ETV Bharat / state

ভগবানপুরে তৃণমূল-BJP সংঘর্ষ, জখম 4 - politics

তৃণমূল-BJP সংঘর্ষ ৷ জখম 4 ৷ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার অন্তর্গত ভগবানপুর 2 নম্বর ব্লকের কাঁটাপুখুরিয়ায় ঘটনা ৷ এলাকায় উত্তেজনা রয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল চলছে ৷

ভগবানপুরে তৃণমূল-BJP সংঘর্ষ
author img

By

Published : Sep 1, 2019, 11:53 PM IST

Updated : Sep 2, 2019, 6:18 PM IST

ভূপতিনগর, 1 সেপ্টেম্বর: তৃণমূল-BJP সংঘর্ষ ৷ জখম 4 ৷ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার অন্তর্গত ভগবানপুর 2 নম্বর ব্লকের কাঁটাপুখুরিয়ায় ঘটনা ৷

আজ এলাকায় তৃণমূলের একটি শান্তি মিছিল ছিল ৷ অভিযোগ, সেই মিছিল থেকেই BJP কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় । অভিযোগ, জুখিয়ার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান অম্বিকেশ মান্নার নেতৃত্বে তৃণমূলের কর্মী-সমর্থকরা হামলা চালায় ৷ একাধিক BJP কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ পাশাপাশি BJP কর্মী নাড়ু বেরা ও সঞ্জীব বেরাকে মারধর করা হয় ৷ লোহার রড দিয়ে সঞ্জীবের মাথা ফাটিয়ে দেওয়া হয় ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করা হয় ।

দেখুন ভিডিয়ো...

এ প্রসঙ্গে BJP-র জেলা সভাপতি (কাঁথি) অনুপ চক্রবর্তী বলেন, "পুলিশের মদতে এলাকা দখল নেওয়ার জন্য পরিকল্পনা মাফিক শাসক দলের গুন্ডারা এদিন হামলা চালিয়েছে । এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য বোমা ছুড়েছে । বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করেছে । আমাদের দলের কয়েকজন কর্মী আক্রান্ত ।"

অভিযোগ অস্বীকার করেছে শাসকদল । অম্বিকেশবাবুর পালটা বক্তব্য, গত রবিবার দলের কার্যালয়ে ঢুকে বনবিহারী মাইতি নামে এক তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছিল৷ এই ঘটনার প্রতিবাদে আজ শান্তি মিছিলের আয়োজন করা হয়েছিল । কিন্তু সেখানে BJP-র কর্মী-সমর্থকরা জড়ো হয়ে উস্কানিমূলক মন্তব্য করছিল । যার জন্যই প্রথমে উভয়পক্ষের মধ্যে বচসা বাধে ৷ BJP-র কর্মীরা তাঁদের দলের দু'জনকেই মারধর করেছে ।

তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনও পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি ৷ তবে এলাকায় উত্তেজনা রয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল চলছে ৷

ভূপতিনগর, 1 সেপ্টেম্বর: তৃণমূল-BJP সংঘর্ষ ৷ জখম 4 ৷ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার অন্তর্গত ভগবানপুর 2 নম্বর ব্লকের কাঁটাপুখুরিয়ায় ঘটনা ৷

আজ এলাকায় তৃণমূলের একটি শান্তি মিছিল ছিল ৷ অভিযোগ, সেই মিছিল থেকেই BJP কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় । অভিযোগ, জুখিয়ার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান অম্বিকেশ মান্নার নেতৃত্বে তৃণমূলের কর্মী-সমর্থকরা হামলা চালায় ৷ একাধিক BJP কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ পাশাপাশি BJP কর্মী নাড়ু বেরা ও সঞ্জীব বেরাকে মারধর করা হয় ৷ লোহার রড দিয়ে সঞ্জীবের মাথা ফাটিয়ে দেওয়া হয় ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করা হয় ।

দেখুন ভিডিয়ো...

এ প্রসঙ্গে BJP-র জেলা সভাপতি (কাঁথি) অনুপ চক্রবর্তী বলেন, "পুলিশের মদতে এলাকা দখল নেওয়ার জন্য পরিকল্পনা মাফিক শাসক দলের গুন্ডারা এদিন হামলা চালিয়েছে । এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য বোমা ছুড়েছে । বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করেছে । আমাদের দলের কয়েকজন কর্মী আক্রান্ত ।"

অভিযোগ অস্বীকার করেছে শাসকদল । অম্বিকেশবাবুর পালটা বক্তব্য, গত রবিবার দলের কার্যালয়ে ঢুকে বনবিহারী মাইতি নামে এক তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছিল৷ এই ঘটনার প্রতিবাদে আজ শান্তি মিছিলের আয়োজন করা হয়েছিল । কিন্তু সেখানে BJP-র কর্মী-সমর্থকরা জড়ো হয়ে উস্কানিমূলক মন্তব্য করছিল । যার জন্যই প্রথমে উভয়পক্ষের মধ্যে বচসা বাধে ৷ BJP-র কর্মীরা তাঁদের দলের দু'জনকেই মারধর করেছে ।

তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনও পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি ৷ তবে এলাকায় উত্তেজনা রয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল চলছে ৷

