ETV Bharat / state

হলদিয়ায় বেসরকারি হাসপাতালে চালু হল কোভিড ওয়ার্ড - বেসরকারি হাসপাতালে চালু হল কোভিড ওয়ার্ড

হলদিয়ার এক বেসরকারি হাসপাতালে 290টি শয্যা নিয়ে কোভিড ওয়ার্ড চালু হল ৷ করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষকে দ্রুত পরিষেবা দেওয়ার জন্যই এই উদ্যোগ বলে জানা গিয়েছে ৷ বুধবার এই কোভিড ওয়ার্ডের উদ্বোধন করেন তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ ।

হলদিয়াতে বেসরকারি হাসপাতালে চালু হল কোভিড ওয়ার্ড
হলদিয়াতে বেসরকারি হাসপাতালে চালু হল কোভিড ওয়ার্ড
author img

By

Published : Jun 3, 2021, 3:13 PM IST

হলদিয়া, 3 জুন : হলদিয়ার এক বেসরকারি হাসপাতালে বুধবার 290টি শয্যা যুক্ত কোভিড ওয়ার্ডের উদ্বোধন করেন তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ । তিনি বলেন, "রাজ্য স্বাস্থ্য দফতরের অনুমোদন সাপেক্ষে হাসপাতালের বিল্ডিংয়ে এই কোভিড ওয়ার্ড চালু হল । এটি চালু হওয়ার ফলে হলদিয়া শিল্পাঞ্চল সহ সংশ্লিষ্ট এলাকার মানুষের কোভিড চিকিৎসার সুরাহা হবে । এতদিন তাঁদের পাঁশকুড়া ও চণ্ডীপুরের কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হত ।"

আরও পড়ুন : আলাপনকে শোকজ আইন সম্মত নয়, তবে মামলা করতে পারত কেন্দ্র

হলদিয়া আইকেয়ারের সম্পাদক আশিস লাহিড়ি জানান, স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও যাঁরা অন্য জায়গায় চিকিৎসা পাচ্ছেন না, তাঁদের কোভিড চিকিৎসা হবে এখানে । অন্যান্যদের মত স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডাররাও একই চিকিৎসা পাবেন এখানে । এখানে 290টি শয্যার মধ্যে ছয়টি এইচডিইউ, 16টি আইসিইউ শয্যা, এসি শয্যা 28টি ও অন্যান্য শয্যা রয়েছে 120টি ৷ এক্ষেত্রে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়লে শয্যা সংখ্যা 500টি পর্যন্ত বাড়ানো যেতে পারে ।

আইকেয়ারের ভাইস চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং বলেন, "দেশে করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে ৷ তাই সাধারণ মানুষের কথা ভেবে তাঁদের সাধ্যমতো চিকিৎসার জন্য এই ওয়ার্ড বানানো হয়েছে এবং ভবিষ্যতে এই হাসপাতালে 1000- এর কাছাকাছি শয্যা সংখ্যা বাড়ানোর লক্ষ্য রয়েছে ৷"

হলদিয়া, 3 জুন : হলদিয়ার এক বেসরকারি হাসপাতালে বুধবার 290টি শয্যা যুক্ত কোভিড ওয়ার্ডের উদ্বোধন করেন তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ । তিনি বলেন, "রাজ্য স্বাস্থ্য দফতরের অনুমোদন সাপেক্ষে হাসপাতালের বিল্ডিংয়ে এই কোভিড ওয়ার্ড চালু হল । এটি চালু হওয়ার ফলে হলদিয়া শিল্পাঞ্চল সহ সংশ্লিষ্ট এলাকার মানুষের কোভিড চিকিৎসার সুরাহা হবে । এতদিন তাঁদের পাঁশকুড়া ও চণ্ডীপুরের কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হত ।"

আরও পড়ুন : আলাপনকে শোকজ আইন সম্মত নয়, তবে মামলা করতে পারত কেন্দ্র

হলদিয়া আইকেয়ারের সম্পাদক আশিস লাহিড়ি জানান, স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও যাঁরা অন্য জায়গায় চিকিৎসা পাচ্ছেন না, তাঁদের কোভিড চিকিৎসা হবে এখানে । অন্যান্যদের মত স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডাররাও একই চিকিৎসা পাবেন এখানে । এখানে 290টি শয্যার মধ্যে ছয়টি এইচডিইউ, 16টি আইসিইউ শয্যা, এসি শয্যা 28টি ও অন্যান্য শয্যা রয়েছে 120টি ৷ এক্ষেত্রে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়লে শয্যা সংখ্যা 500টি পর্যন্ত বাড়ানো যেতে পারে ।

আইকেয়ারের ভাইস চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং বলেন, "দেশে করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে ৷ তাই সাধারণ মানুষের কথা ভেবে তাঁদের সাধ্যমতো চিকিৎসার জন্য এই ওয়ার্ড বানানো হয়েছে এবং ভবিষ্যতে এই হাসপাতালে 1000- এর কাছাকাছি শয্যা সংখ্যা বাড়ানোর লক্ষ্য রয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.