ETV Bharat / state

TMC Celebrate 1 Year Anniversary of Suvendu Adhikari Exit : তৃণমূলের উচ্ছ্বাস দিবসকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন কাঁথিতে

author img

By

Published : Dec 19, 2021, 2:55 PM IST

আজ শুভেন্দু অধিকারীর বিজেপি যোগদানের বর্ষপূর্তি ৷ আর এই দিনটাকেই স্মরণীয় করে রাখতে কাঁথি যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোমবার উচ্ছ্বাস দিবস হিসেবে পালন করা হচ্ছে (TMC Celebrate 1 Year Anniversary of Suvendu Adhikari Exit) ৷

kanthi tmc
শুভেন্দুর তৃণমূল ত্যাগের বর্ষপূর্তিতে কাঁথিতে তৃণমূলের উচ্ছ্বাস দিবস পালন

কাঁথি, 19 ডিসেম্বর : শুভেন্দু অধিকারীর দলবদলের আজ এক বছর পূর্ণ হল ৷ আর এই দিনকে স্মরণ করে তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সোমবার । 2020-এর 19 ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী । সেদিন তাঁর মুখে শোনা গিয়েছিল ‘পিসি ভাইপো হঠাও’ স্লোগান । এবার উচ্ছ্বাস দিবস হিসেবে তাঁর দলবদলের বর্ষপূর্তি পালন করছে যুব তৃণমূল (TMC Celebrate 1 Year Anniversary of Suvendu Adhikari Exit) ।

শুভেন্দু অধিকারী দলত্যাগের দিনটিকে ‘আপদ বিদায়’ হিসেবে জেলা যুব তৃণমূল ও সংখ্যালঘু সেলের উদ্যোগে কাঁথিতে 'উচ্ছ্বাস ও সংহতি দিবস পালন' করার কর্মসূচিকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা । আসলে যে জায়গায় তৃণমূলের কর্মসূচি করার কথা ছিল, সেটি আবার কেন্দ্রীয় লবণ দফতরের জায়গা । বিজেপি ও অধিকারী পরিবারের অভিযোগ, বিনা অনুমতিতে রাজ্যের শাসকদল এই কর্মসূচি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল ।

মৌখিক অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের ওড়িশা ও চেন্নাইয়ের প্রতিনিধি দল ওই এলাকা পরিদর্শন করে রিপোর্ট জমা দেবে বলে জানা যাচ্ছে । আর তার জেরেই তৃণমূল তাদের কর্মসূচির সভাস্থলের স্থান পরিবর্তন করেছে বলে সূত্রের খবর ।

আরও পড়ুন : Suvendu Adhikari Rally : তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবসে খোল নিয়ে শুভেন্দুর পদযাত্রা

এই বিষয়ে জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, "গতবছর দলের আবর্জনা ও আপদ শুভেন্দু অধিকারী বিদায় হয়েছিল । তাই রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে কাঁথির কলেজ মাঠ সংলগ্ন এলাকায় তৃণমূল যুবর পক্ষ থেকে উচ্ছ্বাস দিবস হিসেবে পালন করছি । সংখ্যালঘু সেলের সংহতি দিবস হিসেবেও এই দিনটি পালন করা হবে সোমবার ।"

এই বিষয়ে কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অসীম মিশ্র বলেন, "বাংলায় আবার একটা খুন সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার জন্য উচ্ছ্বাস দিবসে পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস । নির্বাচন পরবর্তীতে কাঁথি সাংগঠনিক জেলায় দু’জন বিজেপি কার্যকর্তা খুন হয়েছেন তৃণমূলী হার্মাদের হাতে । কাঁথির মানুষ তা দেখেছেন ৷ আগামী দিনে এর যোগ্য জবাব দেবে এলাকার শান্তিপ্রিয় মানুষ ।"

আরও পড়ুন : Suvendu Adhikari at Kanthi : কাঁথির সাংগঠনিক সভা থেকে মমতাকে হুঙ্কার শুভেন্দুর

যদিও যুবর এই কর্মসূচিতে অনৈতিক কিছু দেখছে না তৃণমূল কংগ্রেস । রামনগরের বিধায়ক তথা রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি বলেন, "তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচিতে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী একটি অভিযোগ করেছেন শুনেছি । কিন্তু এতে ওঁর অভিযোগের কী আছে ? উনি তো তৃণমূলের কেউ নন ৷ ওঁর অভিযোগে আমাদের কিছু যায় আসে না ।’’

