ETV Bharat / state

Suvendu Adhikari তেরঙা পতাকা নিয়ে যাত্রায় বাধা, তৃণমূল সরকারের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর - হর ঘর তিরঙ্গা

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে তেরঙা পতাকা নিয়ে শোভাযাত্রা করতে দেওয়া হয়নি ৷ আজ আজাদি কা অমৃত মহোৎসব শেষে জানালেন, সরকারের বিরুদ্ধে আদালতে যাবেন (Suvendu Adhikari) ৷

Suvendu Adhikari Har ghar Tiranga
আজাদি কা অমৃত মহোৎসব
author img

By

Published : Aug 13, 2022, 6:52 PM IST

কাঁথি, 13 অগস্ট: প্রধানমন্ত্রী কুশল কেন্দ্রের 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের কাঁথির মেচেদা বাইপাসে । শনিবার এখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস-সহ অন্য নেতৃত্ব । শনিবার রাজ্য সরকার ও রাজ্য পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari threatens to go to court against TMC Government ) ।

এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "পশ্চিমবঙ্গে কোথাও বন্দেমাতরম বলে সব জায়গায় যাওয়ার অধিকার নেই । আসার সময় গাড়িতে বসে আমি দেখছিলাম কাশ্মীরের বারামুল্লায় বাইক র‍্যালি, কার র‍্যালি হয়েছে । দুর্ভাগ্যজনক হলেও সত্যি পশ্চিমবঙ্গে আপনি যদি তেরঙা পতাকা নিয়ে 'তিরঙ্গা যাত্রা' করেন, তাহলে আপনাকে বলা হয় অনুমতি কোথায় ?" রাষ্ট্রীয় পতাকা নিয়ে হাঁটা ও র‍্যালির ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে । তিনি বলেন, "আমাদেরও আগামিদিনের শপথ নিতে হবে, যাতে রাষ্ট্রবাদী সরকার গঠন করা যায় ।" সরকারের তেরঙা যাত্রায় বাধা দেওয়া নিয়ে তিনি আইনি পথে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ৷

কাঁথিতে আজাদি কা অমৃত মহোৎসবে শুভেন্দু অধিকারী

আরও পড়ুন: কাশ্মীর ঠান্ডা হলে বাংলাও শিগগিরি হবে, দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী গরুপাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডল-সহ রাজ্যের মন্ত্রী গ্রেফতার প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে যান । ইডি ও সিবিআই বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নামলেও কোনও লাভ হবে না, জানান বিজেপি । নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী তাঁর জাতীয় পতাকা র‍্যালি আটকানো প্রসঙ্গে বলেন, "আগামী 16 অগস্ট কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব । তেরঙা যাত্রা করতে গেলে কি অনুমতি লাগে ? এটা কি পাকিস্তান না ইসলামবাদ ? বাইক র‍্যালিতে বাধা দিলে ফেসবুক লাইভ করব ।"

কাঁথি, 13 অগস্ট: প্রধানমন্ত্রী কুশল কেন্দ্রের 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের কাঁথির মেচেদা বাইপাসে । শনিবার এখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস-সহ অন্য নেতৃত্ব । শনিবার রাজ্য সরকার ও রাজ্য পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari threatens to go to court against TMC Government ) ।

এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "পশ্চিমবঙ্গে কোথাও বন্দেমাতরম বলে সব জায়গায় যাওয়ার অধিকার নেই । আসার সময় গাড়িতে বসে আমি দেখছিলাম কাশ্মীরের বারামুল্লায় বাইক র‍্যালি, কার র‍্যালি হয়েছে । দুর্ভাগ্যজনক হলেও সত্যি পশ্চিমবঙ্গে আপনি যদি তেরঙা পতাকা নিয়ে 'তিরঙ্গা যাত্রা' করেন, তাহলে আপনাকে বলা হয় অনুমতি কোথায় ?" রাষ্ট্রীয় পতাকা নিয়ে হাঁটা ও র‍্যালির ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে । তিনি বলেন, "আমাদেরও আগামিদিনের শপথ নিতে হবে, যাতে রাষ্ট্রবাদী সরকার গঠন করা যায় ।" সরকারের তেরঙা যাত্রায় বাধা দেওয়া নিয়ে তিনি আইনি পথে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ৷

কাঁথিতে আজাদি কা অমৃত মহোৎসবে শুভেন্দু অধিকারী

আরও পড়ুন: কাশ্মীর ঠান্ডা হলে বাংলাও শিগগিরি হবে, দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী গরুপাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডল-সহ রাজ্যের মন্ত্রী গ্রেফতার প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে যান । ইডি ও সিবিআই বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নামলেও কোনও লাভ হবে না, জানান বিজেপি । নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী তাঁর জাতীয় পতাকা র‍্যালি আটকানো প্রসঙ্গে বলেন, "আগামী 16 অগস্ট কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব । তেরঙা যাত্রা করতে গেলে কি অনুমতি লাগে ? এটা কি পাকিস্তান না ইসলামবাদ ? বাইক র‍্যালিতে বাধা দিলে ফেসবুক লাইভ করব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.