পটাশপুর, 17 জুলাই : ABVP-TMCP সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পালপাড়া যোগদা সৎসঙ্গ কলেজ । এর জেরে জখম হন মোট 7 জন ।
বর্তমানে পালপাড়া কলেজে ছাত্র সংসদ রয়েছে তৃণমূলের দখলে । কয়েকদিন আগে কলেজে ইউনিট গঠন করে ABVP-র সদস্যরা । এই নিয়ে আজ দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় । বচসা ধীরে ধীরে হাতাহাতিতে পরিণত হয় । অভিযোগ, পটাশপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা আহাদ আলির নেতৃত্বে বহিরাগতরা ABVP ছাত্রদের উপর হামলা চালায় । দোকান ভাঙচুর করা হয় । এই ঘটনায় জখম হন উভয়পক্ষের মোট 7 জন ।
ABVP সংগঠনের সদস্য দিলীপ পাত্র বলেন , কয়েকদিন আগেই কলেজে সংগঠনের তরফে ABVP-র একটি ইউনিট খোলা হয়েছিল । আজ সকালে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ও বেশ কিছু বহিরাগত তৃণমূল কর্মী কলেজের ভিতর ঢুকে আমাদের মারধর করে ।" অপরদিকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা কনিষ্ক পণ্ডা বলেন, "আজ হঠাৎ ABVP-র কিছু বহিরাগত কর্মী কলেজের মধ্যে ঢুকে ভাঙচুর চালায় । BJP শিক্ষাক্ষেত্রে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে ।"