ETV Bharat / state

পুলিশের সাহায্যে পার্টি অফিস উদ্ধার তৃণমূলের - tapash maji

কার্যালয় দখল করা নিয়ে তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কাঁথি সাংগঠনিক জেলা BJP-র সভাপতি তপন মাইতি । তিনি বলেন, "আমাদের কর্মীরা কেউই তৃণমূলের কার্যালয় দখল করেনি । BJP দখলের রাজনীতিতে বিশ্বাস করে না । পটাশপুরে নিজেদের অবক্ষয় রুখতে তৃণমূলের লোকেরাই এসব মিথ্যা অভিযোগ তুলছে । মানুষকে ভুল বুঝিয়ে সমর্থন পাওয়ার চেষ্টা করছে ।"

পুলিশের সাহায্যে তৃণমূলের পার্টি অফিস উদ্ধার
author img

By

Published : May 31, 2019, 10:49 PM IST

Updated : May 31, 2019, 11:12 PM IST

এগরা, 31 মে : তৃণমূলের কার্যালয় দখল করে নিয়েছিল BJP । এই অভিযোগ উঠেছিল । তবে সকাল হতেই পুলিশের সাহায্যে কার্যালয়ের তালা ভেঙে পার্টি অফিস দখলমুক্ত করলেন তৃণমূলের স্থানীয় নেতারা । ঘটনাটি পটাশপুর একনম্বর ব্লকের গোপালপুর পঞ্চায়েত এলাকার ।

লোকসভা ভোটে পটাশপুর এক নম্বর ব্লকে জিতেছে তৃণমূল । কিন্তু এই ব্লকের গোপালপুর পঞ্চায়েতে এবার অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে BJP । ফল প্রকাশের পর থেকেই BJP-র বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করে আসছে তৃণমূল । গতরাতে গোপালপুর পঞ্চায়েতের গোপালপুর শাখা তৃণমূল কার্যালয় দখল করে নেওয়ার অভিযোগ উঠে BJP-র বিরুদ্ধে । আজ পুলিশের উপস্থিতিতে সেই কার্যালয় দখলমুক্ত করলেন ব্লক তৃণমূল নেতারা । তবে BJP-র তরফে তৃণমূলের কার্যালয় দখলের অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

পটাশপুর একনম্বর ব্লকের তৃণমূলের সভাপতি তাপস মাজির নেতৃত্বে আজ দখলমুক্ত করা হয় কার্যালয়টি । তাপসবাবু বলেন, "CPI(M)-র হার্মাদরা BJP-তে যোগ দিয়ে পটাশপুরে ফের সন্ত্রাস ও দখলের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে । CPI(M)-র বিরুদ্ধে লড়াই-আন্দোলন সংগঠিত করে 2011 সালে আমরা এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিলাম । আমরা আবারও মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করব । পটাশপুরে শান্তি ফিরিয়ে আনব ।"

পুলিশের সাহায্যে তৃণমূলের পার্টি অফিস উদ্ধার

তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কাঁথি সাংগঠনিক জেলা BJP-র সভাপতি তপন মাইতি । তিনি বলেন, "আমাদের কর্মীরা কেউই তৃণমূলের কার্যালয় দখল করেনি । BJP দখলের রাজনীতিতে বিশ্বাস করে না । পটাশপুরে নিজেদের অবক্ষয় রুখতে তৃণমূলের লোকেরাই এসব মিথ্যা অভিযোগ তুলছে । মানুষকে ভুল বুঝিয়ে সমর্থন পাওয়ার চেষ্টা করছে ।"

এগরা, 31 মে : তৃণমূলের কার্যালয় দখল করে নিয়েছিল BJP । এই অভিযোগ উঠেছিল । তবে সকাল হতেই পুলিশের সাহায্যে কার্যালয়ের তালা ভেঙে পার্টি অফিস দখলমুক্ত করলেন তৃণমূলের স্থানীয় নেতারা । ঘটনাটি পটাশপুর একনম্বর ব্লকের গোপালপুর পঞ্চায়েত এলাকার ।

লোকসভা ভোটে পটাশপুর এক নম্বর ব্লকে জিতেছে তৃণমূল । কিন্তু এই ব্লকের গোপালপুর পঞ্চায়েতে এবার অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে BJP । ফল প্রকাশের পর থেকেই BJP-র বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করে আসছে তৃণমূল । গতরাতে গোপালপুর পঞ্চায়েতের গোপালপুর শাখা তৃণমূল কার্যালয় দখল করে নেওয়ার অভিযোগ উঠে BJP-র বিরুদ্ধে । আজ পুলিশের উপস্থিতিতে সেই কার্যালয় দখলমুক্ত করলেন ব্লক তৃণমূল নেতারা । তবে BJP-র তরফে তৃণমূলের কার্যালয় দখলের অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

পটাশপুর একনম্বর ব্লকের তৃণমূলের সভাপতি তাপস মাজির নেতৃত্বে আজ দখলমুক্ত করা হয় কার্যালয়টি । তাপসবাবু বলেন, "CPI(M)-র হার্মাদরা BJP-তে যোগ দিয়ে পটাশপুরে ফের সন্ত্রাস ও দখলের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে । CPI(M)-র বিরুদ্ধে লড়াই-আন্দোলন সংগঠিত করে 2011 সালে আমরা এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিলাম । আমরা আবারও মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করব । পটাশপুরে শান্তি ফিরিয়ে আনব ।"

পুলিশের সাহায্যে তৃণমূলের পার্টি অফিস উদ্ধার

তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কাঁথি সাংগঠনিক জেলা BJP-র সভাপতি তপন মাইতি । তিনি বলেন, "আমাদের কর্মীরা কেউই তৃণমূলের কার্যালয় দখল করেনি । BJP দখলের রাজনীতিতে বিশ্বাস করে না । পটাশপুরে নিজেদের অবক্ষয় রুখতে তৃণমূলের লোকেরাই এসব মিথ্যা অভিযোগ তুলছে । মানুষকে ভুল বুঝিয়ে সমর্থন পাওয়ার চেষ্টা করছে ।"

sample description
Last Updated : May 31, 2019, 11:12 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.