কাঁথি, 2 অগস্ট : কন্টাই কো-অপারেটিভ ইউনিয়নের সভাপতি পদ খোয়ালেন শুভেন্দু অধিকারী ৷ 2012 সাল থেকে এই পদে ছিলেন তিনি । ইউনিয়নের 15 জন সদস্যের মধ্যে 14 জনের সম্মতিতে তাঁকে অপসারিত করা হল ।
আজ ছিল সমবায় আন্দোলনের পথিকৃৎ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন । তিনিই বাংলায় সমবায় আন্দোলন শুরু করেছিলেন । সেই দিনে অপসারিত হলেন শুভেন্দু ৷ এতদিন অরাজনৈতিক ক্ষেত্র হিসেবে নিজের ক্ষমতার বলে কন্টাই কো-অপারেটিভ ইউনিয়নের সভাপতি পদ ধরে রেখেছিলেন মেদিনীপুরের ভূমিপুত্র । এবার সেই ক্ষমতা থেকেও তাঁকে পদচ্যুত করল শাসকদল, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
2012 সাল থেকে এই পদে ছিলেন শুভেন্দু অধিকারী । ইউনিয়নের মোট 15 জনের সদস্যের মধ্যে 14 জনের সম্মতিতে শুভেন্দুকে পদচ্যুত করা হল । গত 19 জুলাই শুভেন্দুর অপসারণের দাবি জানিয়েছিলেন কন্টাই কো-অপারেটিভ ইউনিয়নের 12 জন ডিরেক্টর । সেই সূত্রে সমবায় আইন মেনে এদিন বৈঠক হয় । আজকের বৈঠকে শুভেন্দু অধিকারী ছাড়াও 13 জন ডিরেক্টর উপস্থিতি ছিলেন । 1 জন ফোনে অপসারণের সম্মতি দেন ।
আরও পড়ুন: PAC Meeting : পিএসির প্রথম বৈঠকে অনুপস্থিত মুকুল রায়, কটাক্ষ শুভেন্দুর
এদিকে সোমবারই কাঁথি সমবায় ব্যাঙ্ক মামলায় বড় জয় পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আদালতের নির্দেশে সংশ্লিষ্ট ব্যাঙ্কের চেয়ারম্যান থাকছেন তিনিই।