ETV Bharat / state

TMC-BJP Tension : ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে উত্তেজনা, অস্বীকার শুভেন্দু-সৌমেনের - শুভেন্দু অধিকারী

ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি ৷ পূর্ব মেদিনীপুরের তমলুকে মুখোমুখি তৃণমূল ও বিজেপি সমর্থকরা ৷ পরস্পরকে উদ্দেশ্য করে চলল স্লোগান ৷ বাড়ল উত্তেজনার পারদ ৷ মানতে নারাজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ একই সুর রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রর গলাতেও ৷

tension arise between TMC and BJP workers during Quit India Movement celebration in Tamluk
TMC-BJP Tension : ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে ছড়াল উত্তেজনা, অস্বীকার শুভেন্দু-সৌমেনের
author img

By

Published : Aug 9, 2021, 7:33 PM IST

Updated : Aug 9, 2021, 7:41 PM IST

তমলুক, 9 অগস্ট : ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি পালনের অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের তমলুকে ৷ কার্যত বিবাদে জড়িয়ে পড়ার উপক্রম করলেন তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মী-সমর্থকরা ৷ কোনওক্রমে পরিস্থিতি সামাল দিল পুলিশ ৷ সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মাহাপাত্র ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁদের সামনেই পরস্পরকে উদ্দেশ্য করে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল ও বিজেপি কর্মীরা ৷ লক্ষ্যণীয় বিষয় হল, কর্মীরা যখন এই কাণ্ড ঘটাচ্ছন, নেতারা কিন্তু পুরো বিষয়টিকেই স্রেফ উপেক্ষা করে বেরিয়ে গেলেন ৷ শুভেন্দু অধিকারী, সৌমেন মহাপাত্র থেকে বিজেপির স্থানীয় নেতা, সকলেরই দাবি, কোনও উত্তেজনা ছড়ায়নি ৷ ভারত ছাড়ো আন্দোলন সকলের ৷ সকলেরই এই দিনটি পালনের অধিকার রয়েছে ৷ আর সেটাই করা হয়েছে ৷

আরও পড়ুন : suvendu adhikari : ডিভিসি নিয়ে অসত্য বলছেন মুখ্যমন্ত্রী, পাল্টা চিঠি দিচ্ছি প্রধানমন্ত্রীকে : শুভেন্দু

ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার তৃণমূল এবং বিজেপি, দুই দলের তরফেই বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল ৷ সেই মোতাবেক এদিন সকালে তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র ৷ এরপর তিনি মাতঙ্গিনী হাজরার স্মৃতিবিজড়িত বেনেপুকুর এলাকায় পুষ্পার্ঘ্য নিবেদন করতে যান ৷ ঠিক সেই সময়েই মিছিল করে সেখানে পৌঁছন শুভেন্দু অধিকারী ৷ কার্যত মুখোমুখি চলে আসেন তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকরা ৷ তখনই উত্তেজনা ছড়ায় ৷ শুরু হয় স্লোগান, পাল্টা স্লোগান ৷ কিন্তু সৌমেন এবং শুভেন্দু, দু’জনেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে সেখান থেকে চলে যান ৷ অশান্তির আশঙ্কায় তৎপর হয় পুলিশও ৷

আরও পড়ুন : Anubrata on Babul : শুভেন্দুকে দায়ী করে বাবুলের প্রশংসায় অনুব্রত

শুভেন্দুকে এ নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ৷ তাঁর মতে, কোনও সমস্যা হয়নি ৷ সবাই নিজের মতো করে ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি পালন করেছেন মাত্র ৷ এমনকী, উল্টে এক সাংবাদিককেই ধমক দিতে দেখা যায় শুভেন্দুকে ৷ এরপর বিজেপির স্থানীয় এক নেতা জানান, হাতে কাজ থাকায় শুভেন্দু অধিকারী নির্ধারিত সময়ের কিছুটা পর বেনেপুকুরে পৌঁছন ৷ তার জেরেই ভিড় একটু বেড়ে যায় ৷ কিন্তু তাতে সমস্যা কিছু হয়নি ৷ পরবর্তীতে সৌমেন মহাপাত্রর গলাতেও কার্যত একই সুর শোনা যায় ৷

