মন্দারমনি , ২ এপ্রিল : দেশজুড়ে লকডাউন চলছে ৷ তার মধ্যেই পর্যটন শহর মন্দারমণিতে রাতে লুকিয়ে অবৈধভাবে হোটেল নির্মাণের কাজ চলছিল । তবে প্রশাসন খবর পাওয়া মাত্রই আজ তার একটা অংশ ভেঙে দেয় ।
রাতে আলো জ্বালিয়ে বেআইনিভাবে হোটেলের একটি অংশ বাড়ানোর কাজ চজলছিল ৷ কিন্তু শেষ রক্ষা হল না । BDO-র উপস্থিতিতে নির্মীয়মাণ ওই হোটেলের একটি অংশ ভেঙে দেওয়া হয় ।
এই বিষয়ে ওই হোটেলের ম্যানেজার সমিত মণ্ডলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন , "এই বিষয়ে আমি কোনও মন্তব্য করব না ।" অন্যদিকে, রামনগরের বিধায়ক অখিল গিরি বলেন , "ওই হোটেলের মালিক তাঁর নবনির্মিত হোটেলের পাশের অবশিষ্ট জায়গার উপর আর একটু বাড়াচ্ছিল । কিন্তু BDO ও স্থানীয় পঞ্চায়েত খবর পেয়ে ঘটনাস্থানে যায় ৷ তারপর তা ভেঙে দেওয়া হয় ।"