ময়না (পূর্ব মেদিনীপুর), 26 নভেম্বর : বৃহস্পতিবার মাঝরাত থেকে বোমাবাজির অভিযোগ পূর্ব মেদিনীপুরের বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামহল, বাকচা তরুণ বুথ ও তার আশেপাশের এলাকায় (Bombing in East Medinipur) ৷ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকার বিজেপি নেতা-কর্মীদের বাড়ি লক্ষ্য় করে বোমাবাজি করেছে ৷ রাত থেকে আজ সকাল পর্যন্ত দফায় দফায় এই বোমাবাজি চলে বলে অভিযোগ ৷ ঘটনার খবর পেয়ে এলাকায় যান বিজেপি বিধায়ক অশোক দিন্দা ৷ তিনি তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছেন (TMC Allegedly Bombing) ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷
গতকাল মাঝরাত থেকেই আচমকা বোমাবাজি শুরু হয় পূর্ব মেদিনীপুরের বাকচা, গোড়ামহল সহ বেশ কয়েকটি এলাকায় ৷ অভিযোগ, ওই এলাকার বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে দফায় দফায় বোমাবাজি করা হয় (Bombing at BJP Workers House) ৷ স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ মাঝরাতে শুরু হওয়া বোমাবাজি বেশ কিছুক্ষণ চলার পর থেমে যায় ৷ এর পর ভোরবেলা থেকে ফের বোমাবাজি শুরু করে দুষ্কৃতীরা ৷ যা সকালের দিনের আলোতেও চলে ৷ বিজেপি কর্মীদের বাড়িতে বোমাবাজির খবর পেয়ে এলাকায় পৌঁছান বিজেপি বিধায়ক অশোক দিন্দা ৷ তাঁর হুঁশিয়ারি, পুলিশ সন্ত্রাসের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মানুষ এর জবাব দেবে ৷
আরও পড়ুন : Samshergange Election: সামশেরগঞ্জে তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি
যদিও এই ঘটনায় তৃণমূল যুক্ত নয় বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহান আলি ৷ তাঁর পাল্টা অভিযোগ, ওই এলাকায় তৃণমূলের কোনও নেতা বা কর্মী নেই ৷ আর তৃণমূলের কেউ এই ঘটনায় যুক্ত নয় ৷ তাঁর অভিযোগ, বিজেপির অন্তর্দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে ৷ বিজেপি তৃণমূলের নামে মিথ্যে সন্ত্রাসের অপপ্রচার করছে ৷ তিনি পাল্টা পুলিশি তদন্তের দাবি করেছেন ৷ প্রসঙ্গত, পুলিশ এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে ৷ সকাল থেকেই বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশি টহলদারি চলছে ৷