ETV Bharat / state

Suvendu Adhikari: 'দিলীপ ঘোষ আমারও নেতা, তাঁর নেতৃত্বে বিজেপিতে যোগ দিই', শুভেন্দুর মুখে দিলীপের প্রশংসা

সম্প্রতি শুভেন্দু অধিকারীর এক মন্তব্যকে কেন্দ্র করে তাঁর ও দিলীপ ঘোষের মধ্যে তিক্ততা নিয়ে জল্পনা ছড়িয়েছে ৷ সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার দিলীপ ঘোষকে নিজের নেতা বলে দাবি করেছেন শুভেন্দু (Suvendu Adhikari speaks on Dilip Ghosh) ৷

ETV Bharat
Suvendu Adhikari
author img

By

Published : Dec 15, 2022, 9:37 PM IST

শুভেন্দুর মুখে দিলীপের প্রশংসা

হলদিয়া, 15 ডিসেম্বর: "দিলীপ ঘোষ আমাদের নেতা, দলের সর্বভারতীয় সহ সভাপতি ৷ তাঁর বিরুদ্ধে বা দলের কোনও নেতার বিরুদ্ধে আমি কোনও কথা বলিনি ৷" বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছে বলে সম্প্রতি যে জল্পনা ছড়িয়েছে সেই প্রসঙ্গে বৃহস্পতিবার এই মন্তব্য করলেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari speaks on Dilip Ghosh) ৷

দিলীপ ঘোষের সঙ্গে তাঁর বিবাদ নিয়ে এক শ্রেণির সংবাদমাধ্যম ভুল খবর পরিবেশন করছে বলেও এদিন অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁর কথায়, "আমি দিলীপদার নেতৃত্বে বিজেপিতে যোগ দিয়েছি ৷ নন্দীগ্রামে আমাকে জেতানোর পিছনে দিলীপদার পূর্ণ সহযোগিতা ছিল ৷ উনি আমার দলের নেতা ! আমার নেতা ! আমি আজ পর্যন্ত যা কিছু মন্তব্য করেছি, সবই তৃণমূল প্রাইভেট কোম্পানির চাকর বাকরদের বিরুদ্ধে ৷ আমার দলের কোনও নেতার বিরুদ্ধে কখনও কোনও কথা বলিনি ৷ সবটাই মিডিয়ার সাজানো । আমি অত্যন্ত ডিসিপ্লিন মেনে চলি ৷ স্কুলজীবন থেকেই এই শৃঙ্খলা আমার আছে ৷ আজ 52 বছর পূর্ণ হল ৷ এই বয়সের পর কোনও মানুষের চরিত্রের বিশেষ পরিবর্তন হয় না ৷ মিথ্যে কথাও আমি বলি না ৷"

আরও পড়ুন: কলকাতার চলচ্চিত্র উৎসব মিঠুনকে ছাড়া অসম্পূর্ণ, ক্ষোভ সুকান্তর

প্রসঙ্গত, হাজরায় দলীয় সভার মঞ্চ থেকে সম্প্রতি শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল,"আমি মর্নিং ওয়াকে গিয়ে প্রেস রিলিজ করি না ।" তাঁর এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায় তাহলে কি শুভেন্দুর কটাক্ষের লক্ষ্য দিলীপ ঘোষ? কারণ প্রায় নিয়ম করেই ইকোপার্কে মর্নিং ওয়াকে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ এদিন এই মন্তব্যের ব্যাখা দিতে গয়ে শুভেন্দু বলেন,"হলদিয়ায় একটা লোক এসেছে, সাড়ে তিন বছরের জেল খাটা আসামী ৷ ওর সম্পর্কে সেদিন বলেছিলাম (Suvendu Adhikari said Dilip Ghosh his leader) ৷ সেটার ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷" দলের শীর্ষ নেতৃত্বের তরফে বার্তা পেয়ে শুভেন্দু এদিন এই শান্তির বার্তা দিলেন কি না তা নিয়েও জল্পনা ছড়িয়েছে ৷

