ETV Bharat / state

আজ কাঁথিতে তৃণমূলের সভা, আগামীকাল পালটা সভা শুভেন্দুর - সভার নেতৃত্ব দেবেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় ও ফিরহাদ হাকিম

এই পরিস্থিতিতে স্নায়ুচাপ বাড়িয়েছে অধিকারী পরিবার ৷ তৃণমূলের সভায় উপস্থিত থাকছেন না অধিকারী পরিবারের কোনও সদস্য ৷ সাংবাদিকদের এমনই জানিয়েছেন অধিকারী পরিবারের দুই সদস্য শিশির ও দিব্যেন্দু অধিকারী ৷

অধিকারী পরিবার
অধিকারী পরিবার
author img

By

Published : Dec 23, 2020, 1:43 PM IST

Updated : Dec 23, 2020, 2:00 PM IST

কাঁথি, 23 ডিসেম্বর : শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর তৃণমূলের এই প্রথম "এতবড়" সভা অধিকারী পরিবারের খাসতালুক কাঁথির ডোরমোটারির মাঠে। আজ সেই সভার নেতৃত্ব দেবেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় ও মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ আগামীকাল আবার সভা করার ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে ৷ বিজেপি সূত্রে খবর, সভার কেন্দ্রবিন্দু থাকবেন সদ্য বিজেপিতে যোগদানকারী নেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ কাঁথিতে তৃণমূলের পালটা বিজেপি নেতা তথা শিশির পুত্রের এই সভার ঘোষণা হওয়ার পরই সরগরম জেলা রাজনৈতিক প্রেক্ষাপট ৷

এই পরিস্থিতিতে তৃণমূলের সভাতে উপস্থিত থাকা নিয়ে অধিকারী পরিবারের অপর দুই সদস্যের অবস্থান বাড়িছে জেলা রাজনীতির স্নায়ুচাপ ৷ সভায় উপস্থিত থাকছেন না অধিকারী পরিবারের কোনও সদস্য ৷ সাংবাদিকদের এমনই জানিয়েছেন অধিকারী পরিবারের দুই সদস্য শিশির ও দিব্যেন্দু অধিকারী ৷ শিশির অধিকারী গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "এই সভা নিয়ে আমার কিছু জানা নেই ৷" যদিও দিব্যেন্দু অধিকারী সভায় উপস্থিত থাকার প্রশ্নে পালটা প্রশ্ন ছুড়ে দেন ৷ বলেন, "এই সভার(তৃণমূলের আজকের সভা) কোনও পোস্টারে দেখেছেন অধিকারী পরিবারের কোনও সদস্যের নাম? "

আরও পড়ুন :কাল কাঁথিতে সভা তৃণমূলের, জানেন না শিশির অধিকারী

এরপরই জেলা রাজনীতি বিশ্লেষকদের একাংশের প্রশ্ন, তাহলে কি শুভেন্দুর যোগ ধরেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছে অধিকারী পরিবারের ? রং বদল হতে চলছে অধিকারীদের পরিবারের ? এই প্রশ্নেই উত্তাল জেলা রাজনৈতিক প্রেক্ষাপট ৷

কাঁথি, 23 ডিসেম্বর : শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর তৃণমূলের এই প্রথম "এতবড়" সভা অধিকারী পরিবারের খাসতালুক কাঁথির ডোরমোটারির মাঠে। আজ সেই সভার নেতৃত্ব দেবেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় ও মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ আগামীকাল আবার সভা করার ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে ৷ বিজেপি সূত্রে খবর, সভার কেন্দ্রবিন্দু থাকবেন সদ্য বিজেপিতে যোগদানকারী নেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ কাঁথিতে তৃণমূলের পালটা বিজেপি নেতা তথা শিশির পুত্রের এই সভার ঘোষণা হওয়ার পরই সরগরম জেলা রাজনৈতিক প্রেক্ষাপট ৷

এই পরিস্থিতিতে তৃণমূলের সভাতে উপস্থিত থাকা নিয়ে অধিকারী পরিবারের অপর দুই সদস্যের অবস্থান বাড়িছে জেলা রাজনীতির স্নায়ুচাপ ৷ সভায় উপস্থিত থাকছেন না অধিকারী পরিবারের কোনও সদস্য ৷ সাংবাদিকদের এমনই জানিয়েছেন অধিকারী পরিবারের দুই সদস্য শিশির ও দিব্যেন্দু অধিকারী ৷ শিশির অধিকারী গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "এই সভা নিয়ে আমার কিছু জানা নেই ৷" যদিও দিব্যেন্দু অধিকারী সভায় উপস্থিত থাকার প্রশ্নে পালটা প্রশ্ন ছুড়ে দেন ৷ বলেন, "এই সভার(তৃণমূলের আজকের সভা) কোনও পোস্টারে দেখেছেন অধিকারী পরিবারের কোনও সদস্যের নাম? "

আরও পড়ুন :কাল কাঁথিতে সভা তৃণমূলের, জানেন না শিশির অধিকারী

এরপরই জেলা রাজনীতি বিশ্লেষকদের একাংশের প্রশ্ন, তাহলে কি শুভেন্দুর যোগ ধরেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছে অধিকারী পরিবারের ? রং বদল হতে চলছে অধিকারীদের পরিবারের ? এই প্রশ্নেই উত্তাল জেলা রাজনৈতিক প্রেক্ষাপট ৷

Last Updated : Dec 23, 2020, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.