Intro:তৃণমূল ও বিজেপি র সংঘর্ষে আহত চার ।

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-২ ব্লকের কাঁটাপুখুরিয়া তে এই ঘটনা । অভিযোগ-তৃণমূলের মিছিল থেকে বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ করে বোমা ছোড়া হয় । স্থানীয় জুখিয়ার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান অম্বিকেশ মান্নার নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা এদিন হামলা চালায় বলে অভিযোগ। একাধিক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের পাশাপাশি নাড়ু বেরা সহ আর এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। লোহার রড দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি (কাঁথি) অনূপ চক্রবর্তী বলেন -পুলিশের মদতে এলাকার দখল নেওয়ার জন্য পরিকল্পনামাফিক শাসক দলের গুন্ডারা এদিন হামলা চালিয়েছে। এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য বোমা ছুড়েছে। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করেছে। আমাদের দলের কয়েকজন কর্মীও আক্রান্ত।


যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। স্থানীয় গ্রাম প্রধান অম্বিকেশ মান্নার পাল্টা দাবি-গত রবিবার দলের কার্যালয়ের ভেতর থেকে বনবিহারী মাইতি নামে এক তৃণমূল কর্মীকে বাইরে বের করে মারধর করা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে রবিবার শান্তি মিছিল করা হয়েছিল। কিন্তু সেখানেও বিজেপির লোকেরা জড়ো হয়ে উস্কানিমূলক মন্তব্য করছিল। তার জেরে উভয় পক্ষের ধস্তাধস্তি হয়। তবে বিজেপির লোকেরা আমাদের দলের দু'জনকেই পিটিয়েছে। শাসক এবং বিরোধী-দুই শিবিরের অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে এখন এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কোন অভিযোগ থানার জানানো হয় নি ।Body:তৃণমূল ও বিজেপি র সংঘর্ষে আহত চার ।

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-২ ব্লকের কাঁটাপুখুরিয়া তে এই ঘটনা । অভিযোগ-তৃণমূলের মিছিল থেকে বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ করে বোমা ছোড়া হয় । স্থানীয় জুখিয়ার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান অম্বিকেশ মান্নার নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা এদিন হামলা চালায় বলে অভিযোগ। একাধিক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের পাশাপাশি নাড়ু বেরা সহ আর এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। লোহার রড দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি (কাঁথি) অনূপ চক্রবর্তী বলেন -পুলিশের মদতে এলাকার দখল নেওয়ার জন্য পরিকল্পনামাফিক শাসক দলের গুন্ডারা এদিন হামলা চালিয়েছে। এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য বোমা ছুড়েছে। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করেছে। আমাদের দলের কয়েকজন কর্মীও আক্রান্ত।


যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। স্থানীয় গ্রাম প্রধান অম্বিকেশ মান্নার পাল্টা দাবি-গত রবিবার দলের কার্যালয়ের ভেতর থেকে বনবিহারী মাইতি নামে এক তৃণমূল কর্মীকে বাইরে বের করে মারধর করা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে রবিবার শান্তি মিছিল করা হয়েছিল। কিন্তু সেখানেও বিজেপির লোকেরা জড়ো হয়ে উস্কানিমূলক মন্তব্য করছিল। তার জেরে উভয় পক্ষের ধস্তাধস্তি হয়। তবে বিজেপির লোকেরা আমাদের দলের দু'জনকেই পিটিয়েছে। শাসক এবং বিরোধী-দুই শিবিরের অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে এখন এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কোন অভিযোগ থানার জানানো হয় নি ।Conclusion:তৃণমূল ও বিজেপি র সংঘর্ষে আহত চার ।

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-২ ব্লকের কাঁটাপুখুরিয়া তে এই ঘটনা । অভিযোগ-তৃণমূলের মিছিল থেকে বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ করে বোমা ছোড়া হয় । স্থানীয় জুখিয়ার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান অম্বিকেশ মান্নার নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা এদিন হামলা চালায় বলে অভিযোগ। একাধিক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের পাশাপাশি নাড়ু বেরা সহ আর এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। লোহার রড দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি (কাঁথি) অনূপ চক্রবর্তী বলেন -পুলিশের মদতে এলাকার দখল নেওয়ার জন্য পরিকল্পনামাফিক শাসক দলের গুন্ডারা এদিন হামলা চালিয়েছে। এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য বোমা ছুড়েছে। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করেছে। আমাদের দলের কয়েকজন কর্মীও আক্রান্ত।


যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। স্থানীয় গ্রাম প্রধান অম্বিকেশ মান্নার পাল্টা দাবি-গত রবিবার দলের কার্যালয়ের ভেতর থেকে বনবিহারী মাইতি নামে এক তৃণমূল কর্মীকে বাইরে বের করে মারধর করা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে রবিবার শান্তি মিছিল করা হয়েছিল। কিন্তু সেখানেও বিজেপির লোকেরা জড়ো হয়ে উস্কানিমূলক মন্তব্য করছিল। তার জেরে উভয় পক্ষের ধস্তাধস্তি হয়। তবে বিজেপির লোকেরা আমাদের দলের দু'জনকেই পিটিয়েছে। শাসক এবং বিরোধী-দুই শিবিরের অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে এখন এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কোন অভিযোগ থানার জানানো হয় নি ।
Last Updated : Sep 2, 2019, 6:18 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.