এদিন হলদিয়ায় তাম্রলিপ্ত জাতীয় সরকারের অন্যতম প্রতিষ্ঠাতা ও স্বাধীনতা সংগ্রামী সতীশ চন্দ্র সামন্তর 123 জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী । এদিনের অনুষ্ঠান শেষে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন শুভেন্দু ৷ বলেন,"আমি ভাইপোর মতন বছরে তিনবার দুবাই যাই না । এমনকী বাংলাদেশেও যাই না ৷ আমার পাসপোর্ট এখনও পর্যন্ত সাদা রয়েছে ।"

শুভেন্দুর মুখে দিলীপের প্রশংসা

হলদিয়া, 15 ডিসেম্বর: "দিলীপ ঘোষ আমাদের নেতা, দলের সর্বভারতীয় সহ সভাপতি ৷ তাঁর বিরুদ্ধে বা দলের কোনও নেতার বিরুদ্ধে আমি কোনও কথা বলিনি ৷" বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছে বলে সম্প্রতি যে জল্পনা ছড়িয়েছে সেই প্রসঙ্গে বৃহস্পতিবার এই মন্তব্য করলেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari speaks on Dilip Ghosh) ৷

দিলীপ ঘোষের সঙ্গে তাঁর বিবাদ নিয়ে এক শ্রেণির সংবাদমাধ্যম ভুল খবর পরিবেশন করছে বলেও এদিন অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁর কথায়, "আমি দিলীপদার নেতৃত্বে বিজেপিতে যোগ দিয়েছি ৷ নন্দীগ্রামে আমাকে জেতানোর পিছনে দিলীপদার পূর্ণ সহযোগিতা ছিল ৷ উনি আমার দলের নেতা ! আমার নেতা ! আমি আজ পর্যন্ত যা কিছু মন্তব্য করেছি, সবই তৃণমূল প্রাইভেট কোম্পানির চাকর বাকরদের বিরুদ্ধে ৷ আমার দলের কোনও নেতার বিরুদ্ধে কখনও কোনও কথা বলিনি ৷ সবটাই মিডিয়ার সাজানো । আমি অত্যন্ত ডিসিপ্লিন মেনে চলি ৷ স্কুলজীবন থেকেই এই শৃঙ্খলা আমার আছে ৷ আজ 52 বছর পূর্ণ হল ৷ এই বয়সের পর কোনও মানুষের চরিত্রের বিশেষ পরিবর্তন হয় না ৷ মিথ্যে কথাও আমি বলি না ৷"

আরও পড়ুন: কলকাতার চলচ্চিত্র উৎসব মিঠুনকে ছাড়া অসম্পূর্ণ, ক্ষোভ সুকান্তর

প্রসঙ্গত, হাজরায় দলীয় সভার মঞ্চ থেকে সম্প্রতি শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল,"আমি মর্নিং ওয়াকে গিয়ে প্রেস রিলিজ করি না ।" তাঁর এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায় তাহলে কি শুভেন্দুর কটাক্ষের লক্ষ্য দিলীপ ঘোষ? কারণ প্রায় নিয়ম করেই ইকোপার্কে মর্নিং ওয়াকে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ এদিন এই মন্তব্যের ব্যাখা দিতে গয়ে শুভেন্দু বলেন,"হলদিয়ায় একটা লোক এসেছে, সাড়ে তিন বছরের জেল খাটা আসামী ৷ ওর সম্পর্কে সেদিন বলেছিলাম (Suvendu Adhikari said Dilip Ghosh his leader) ৷ সেটার ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷" দলের শীর্ষ নেতৃত্বের তরফে বার্তা পেয়ে শুভেন্দু এদিন এই শান্তির বার্তা দিলেন কি না তা নিয়েও জল্পনা ছড়িয়েছে ৷

এদিন হলদিয়ায় তাম্রলিপ্ত জাতীয় সরকারের অন্যতম প্রতিষ্ঠাতা ও স্বাধীনতা সংগ্রামী সতীশ চন্দ্র সামন্তর 123 জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী । এদিনের অনুষ্ঠান শেষে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন শুভেন্দু ৷ বলেন,"আমি ভাইপোর মতন বছরে তিনবার দুবাই যাই না । এমনকী বাংলাদেশেও যাই না ৷ আমার পাসপোর্ট এখনও পর্যন্ত সাদা রয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.