পটাশপুর, 2 সেপ্টেম্বর : তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ হল৷ এই ঘটনায় তৃণমূলের উপপ্রধানকে মারধর করা হয়েছে ৷ মারধরে অভিযুক্ত BJP ৷ পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার গোপালপুরের ঘটনা ৷ তবে BJP-র দাবি, তাদের কেউ মারধরের ঘটনার সঙ্গে যুক্ত নয় ৷
স্থানীয় BJP নেতা মোহনলাল সিং জানান, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রভুরাম দাস ৷ প্রধান বাইরে থাকায় উপপ্রধান এখন দায়িত্ব সামলাচ্ছেন । কিন্তু প্রভুরামের বিরুদ্ধে কাটমানি নেওয়ার ও পঞ্চায়েতের কাজে দুর্নীতি করার অভিযোগ রয়েছে ৷ তাঁর বিরুদ্ধে বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগও জানানো হয়েছে ৷ কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি ৷ তাই আজ এলাকায় শান্তিপূর্ণ অবস্থান চলছিল ৷ অবস্থান চলার সময় প্রভুরাম ও কয়েকজন তৃণমূলকর্মী BJP-র অবস্থানকারীদের লক্ষ্য করে উস্কানিমূলক মন্তব্য ও গালিগালাজ করে ৷ যার জেরে উভয়পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি ।
এদিকে, তৃণমূলের অভিযোগ, প্রভুরামকে প্রচণ্ড মারধর করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।
তৃণমূল নেতা তাপস মাঝি বলেন, "আজ প্রভুরাম দাস পঞ্চায়েত অফিসে যাওয়ার সময় BJP-র হার্মাদরা তাঁর উপর হামলা চালায় ৷ প্রভুরামের সঙ্গে ছিলেন মণীন্দ্রনাথ গিরি ৷ তাঁকেও মারধর করা হয় । BJP এখানে জঙ্গলরাজ কায়েম করতে চাইছে ৷ তা আমরা হতে দেব না । আমরা এই ঘটনার রাজনৈতিকভাবে মোকাবিলা করব ।"
যদিও এখনও পর্যন্ত কোনও পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানানো হয়নি ৷ পটাশপুর থানার OC রাজকুমার দেবনাথ জানান, পুলিশের পক্ষ থকে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করা হয়েছে ৷ তাতে 11 জনের নাম রয়েছে ৷