ETV Bharat / state

মদন-শুভেন্দুর সভা শেষে কাঁথি থানা চত্বরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ - TMC-BJP clash

একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে এসে সংঘর্ষ বাধে ৷ বিজেপির দাবি, তৃণমূল কর্মীদের হামলায় আহত হয়েছেন 5 জন বিজেপি কর্মী ৷

TMC-BJP clash
TMC-BJP clash
author img

By

Published : Jan 19, 2021, 10:03 PM IST

কাঁথি, 19 জানুয়ারি: শুভেন্দু অধিকারী ও মদন মিত্রর সভা শেষে কাঁথি থানা চত্বরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ৷ একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে এসে বেধে গেল খণ্ডযুদ্ধ ৷ বিজেপি কর্মীরা জানিয়েছেন, ঘটনায় পাঁচজন বিজেপি কর্মী আহত হয়েছেন ৷

আরও পড়ুন: কোচবিহারে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ, আহত 6

আজ খেজুরিতে তৃণমূলের সভা ছিল ৷ কর্মী সমর্থকরা গাড়ি করে সেই সভায় যাওয়ার সময় তাঁদের গাড়ি লক্ষ্য করে বিজেপি কর্মীরা বোমা ছোড়ে বলে অভিযোগ ৷ তৃণমূল কর্মীদের মারধর করা হয়, এমনকী ইচ্ছে করে রাস্তা অবরোধ করা হয় বলেও অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ৷ অন্যদিকে খেজুরির হেরিয়াতে ছিল বিজেপির সভা ৷ যেখানে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারি ৷ তৃণমূল কর্মীর সেই সভার পোস্টার ব্যানার ছিঁড়ে দেয় বলে অভিযোগ ৷ এরপর মঙ্গলবার সন্ধ্যায় থানায় অভিযোগ জানাতে এসে দু'পক্ষ মুখোমুখি হতেই ধুন্ধুমার বাধে ৷ বচসা থেকে শুরু হয় হাতাহাতি ৷ বিজেপির দাবি, ঘটনায় পাঁচজন বিজেপি কর্মী আহত হয়েছে ৷ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ এই ঘটনায় বিজেপি কর্মীরা কাঁথি-খড়্গপুর রাজ্য সড়কের উপর সাতমাইল বাজার এলাকায় পথ অবরোধ করে প্রতিবাদ দেখায় ।

আরও পড়ুন: হাওড়ার পাঁচলায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ

তৃণমূল নেতা তরুণ জানা বলেন, "বিজেপির গুণ্ডারাজ চলছে ৷ আমাদের গাড়ির সামনে বোমা ফেলা হয় ৷ ইচ্ছে করে রাস্তা অবরোধ করা হয়েছে, যাতে আমরা সভায় না জেতে পারি ৷ "

বিজেপি নেতা অনুপ চক্রবর্তীর অভিযোগ করেন, "হেরিয়াতে সভা ছিল শুভেন্দু অধিকারীর ৷ আমাদের সেই সভার এবং অন্য ফেস্টুন ছেঁড়ে তৃণমূল কর্মীরা ৷ তার অভিযোগ জানাতে এসেছিলাম থানায় ৷ কিন্তু তৃণমূল কর্মীরা থানার ভেতরেই আমাদের আক্রমণ করেন ৷"

কাঁথি, 19 জানুয়ারি: শুভেন্দু অধিকারী ও মদন মিত্রর সভা শেষে কাঁথি থানা চত্বরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ৷ একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে এসে বেধে গেল খণ্ডযুদ্ধ ৷ বিজেপি কর্মীরা জানিয়েছেন, ঘটনায় পাঁচজন বিজেপি কর্মী আহত হয়েছেন ৷

আরও পড়ুন: কোচবিহারে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ, আহত 6

আজ খেজুরিতে তৃণমূলের সভা ছিল ৷ কর্মী সমর্থকরা গাড়ি করে সেই সভায় যাওয়ার সময় তাঁদের গাড়ি লক্ষ্য করে বিজেপি কর্মীরা বোমা ছোড়ে বলে অভিযোগ ৷ তৃণমূল কর্মীদের মারধর করা হয়, এমনকী ইচ্ছে করে রাস্তা অবরোধ করা হয় বলেও অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ৷ অন্যদিকে খেজুরির হেরিয়াতে ছিল বিজেপির সভা ৷ যেখানে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারি ৷ তৃণমূল কর্মীর সেই সভার পোস্টার ব্যানার ছিঁড়ে দেয় বলে অভিযোগ ৷ এরপর মঙ্গলবার সন্ধ্যায় থানায় অভিযোগ জানাতে এসে দু'পক্ষ মুখোমুখি হতেই ধুন্ধুমার বাধে ৷ বচসা থেকে শুরু হয় হাতাহাতি ৷ বিজেপির দাবি, ঘটনায় পাঁচজন বিজেপি কর্মী আহত হয়েছে ৷ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ এই ঘটনায় বিজেপি কর্মীরা কাঁথি-খড়্গপুর রাজ্য সড়কের উপর সাতমাইল বাজার এলাকায় পথ অবরোধ করে প্রতিবাদ দেখায় ।

আরও পড়ুন: হাওড়ার পাঁচলায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ

তৃণমূল নেতা তরুণ জানা বলেন, "বিজেপির গুণ্ডারাজ চলছে ৷ আমাদের গাড়ির সামনে বোমা ফেলা হয় ৷ ইচ্ছে করে রাস্তা অবরোধ করা হয়েছে, যাতে আমরা সভায় না জেতে পারি ৷ "

বিজেপি নেতা অনুপ চক্রবর্তীর অভিযোগ করেন, "হেরিয়াতে সভা ছিল শুভেন্দু অধিকারীর ৷ আমাদের সেই সভার এবং অন্য ফেস্টুন ছেঁড়ে তৃণমূল কর্মীরা ৷ তার অভিযোগ জানাতে এসেছিলাম থানায় ৷ কিন্তু তৃণমূল কর্মীরা থানার ভেতরেই আমাদের আক্রমণ করেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.