ETV Bharat / state

তৃণমূল নেতার 'দাদাগিরি', স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের মারধর !

স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ কোলাঘাটের মানুয়া হাইস্কুলের ঘটনা ৷

প্রধান শিক্ষিকার অভিযোগ শুনছেন পুলিশ আধিকারিকরা
author img

By

Published : Aug 21, 2019, 1:19 PM IST

Updated : Aug 21, 2019, 2:48 PM IST

কোলাঘাট, 21 অগাস্ট : স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে ৷ কোলাঘাটের মানুয়া হাইস্কুলের ঘটনা ৷ অভিযুক্ত নেতার নাম বিশ্বজিৎ মান্না ৷

আসন্ন শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানের জন্য গতকাল বিকেলে মানুয়া হাইস্কুলে মিটিং চলছিল ৷ প্রধান শিক্ষিকার ঘরে ওই মিটিংয়ে স্কুলের সহশিক্ষক-শিক্ষিকারা হাজির ছিলেন৷ আলোচনা চলাকালীন বিকেল চারটে নাগাদ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যা মঞ্জু মান্নার স্বামী বিশ্বজিৎ মান্না ও তার সঙ্গীরা সেখানে চড়াও হয় ৷ অভিযোগ, তারা শিক্ষক-শিক্ষিকাদের মারধর করে একটি ঘরে তালা দিয়ে রাত আটটা পর্যন্ত আটকে রাখে ৷ খবর পেয়ে স্কুলে গিয়ে তাঁদের উদ্ধার করে পুলিশ ৷ অভিযুক্তদের বিরুদ্ধে কোলাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: দিঘায় জনতার দরবারে মমতা, বিলোলেন চকোলেট

প্রধান শিক্ষিকা স্বপ্না মাইতি বলেন, "শিক্ষক দিবসের অনুষ্ঠান নিয়ে আলোচনা চলছিল ৷ সেই সময় বিশ্বজিৎ মান্না দলবল নিয়ে স্কুলে আসে ৷ সে স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী । স্কুলে ঢুকেই ওরা আমাদের মারধর শুরু করে ৷ গালিগালাজ করে ৷ কেন হামলা চালাল বুঝে উঠতে পারিনি ৷ আমরা নিরাপত্তার অভাব বোধ করছি । গোটা ঘটনা পুলিশকে জানিয়েছি ৷ "

ভিডিয়োর শুনুন প্রধান শিক্ষিকার বক্তব্য

ঘটনার পর গা ঢাকা দিয়েছে বিশ্বজিৎ ৷ অভিযুক্তর স্ত্রী তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যা মঞ্জু মান্না এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি৷ তবে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মধুরিমা মণ্ডল জানান, বিষয়টি তাঁর অজানা ৷ খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ৷

কোলাঘাট, 21 অগাস্ট : স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে ৷ কোলাঘাটের মানুয়া হাইস্কুলের ঘটনা ৷ অভিযুক্ত নেতার নাম বিশ্বজিৎ মান্না ৷

আসন্ন শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানের জন্য গতকাল বিকেলে মানুয়া হাইস্কুলে মিটিং চলছিল ৷ প্রধান শিক্ষিকার ঘরে ওই মিটিংয়ে স্কুলের সহশিক্ষক-শিক্ষিকারা হাজির ছিলেন৷ আলোচনা চলাকালীন বিকেল চারটে নাগাদ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যা মঞ্জু মান্নার স্বামী বিশ্বজিৎ মান্না ও তার সঙ্গীরা সেখানে চড়াও হয় ৷ অভিযোগ, তারা শিক্ষক-শিক্ষিকাদের মারধর করে একটি ঘরে তালা দিয়ে রাত আটটা পর্যন্ত আটকে রাখে ৷ খবর পেয়ে স্কুলে গিয়ে তাঁদের উদ্ধার করে পুলিশ ৷ অভিযুক্তদের বিরুদ্ধে কোলাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: দিঘায় জনতার দরবারে মমতা, বিলোলেন চকোলেট

প্রধান শিক্ষিকা স্বপ্না মাইতি বলেন, "শিক্ষক দিবসের অনুষ্ঠান নিয়ে আলোচনা চলছিল ৷ সেই সময় বিশ্বজিৎ মান্না দলবল নিয়ে স্কুলে আসে ৷ সে স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী । স্কুলে ঢুকেই ওরা আমাদের মারধর শুরু করে ৷ গালিগালাজ করে ৷ কেন হামলা চালাল বুঝে উঠতে পারিনি ৷ আমরা নিরাপত্তার অভাব বোধ করছি । গোটা ঘটনা পুলিশকে জানিয়েছি ৷ "

ভিডিয়োর শুনুন প্রধান শিক্ষিকার বক্তব্য

ঘটনার পর গা ঢাকা দিয়েছে বিশ্বজিৎ ৷ অভিযুক্তর স্ত্রী তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যা মঞ্জু মান্না এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি৷ তবে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মধুরিমা মণ্ডল জানান, বিষয়টি তাঁর অজানা ৷ খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ৷

Intro:কোলাঘাট, ২১ আগস্ট:ফের তৃণমূল নেতার দাদাগিরি।কোলাঘাটে আচমকা স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। তালাবন্দি করে দীর্ঘক্ষণ স্কুলে আটকে রাখা হয় শিক্ষক-শিক্ষিকাদের। রাতের পর খবর পেয়ে গিয়ে তাঁদের উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত তৃণমূল নেতা বিশ্বজিৎ মান্নার নামে কোলাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন কোলাঘাট থানার ওসি কাশীনাথ চৌধুরী।বলেন, এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ অভিযোগ জানিয়েছেন।আমরা তদন্ত শুরু করেছি ঘটনার।Body:জানা গেছে, মঙ্গলবার বিকেলে শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানকে ঘিরে আলোচনা চলছিল কোলাঘাটের মানুয়া হাইস্কুলে।প্রধান শিক্ষিকার কক্ষে আলোচনায় হাজির ছিলেন স্কুলের সহ শিক্ষক-শিক্ষিকারা।বিকেল চারটা নাগাদ সে সময় স্কুলে চড়াও হয় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যা মঞ্জু মান্নার স্বামী বিশ্বজিৎ মান্না ও তার সঙ্গীরা। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, আচমকা স্কুলে ঢুকে তান্ডব শুরু করে অভিযুক্তরা। প্রতিবাদ করলে আক্রান্ত হন শিক্ষকরা।বাদ যাননি শিক্ষিকারা। বিকেল ৪ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত শিক্ষক-শিক্ষিকাদের ওপর চলে এইভাবে অত্যাচার।Conclusion:স্কুলের প্রধান শিক্ষিকা স্বপ্না মাইতি বলেন, শিক্ষক দিবসকে কেন্দ্র করে আমাদের আলোচনা চলছিল।সেই সময় বিশ্বজিৎ মান্না নামের একজন অভিভাবক দলবল নিয়ে স্কুলে আসেন।তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামীও। স্কুলে ঢুকেই ওরা আমাদের মারধর শুরু করে।অশ্লীল গালিগালাজ করে। আমরা ওদের আক্রমণের কারণ ও বুঝে উঠতে পারিনি। আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। পুলিশকে জানিয়েছি।

ঘটনার পর থেকেই অবশ্য মুখ লুকিয়ে ছেন অভিযুক্ত তৃণমূল নেতা বিশ্বজিৎ মান্না।তাঁর স্ত্রীও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মধুরিমা মন্ডল।বিষয়টি তাঁর অজানা। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন তিনি।
Last Updated : Aug 21, 2019, 2:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.