কাঁথি, 21 মে : বিজেপির ঘরছাড়া কর্মী-সমর্থকদের ঘরে ফেরাতে আন্দলোনে নামার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি ৷ বিজেপির থানা ঘেরাওয়ের এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা ছিল শুভেন্দু অধিকারীর ৷ শুভেন্দু এদিন সেখানে পৌঁছনোর আগেই উত্তেজনা ছড়ায় ভূপতিনগর থানার মাধাখালি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকরা (Bhupati Nagar TMC-BJP Clash) ৷ স্লোগান ও পাল্টা স্লোগান চলতে থাকে ৷ ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসে ভূপতিনগর থানার বিশাল পুলিশবাহিনী । উত্তেজনা আরও বাড়লে নামানো হয় র্যাফ । জানা গিয়েছে, বিজেপি কর্মী সমর্থকদের মিছিল থেকে এদিন স্লোগান ওঠে 'চোর চোর চোট্টা, অভিষেকের পিসিটা' । এই শ্লোগানের পরেই উত্তেজনা ছড়ায় এলাকায় ৷
আরও পড়ুন : আজ নিজাম প্যালেসে ফের সিবিআইয়ের সামনাসামনি পরেশ অধিকারী
পরে ঘটনাস্থলে পৌঁছে শুভেন্দু অধিকারী বলেন, "এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে । একদিন বাড়িতে থাকার পর বিজেপি কর্মী সমর্থকদের পুলিশ তাড়িয়ে দিয়েছে । মমতার পুলিশ এখন দলদাসে পরিণত হয়েছে । আমরা আদালতে যাব । আগামী দিনে এখানকার বিধায়ক থেকে বিজেপি জেলা সভাপতিদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে ।"