ETV Bharat / state

Suvendu Adhikari : হামলাকারীদের শেষ দেখে ছাড়ব, তমলুকে হুঙ্কার শুভেন্দুর

রবিবার শুভেন্দু অধিকারীর কনভয়ের পিছনে থাকা বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছিল ৷ এদিন দলের আহত কর্মীদের দেখতে তমলুক জেলা হাসপাতালে যান রাজ্যের বিরোধী দলনেতা ৷

s
s
author img

By

Published : Aug 23, 2021, 8:18 PM IST

তমলুক, 23 অগস্ট : হামলাকারীদের শেষ দেখা দেখে ছাড়ব, হুঙ্কার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ৷ গতকাল পাঁশকুড়ার চম্পাডালিতে শুভেন্দু অধিকারীর কনভয়ের পেছনে থাকা বিজেপি কর্মীদের ওপর হামলা হয় ৷ ঘটনায় 10 জন বিজেপি (BJP) কর্মী আহত হয় বলে দাবি করে গেরুয়া শিবির ৷ এদিন তমলুক জেলা হাসপাতালে গতকালকের ঘটনায় আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে আসেন শুভেন্দু ৷ সেখানে পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদ করেন ৷ এইসঙ্গে হামলাকারীদের শেষ দেখে ছাড়বেন বলে হুঁশিয়ারি দেন।

শনিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুকুমার ভুঁইয়া নিজের এলাকায় দুয়ারে সরকার কর্মসূচিতে তদারকি করতে যান । সেই সময় তৃণমূল কর্মীরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। রবিবার রাতে আহত সুকুমার ভুঁইয়াকে দেখতে তাঁর বাড়িতে যান শুভেন্দু অধিকারী। কাউন্সিলরের বাড়ি থেকে ফেরার পথে তাঁর কনভয়ের পেছনে থাকা বিজেপি কর্মীদের গাড়ি ও মোটরসাইকেলের উপর হামলা হয় ৷ শাসকদল এই হামলা চালায় বলে অভিযোগ ৷ আজ দুপুরে আহত বিজেপি কর্মীদের দেখতে তমলুক জেলা হাসপাতালে আসেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ।

তমলুকে আহত বিজেপি কর্মীদের দেখতে শুভেন্দু ৷

আরও পড়ুন: Suvendu Adhikari : শুভেন্দুর কনভয়ের পিছনে থাকা বিজেপি কর্মীদের উপর হামলা, আহত 10

দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি ৷ পাশে থাকার আশ্বাস দেন । হাসপাতাল থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "পুলিশ তো এখন ক্যাডার ৷ কোনও কিছুই করছে না । যা করার আমাকেই করতে হবে ।" গতকালকের আক্রমণকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমি এর শেষ দেখে ছাড়ব ।"

তমলুক, 23 অগস্ট : হামলাকারীদের শেষ দেখা দেখে ছাড়ব, হুঙ্কার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ৷ গতকাল পাঁশকুড়ার চম্পাডালিতে শুভেন্দু অধিকারীর কনভয়ের পেছনে থাকা বিজেপি কর্মীদের ওপর হামলা হয় ৷ ঘটনায় 10 জন বিজেপি (BJP) কর্মী আহত হয় বলে দাবি করে গেরুয়া শিবির ৷ এদিন তমলুক জেলা হাসপাতালে গতকালকের ঘটনায় আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে আসেন শুভেন্দু ৷ সেখানে পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদ করেন ৷ এইসঙ্গে হামলাকারীদের শেষ দেখে ছাড়বেন বলে হুঁশিয়ারি দেন।

শনিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুকুমার ভুঁইয়া নিজের এলাকায় দুয়ারে সরকার কর্মসূচিতে তদারকি করতে যান । সেই সময় তৃণমূল কর্মীরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। রবিবার রাতে আহত সুকুমার ভুঁইয়াকে দেখতে তাঁর বাড়িতে যান শুভেন্দু অধিকারী। কাউন্সিলরের বাড়ি থেকে ফেরার পথে তাঁর কনভয়ের পেছনে থাকা বিজেপি কর্মীদের গাড়ি ও মোটরসাইকেলের উপর হামলা হয় ৷ শাসকদল এই হামলা চালায় বলে অভিযোগ ৷ আজ দুপুরে আহত বিজেপি কর্মীদের দেখতে তমলুক জেলা হাসপাতালে আসেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ।

তমলুকে আহত বিজেপি কর্মীদের দেখতে শুভেন্দু ৷

আরও পড়ুন: Suvendu Adhikari : শুভেন্দুর কনভয়ের পিছনে থাকা বিজেপি কর্মীদের উপর হামলা, আহত 10

দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি ৷ পাশে থাকার আশ্বাস দেন । হাসপাতাল থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "পুলিশ তো এখন ক্যাডার ৷ কোনও কিছুই করছে না । যা করার আমাকেই করতে হবে ।" গতকালকের আক্রমণকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমি এর শেষ দেখে ছাড়ব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.