খেজুরি , 24 জানুয়ারি : খেজুরিতে গ্যাস সিলিন্ডার ফেটে ভস্মীভূত তিনটি বাড়ি । আহত চারজন । গতকাল বিকেলে ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের তালপাটি কোষ্টাল থানার খেজুরির দু'নম্বর ব্লকের অরকবাড়ি এলাকায় । আহতদের স্থানীয় জনকা স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করা হয়েছে ।
গতকাল বিকেলে স্থানীয় বাসিন্দা শঙ্কর ওঝা বাড়িতে রান্না করছিলেন ৷ সে সময় কোনওভাবে তাঁর বাড়ির খড়ের চালায় আগুন ধরে যায় ৷ চালায় আগুন ধরতে দেখে শঙ্করবাবুসহ বাড়ির অন্যরা বাইরে বেরিয়ে পড়েন ৷ এর কিছুক্ষণের মধ্যেই রান্নাঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে ৷ সিলিন্ডার ব্লাস্ট করায় আগুনের তীব্রতা কয়েকগুণ বেড়ে যায় । আশপাশের আরও তিনটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে । প্রতিবেশীরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ৷ আগুন নেভাতে গিয়ে ওঝা পরিবারের চারজন সদস্য আহত হন । তাঁদের স্থানীয় জনকা স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করা হয় ।
প্রতিবেশী এক যুবক বলেন, "আমার বাড়ির পাশে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে । নিজেরা আগুন নেভানোর চেষ্টা করি , কিন্তু নেভানো যায়নি । "