এগরা, 19 জুলাই : এবার কোরোনায় আক্রান্ত এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস৷ তাঁকে পাঁশকুড়ার বড়মা কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে৷
দিনকয়েক ধরে জ্বরে ভুগছিলেন বিধায়ক৷ তাঁর সোয়াব নুমনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল৷ গতকাল বিকেলে রিপোর্ট আসে৷ জানা যায়, তিনি কোরোনা পজ়িটিভ৷ এরপরই তাঁকে পাঁশকুড়ার বড়মা কোরোনা হাসপাতালে ভরতি করা হয়৷ বিধায়কের সংস্পর্শে আসা বাকিদের খোঁজ চলছে৷
এর আগে কোরোনায় আক্রান্ত হয়েছেন একের পর এক তৃণমূল বিধায়ক৷ সেই তালিকায় রয়েছেন- জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান , তৃণমূল বিধায়ক তথা দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, সুজিত বসু৷ কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের৷