নন্দীগ্রাম, 1 জানুয়ারি : বিজেপিতে যোগদানের পর একের পর এক সভা থেকে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করছেন শুভেন্দু অধিকারী । আজ নন্দীগ্রামে সভা থেকে ফের নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন শুভেন্দু । বলেন, "বিনয় মিশ্রের বাড়িতে সিবিআই ঢুকেছে । আর একটা চৌকাঠ পেরোলেই তোলাবাজ ভাইপো ।" পাশাপাশি নির্বাচনী আদর্শ আচরণবিধি কার্যকরী হলে শাসকদলকে "দেখে নেওয়ার" হুমকি দেন ।
আরও পড়ুন : লাল চুল কানে দুল তার নাম যুবা তৃণমূল, কটাক্ষ শুভেন্দুর
নন্দীগ্রামে 8 জানুয়ারি সভা করবেন শুভেন্দু । ওই সভায় এক লাখ মানুষের জমায়েত করে শক্তি প্রদর্শনের হুঁশিয়ারি দেন । গত 29 ডিসেম্বর নন্দীগ্রামে ধর্মীয় মিছিলে অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী । সেখানে যোগ দিতে আসা বিজেপি কর্মীদের উপর হামালা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ওই ঘটনায় জখমদের দেখতে তিনি তমলুক জেলা হাসপাতাল ও নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালেও যান । ওই ঘটনার প্রতিবাদে আজ সোনাচূড়ায় সভা করেন বিজেপি নেতা । তিনি বলেন, "ওইদিন আমরা নন্দীগ্রামে কোনও রাজনৈতিক কর্মসূচি করিনি । আমাদের দেশে সকলের ধর্মাচারণের অধিকার রয়েছে । আমরা নিজেদের ধর্ম মেনে চলি । অপরের ধর্মকে শ্রদ্ধা করি । কিন্তু সেদিন আমাদের বাধা দেওয়া হয়েছে । আপনাদের উপর এই অত্যাচার প্রমাণ করছে যে, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে ।"
আরও পড়ুন : আজই বিজেপিতে সৌমেন্দু, জানিয়ে দিলেন শুভেন্দু
দলীয় কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দুর বার্তা, " 8 জানুয়ারির সভার জন্য 17টি অঞ্চল থেকে পাঁচ হাজার করে লোক দিতে হবে । যত গাড়ি লাগবে আমি দেব । যেখানে ওরা আটকাবে আমি আসব ।"