ETV Bharat / state

যশের কারণে বন্ধ হল হলদিয়া বন্দরের কাজ - যশের কারণে বন্ধ হল হলদিয়া বন্দরের কাজ

যশের কারণে বন্ধ হল হলদিয়া বন্দরের সকল কাজ ৷ কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার বলেন, "কলকাতা বন্দর ও হলদিয়া বন্দরকে যশের হাত রক্ষা করার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়ে গেছে ৷ "

The work of Haldia port was stopped due to Yaas
The work of Haldia port was stopped due to Yaas
author img

By

Published : May 25, 2021, 8:57 PM IST

হলদিয়া , 25 মে : যশের হাত থেকে নিস্তার পেতে বন্ধ হল হলদিয়া বন্দরের কাজ ৷ বন্দর সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট ৷

কিছু সময়ের মধ্যে রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'যশ' । সময়ের সঙ্গে সঙ্গে সুপার সাইক্লোনের রূপ নিচ্ছে এই ঘূর্ণিঝড় ৷

মৌসম ভবনের তথ্য অনুযায়ী, বুধবার দুপুরের মধ্যেই রাজ্যে প্রবেশ করবে যশ । ক্ষতির পরিমান কমাতে তাই কোমর বাঁধছে প্রশাসনিক দফতর ৷

যশ আসার আগেই বন্দরকে সর্বোতভাবে করা হচ্ছে নিরাপদ

আরও পড়ুন : আগামী 12 ঘণ্টায় আরও শক্তি বাড়াবে যশ, রাজ্যে শুরু বিক্ষিপ্ত বৃষ্টিপাত

উপকূলবর্তী এলাকা গুলিতে ইতিমধ্যেই জারি করা হয়েছে রেড অ্যালার্ট ৷ সক্রিয় রয়েছে এনডিআরএফ, এসডিআরএফ টিম ৷

মঙ্গলবার দুপুর 2 টোর পর থেকেই লোডিং আনলোডিং বন্ধ করে দেওয়া হয়েছে হলদিয়া বন্দরে । সেই সঙ্গে রাখা হয়েছে স্যাটেলাইট ফোনের ব্যবস্থা ৷ যাতে মোবাইল ফোনে নেটওয়ার্ক না থাকলেও থেমে না যায় জ্ঞাপন ব্যবস্থা ৷

এপ্রসঙ্গে কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার বলেন, "কলকাতা বন্দর ও হলদিয়া বন্দরকে যশের হাত থেকে রক্ষা করার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া করা হয়ে গেছে ৷ জাহাজ গুলিকেও নিরাপদ স্থানে সড়িয়ে নেওয়া হয়েছে ৷ এছাড়াও ক্রেন ও ব্রিজ গুলির দিকেও নজর দেওয়া হয়েছে ৷"

হলদিয়া , 25 মে : যশের হাত থেকে নিস্তার পেতে বন্ধ হল হলদিয়া বন্দরের কাজ ৷ বন্দর সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট ৷

কিছু সময়ের মধ্যে রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'যশ' । সময়ের সঙ্গে সঙ্গে সুপার সাইক্লোনের রূপ নিচ্ছে এই ঘূর্ণিঝড় ৷

মৌসম ভবনের তথ্য অনুযায়ী, বুধবার দুপুরের মধ্যেই রাজ্যে প্রবেশ করবে যশ । ক্ষতির পরিমান কমাতে তাই কোমর বাঁধছে প্রশাসনিক দফতর ৷

যশ আসার আগেই বন্দরকে সর্বোতভাবে করা হচ্ছে নিরাপদ

আরও পড়ুন : আগামী 12 ঘণ্টায় আরও শক্তি বাড়াবে যশ, রাজ্যে শুরু বিক্ষিপ্ত বৃষ্টিপাত

উপকূলবর্তী এলাকা গুলিতে ইতিমধ্যেই জারি করা হয়েছে রেড অ্যালার্ট ৷ সক্রিয় রয়েছে এনডিআরএফ, এসডিআরএফ টিম ৷

মঙ্গলবার দুপুর 2 টোর পর থেকেই লোডিং আনলোডিং বন্ধ করে দেওয়া হয়েছে হলদিয়া বন্দরে । সেই সঙ্গে রাখা হয়েছে স্যাটেলাইট ফোনের ব্যবস্থা ৷ যাতে মোবাইল ফোনে নেটওয়ার্ক না থাকলেও থেমে না যায় জ্ঞাপন ব্যবস্থা ৷

এপ্রসঙ্গে কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার বলেন, "কলকাতা বন্দর ও হলদিয়া বন্দরকে যশের হাত থেকে রক্ষা করার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া করা হয়ে গেছে ৷ জাহাজ গুলিকেও নিরাপদ স্থানে সড়িয়ে নেওয়া হয়েছে ৷ এছাড়াও ক্রেন ও ব্রিজ গুলির দিকেও নজর দেওয়া হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.