এদিকে কাঁথিতে বাংলা আবাস যোজনার ঘর ও এলাকা পরিদর্শনে এসে জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান, আগামী 20 ডিসেম্বর কাঁথিতে তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি নিয়ে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি ।

সমগ্র ঘটনা নিয়ে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই কোনও মন্তব্য করতে রাজি হননি ।

আরও পড়ুন : Suvendu Adhikari Alleges TMC Again : আমার এমপি কোটা থেকে 7 শতাংশ কমিশন দিতে হত : শুভেন্দু

কাঁথি, 19 ডিসেম্বর : শুভেন্দু অধিকারীর দলবদলের আজ এক বছর পূর্ণ হল ৷ আর এই দিনকে স্মরণ করে তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সোমবার । 2020-এর 19 ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী । সেদিন তাঁর মুখে শোনা গিয়েছিল ‘পিসি ভাইপো হঠাও’ স্লোগান । এবার উচ্ছ্বাস দিবস হিসেবে তাঁর দলবদলের বর্ষপূর্তি পালন করছে যুব তৃণমূল (TMC Celebrate 1 Year Anniversary of Suvendu Adhikari Exit) ।

শুভেন্দু অধিকারী দলত্যাগের দিনটিকে ‘আপদ বিদায়’ হিসেবে জেলা যুব তৃণমূল ও সংখ্যালঘু সেলের উদ্যোগে কাঁথিতে 'উচ্ছ্বাস ও সংহতি দিবস পালন' করার কর্মসূচিকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা । আসলে যে জায়গায় তৃণমূলের কর্মসূচি করার কথা ছিল, সেটি আবার কেন্দ্রীয় লবণ দফতরের জায়গা । বিজেপি ও অধিকারী পরিবারের অভিযোগ, বিনা অনুমতিতে রাজ্যের শাসকদল এই কর্মসূচি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল ।

মৌখিক অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের ওড়িশা ও চেন্নাইয়ের প্রতিনিধি দল ওই এলাকা পরিদর্শন করে রিপোর্ট জমা দেবে বলে জানা যাচ্ছে । আর তার জেরেই তৃণমূল তাদের কর্মসূচির সভাস্থলের স্থান পরিবর্তন করেছে বলে সূত্রের খবর ।

আরও পড়ুন : Suvendu Adhikari Rally : তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবসে খোল নিয়ে শুভেন্দুর পদযাত্রা

এই বিষয়ে জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, "গতবছর দলের আবর্জনা ও আপদ শুভেন্দু অধিকারী বিদায় হয়েছিল । তাই রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে কাঁথির কলেজ মাঠ সংলগ্ন এলাকায় তৃণমূল যুবর পক্ষ থেকে উচ্ছ্বাস দিবস হিসেবে পালন করছি । সংখ্যালঘু সেলের সংহতি দিবস হিসেবেও এই দিনটি পালন করা হবে সোমবার ।"

এই বিষয়ে কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অসীম মিশ্র বলেন, "বাংলায় আবার একটা খুন সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার জন্য উচ্ছ্বাস দিবসে পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস । নির্বাচন পরবর্তীতে কাঁথি সাংগঠনিক জেলায় দু’জন বিজেপি কার্যকর্তা খুন হয়েছেন তৃণমূলী হার্মাদের হাতে । কাঁথির মানুষ তা দেখেছেন ৷ আগামী দিনে এর যোগ্য জবাব দেবে এলাকার শান্তিপ্রিয় মানুষ ।"

আরও পড়ুন : Suvendu Adhikari at Kanthi : কাঁথির সাংগঠনিক সভা থেকে মমতাকে হুঙ্কার শুভেন্দুর

যদিও যুবর এই কর্মসূচিতে অনৈতিক কিছু দেখছে না তৃণমূল কংগ্রেস । রামনগরের বিধায়ক তথা রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি বলেন, "তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচিতে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী একটি অভিযোগ করেছেন শুনেছি । কিন্তু এতে ওঁর অভিযোগের কী আছে ? উনি তো তৃণমূলের কেউ নন ৷ ওঁর অভিযোগে আমাদের কিছু যায় আসে না ।’’

এদিকে কাঁথিতে বাংলা আবাস যোজনার ঘর ও এলাকা পরিদর্শনে এসে জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান, আগামী 20 ডিসেম্বর কাঁথিতে তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি নিয়ে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি ।

সমগ্র ঘটনা নিয়ে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই কোনও মন্তব্য করতে রাজি হননি ।

আরও পড়ুন : Suvendu Adhikari Alleges TMC Again : আমার এমপি কোটা থেকে 7 শতাংশ কমিশন দিতে হত : শুভেন্দু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.