প্রসঙ্গত, ইদানীংকালে এ রাজ্য়ে তৃণমূল ও বিজেপির মধ্যে সাপে-নেউলে সম্পর্ক দেখেই অভ্যস্ত আমজনতা ৷ সংঘাতের সামান্যতম ইস্যুও হাতছাড়া করে না কোনও পক্ষ ৷ সেখানে এদিনের ঘটনা কিছুটা হলেও ব্যতিক্রম ৷

তমলুক, 9 অগস্ট : ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি পালনের অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের তমলুকে ৷ কার্যত বিবাদে জড়িয়ে পড়ার উপক্রম করলেন তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মী-সমর্থকরা ৷ কোনওক্রমে পরিস্থিতি সামাল দিল পুলিশ ৷ সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মাহাপাত্র ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁদের সামনেই পরস্পরকে উদ্দেশ্য করে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল ও বিজেপি কর্মীরা ৷ লক্ষ্যণীয় বিষয় হল, কর্মীরা যখন এই কাণ্ড ঘটাচ্ছন, নেতারা কিন্তু পুরো বিষয়টিকেই স্রেফ উপেক্ষা করে বেরিয়ে গেলেন ৷ শুভেন্দু অধিকারী, সৌমেন মহাপাত্র থেকে বিজেপির স্থানীয় নেতা, সকলেরই দাবি, কোনও উত্তেজনা ছড়ায়নি ৷ ভারত ছাড়ো আন্দোলন সকলের ৷ সকলেরই এই দিনটি পালনের অধিকার রয়েছে ৷ আর সেটাই করা হয়েছে ৷

আরও পড়ুন : suvendu adhikari : ডিভিসি নিয়ে অসত্য বলছেন মুখ্যমন্ত্রী, পাল্টা চিঠি দিচ্ছি প্রধানমন্ত্রীকে : শুভেন্দু

ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার তৃণমূল এবং বিজেপি, দুই দলের তরফেই বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল ৷ সেই মোতাবেক এদিন সকালে তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র ৷ এরপর তিনি মাতঙ্গিনী হাজরার স্মৃতিবিজড়িত বেনেপুকুর এলাকায় পুষ্পার্ঘ্য নিবেদন করতে যান ৷ ঠিক সেই সময়েই মিছিল করে সেখানে পৌঁছন শুভেন্দু অধিকারী ৷ কার্যত মুখোমুখি চলে আসেন তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকরা ৷ তখনই উত্তেজনা ছড়ায় ৷ শুরু হয় স্লোগান, পাল্টা স্লোগান ৷ কিন্তু সৌমেন এবং শুভেন্দু, দু’জনেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে সেখান থেকে চলে যান ৷ অশান্তির আশঙ্কায় তৎপর হয় পুলিশও ৷

আরও পড়ুন : Anubrata on Babul : শুভেন্দুকে দায়ী করে বাবুলের প্রশংসায় অনুব্রত

শুভেন্দুকে এ নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ৷ তাঁর মতে, কোনও সমস্যা হয়নি ৷ সবাই নিজের মতো করে ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি পালন করেছেন মাত্র ৷ এমনকী, উল্টে এক সাংবাদিককেই ধমক দিতে দেখা যায় শুভেন্দুকে ৷ এরপর বিজেপির স্থানীয় এক নেতা জানান, হাতে কাজ থাকায় শুভেন্দু অধিকারী নির্ধারিত সময়ের কিছুটা পর বেনেপুকুরে পৌঁছন ৷ তার জেরেই ভিড় একটু বেড়ে যায় ৷ কিন্তু তাতে সমস্যা কিছু হয়নি ৷ পরবর্তীতে সৌমেন মহাপাত্রর গলাতেও কার্যত একই সুর শোনা যায় ৷

প্রসঙ্গত, ইদানীংকালে এ রাজ্য়ে তৃণমূল ও বিজেপির মধ্যে সাপে-নেউলে সম্পর্ক দেখেই অভ্যস্ত আমজনতা ৷ সংঘাতের সামান্যতম ইস্যুও হাতছাড়া করে না কোনও পক্ষ ৷ সেখানে এদিনের ঘটনা কিছুটা হলেও ব্যতিক্রম ৷

Last Updated : Aug 9, 2021, 7:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.