খেজুরি, 17 জুলাই: পেশায় চিকিৎসক এক তৃণমূল কর্মীর গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে মারার চেষ্টা ৷ অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি রয়েছেন ওই তৃণমূল কর্মী ৷ টুইট করে দোষীদের দ্রুত গ্রেফতারির দাবি জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে জেলা বিজেপি নেতৃত্ব ৷ আক্রান্ত তৃণমূল কর্মীর নাম নরেন্দ্রনাথ মাঝি ৷ রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরির উত্তর কলমদান এলাকায়।
পঞ্চায়েত ভোটের পরও রাজ্যে হিংসা অব্য়াহত ৷ এবার খাস অধিকারী গড়ে তৃণমূল কর্মীর গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাষের জমি জোর করে দখলের চেষ্টা করে বিজেপি আশ্রিত দুস্কৃতীরা। সেই কাজে বাধা দেন তৃণমূল কর্মী নরেন্দ্রনাথ মাঝি ৷ অভিযোগ, এরপরই পেশায় চিকিৎসক ওই তৃণমূল কর্মীকে প্রথমে ব্য়াপক মারধর করে বিজেপি আশ্রিত গুন্ডাবাহিনী ৷ পাশাপাশি তাঁর বাড়িতে পেট্রল ঢেলে আগুন লাগানোর চেষ্টাও করে দুষ্কৃতীরা ৷
যদিও এই ঘটনায় খেজুরি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত দে জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি পুলিশের কাছে। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অভিযোগ, ধস্তাধস্তির সময়ই তৃণমূল কর্মীর গায়ে পেট্রল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা ৷ যার জেরে তৃণমূল কর্মীর দেহের উপরের অংশ ঝলসে গিয়েছে। তাঁকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা খেজুরির ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ৷ কিন্তু অবস্থার অবনতি হলে পরে কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি করানো হয় তাঁকে। যদিও এই ঘটনা একান্তই পারিবারিক বিবাদের জের বলে দাবি করেছে জেলা বিজেপি। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷ বুধবার তৃণমূল নেতৃত্ব খেজুরিতে যাবে বলেও জানা গিয়েছে ৷ টুইট করে কুণাল লিখেছেন, "খেজুরি ছাতনাবাড়ির টিকাশি অঞ্চলে, যেখানে আমাদের জয় হয়েছে, একটি বুথে হেরেছি, সেইখানে বিজেপি গুন্ডারা তৃণমূল কর্মী নরেন মাঝিকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। চিকিৎসা চলছে। ব্লক নেতৃত্ব দেখছেন। আমরা বুধবার খেজুরি থানায় যাব। তার আগে পুলিশ দোষীদের গ্রেফতার করুক।"
যদিও এই ঘটনায় বিজেপির কাঁথির সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, "এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল। ওই এলাকায় কে প্রধান হবেন তা নিয়ে তৃণমূলের মধ্যে এখন চরম লড়াই চলছে। এই ঘটনায় বিজেপি কোনওভাবেই জড়িত নয়। বিজেপি এইসব দাঙ্গার বিরুদ্ধে।" যদিও সামগ্রিক ঘটনা মানতে নারাজ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূল নেতা উত্তম বারিক। তিনি বলেন, "ওই এলাকায় তৃণমূল জিতেছে তাই বিজেপির হার্মাদ গুন্ডারা আমাদের তৃণমূল কর্মীর ঘরবাড়ি পুড়িয়ে, তাঁর গায়ে পেট্রল ছিটিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। আমরা থানায় অভিযোগ দায়ের করছি। পুলিশ এর যথাযথ ব্যবস্থা নেবে।" এদিন দলীয় কর্মী চিকিৎসক নরেন্দ্রনাথ মাঝিকে হাসপাতলে দেখতে যান পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা উত্তম বারিক।
আরও পড়ুন: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ আইনজীবীরা