ETV Bharat / state

কোরোনা উপসর্গে ভরতি 4 জনের সোয়াব পাঠানো হল মেদিনীপুর মেডিকেলে - Coronavirus news

কোরোনা উপসর্গ নিয়ে কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি রয়েছেন চার জন ৷ আজ তাঁদের নমুনা সংগ্রহ করে মেদিনীপুর কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷ স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর , গতকাল থেকে আজ পর্যন্ত মোট 156 জনের সোয়াবের নমুনা পাঠানো হয়েছে ।

Medinipur
মেদিনীপুর
author img

By

Published : May 9, 2020, 6:58 PM IST

কাঁথি , 9 মে : কাঁথি মহকুমা হাসপাতালে কোরোনা উপসর্গ নিয়ে ভরতি চার জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হল মেদিনীপুর কলেজ ও হাসপাতালে ৷ অপর দিকে গতকাল থেকে কাঁথি মহকুমার তিনটি ব্লকের পরিযায়ী শ্রমিক ও হাসপাতালের কর্মচারীদের সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়েছে । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর , গতকাল থেকে আজ পর্যন্ত মোট 156 জনের সোয়াবের নমুনা পাঠানো হয়েছে ।

ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা গতকাল থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন । পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা এক নম্বর ব্লক , কাঁথি দুই নম্বর ব্লক ও কাঁথি তিন নম্বর ব্লক সহ কাঁথি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন । ইতিমধ্যে তাঁদের সোয়াব টেস্টের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । তাঁদের মধ্যে আজ আবার 92 জনের সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়েছে ৷ সেই সঙ্গে তাঁদের প্রত্যেককেই হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপশি, কাঁথি মহকুমা হাসপাতালে কোরোনা উপসর্গ নিয়ে আইসোলেসন ওয়ার্ডে ভরতি চার জনের সোয়াবের নমুনা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷ গত 24 ঘণ্টায় মোট 156 জনের সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়েছে ৷

কাঁথি মহকুমা হাসপাতালের সুপার সব্যসাচী চক্রবর্তী বলেন , গতকাল ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ব্লক প্রশাসন কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসে । এবং গতকাল তাঁদের মধ্যে 60 জনের সোয়াব নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ।

আজ আরও 92 জনের সোয়াব নিয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । অন্যদিকে , কাঁথি মহকুমা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চার জন ভরতি আছেন । তাঁদেরও সোয়াব নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । সবমিলিয়ে মোট 156 জনের সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । কিন্তু সবাই কিন্তু পরিযায়ী শ্রমিক না । তার ভিতরে অনেকেই হাসপাতালের কর্মী ও এলাকার বাসিন্দাও রয়েছেন । এখনও পর্যন্ত কোনও রিপোর্ট আসেনি । যতদিন না রিপোর্ট আসে, ততদিন সবাইকে হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷

কাঁথি , 9 মে : কাঁথি মহকুমা হাসপাতালে কোরোনা উপসর্গ নিয়ে ভরতি চার জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হল মেদিনীপুর কলেজ ও হাসপাতালে ৷ অপর দিকে গতকাল থেকে কাঁথি মহকুমার তিনটি ব্লকের পরিযায়ী শ্রমিক ও হাসপাতালের কর্মচারীদের সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়েছে । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর , গতকাল থেকে আজ পর্যন্ত মোট 156 জনের সোয়াবের নমুনা পাঠানো হয়েছে ।

ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা গতকাল থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন । পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা এক নম্বর ব্লক , কাঁথি দুই নম্বর ব্লক ও কাঁথি তিন নম্বর ব্লক সহ কাঁথি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন । ইতিমধ্যে তাঁদের সোয়াব টেস্টের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । তাঁদের মধ্যে আজ আবার 92 জনের সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়েছে ৷ সেই সঙ্গে তাঁদের প্রত্যেককেই হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপশি, কাঁথি মহকুমা হাসপাতালে কোরোনা উপসর্গ নিয়ে আইসোলেসন ওয়ার্ডে ভরতি চার জনের সোয়াবের নমুনা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷ গত 24 ঘণ্টায় মোট 156 জনের সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়েছে ৷

কাঁথি মহকুমা হাসপাতালের সুপার সব্যসাচী চক্রবর্তী বলেন , গতকাল ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ব্লক প্রশাসন কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসে । এবং গতকাল তাঁদের মধ্যে 60 জনের সোয়াব নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ।

আজ আরও 92 জনের সোয়াব নিয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । অন্যদিকে , কাঁথি মহকুমা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চার জন ভরতি আছেন । তাঁদেরও সোয়াব নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । সবমিলিয়ে মোট 156 জনের সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । কিন্তু সবাই কিন্তু পরিযায়ী শ্রমিক না । তার ভিতরে অনেকেই হাসপাতালের কর্মী ও এলাকার বাসিন্দাও রয়েছেন । এখনও পর্যন্ত কোনও রিপোর্ট আসেনি । যতদিন না রিপোর্ট আসে, ততদিন সবাইকে হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.