছে 11 জনের । বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 558 জন কোরোনা রোগী।

পাঁশকুড়া, 27 জুলাই : পাঁশকুড়ার কোভিড হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন জেলার 37 জন কোরোনা আক্রান্ত ব্যক্তি । এর মধ্যে আটজন মহিলা রয়েছেন। সোমবার বিকেল নাগাদ অ্যাম্বুলেন্স ও বাসে করে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাঁদের সকলকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। আজ সুস্থ হয়ে ওঠা সকল ব্যক্তিকেই আগামী 14 দিন কোয়ারানটাইনে থাকার নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, আজ সুস্থ হয়ে বাড়ি ফেরা ব্যক্তিদের মধ্যে রয়েছেন কোলাঘাট ব্লকের সাতজন, পটাশপুর ও এগরা ব্লকের দুইজন, কাঁথি ব্লকের পাঁচজন, পাঁশকুড়া ব্লকের দুজন, হলদিয়া ব্লকের নয়জন, মহিষাদল ও দিঘা ব্লকের তিনজন করে মোট ছয়জন এবং তমলুক ব্লকের ছয় জন।


আক্রান্ত ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে কোরোনার উপসর্গ নিয়ে ভুগছিলেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাঁদের সকলেরই সোয়াব সংগ্রহ করে টেস্ট করা হয়। সেই টেস্টের রিপোর্ট জেলা কোভিড পজ়িটিভ বেরোয় । এদের পাঁশকুড়ার কোভিড হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার পর ফের পরপর দুবার তাঁদের সোয়াবের নমুনা টেস্ট করা হয় । আজ সেই সকালে সেই রিপোর্ট পৌঁছালে, দেখা যায় তা নেগেটিভ । সেই নেগেটিভ রিপোর্টের ভিত্তিতেই আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হয়েছেন বলে নিশ্চিত হন চিকিৎসকরা । তারপরই আজ এই 37 জন কোরোনামুক্ত ব্যক্তিকে হাসপাতাল থেকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল জানিয়েছেন, "চিকিৎসায় সুস্থ হয়ে ওঠায় জেলার 37 জন ব্যক্তিকে পাঁশকুড়া কোরোনা হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। আগামী 14 দিন সকলকেই হোম কোয়ারানটাইনে থাকতে বলা হয়েছে।"


উল্লেখ্য, রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী জেলায় গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 37 জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 1305 জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন 736 জন । মৃত্যু হয়েছে 11 জনের । বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 558 জন কোরোনা রোগী।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.