কাঁথি, 17 মে: রাজ্যের বিধায়ক ও মন্ত্রীদের গ্রেফতারের প্রতিবাদে আজ কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বিক্ষোভ দেখাল তৃণমূল ৷ দলের কর্মী-সমর্থকরা দীঘা নন্দকুমার 116বি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাঁদের প্রশ্ন, নারদ কাণ্ডে বিজেপি নেতাদের কেন বাদ দিয়ে বেছে বেছে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হল ? তারই প্রতিবাদে আজ কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে তৃণমূল নেতাকর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ।
কাঁথি পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য হাবিবুর রহমান বলেন, "কেন্দ্রীয় সরকার ভোটে হেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেছে বেছে তৃণমূল নেতাদের সিবিআইকে দিয়ে গ্রেফতার করাচ্ছে । তারই প্রতিবাদে আজ আমরা পথ অবরোধ করি ।"
আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের
কাঁথি 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রাম গোবিন্দ দাস বলেন, "ভোটে হেরে বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলের নেতাদের গ্রেফতার করাচ্ছে । এই নারদকাণ্ডে শুভেন্দু অধিকারী, মুকুল রায়দেরও নাম রয়েছে । তাঁদের কেন গ্রেফতার করা হবে না ? তাঁদের যদি গ্রেফতার করা না হয়, আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ।"