কাঁথি, 22 মে : শিশির অধিকারীর পর এবার দিব্যেন্দু অধিকারীকেও দেওয়া হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা ৷ সূত্রের খবর, দুই সাংসদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন 6 জন করে জওয়ান ৷
শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর থেকেই যেন তৃণমূলের কাছে গলার কাঁটা হয়ে গিয়েছেন দুই সাংসদ ৷ অভিযোগ, দলও তাঁদের আর বিশেষ গুরুত্ব দিচ্ছে না ৷ কোনও সভায় সে ভাবে ডাক পান না ৷ তৃণমূলের সাংসদ হলেও দলের সঙ্গে দূরত্ব বেড়েছে অনেক ৷ কানাঘুষো শোনা যাচ্ছিল, দুই সাংসদের নিরাপত্তাতেও বেশ ঢিলেঢালা দিয়েছিল রাজ্য ৷ এরই মধ্যে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে ৷
বঙ্গভোটে আগে একটি ট্রেন্ড লক্ষ্য করা গিয়েছিল ৷ তৃণমূল ছেড়ে যে নেতাই বিজেপিতে নাম লিখিয়েছিলেন, তাঁদের সিংহভাগই কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন ৷ এখন ভোট মিটেছে ৷ মমতা সরকার গড়েছেন তৃতীয়বারের জন্য ৷ বিজেপির বাংলা দখলের যে হুঙ্কার ছিল, তা দুরমুশ করে দিয়েছে তৃণমূল ৷ কিন্তু হাল ছাড়ছে না বিজেপিও ৷ বোঝাতে চাইছে, তাস এখনও বের করা বাকি ৷ এবার তৃণমূল সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে ৷