ETV Bharat / state

Suvendu Adhikari: 'নন্দীগ্রাম না থাকলে, দিদি থেকে দিদিমা হয়ে যেতেন', নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

2007 ও 2011 সালের 7 জানুয়ারি ৷ দুই ভিন্ন বছরে এক তারিখে রাজ্যের দু'টি ভিন্ন জেলায় শহিদ হয়েছিলেন বহু আন্দোলনকারী ৷ তাঁদের স্মরণ করে তৃণমূল সুপ্রিমোকে তীব্র আক্রমণ করলেন আজকের বিজেপি নেতা শুভেন্দু (Suvendu Adhikari on Netai Sahid Diwas) ৷

Suvendu Adhikari in Nandigram
নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী
author img

By

Published : Jan 7, 2023, 9:33 AM IST

Updated : Jan 7, 2023, 10:17 AM IST

নন্দীগ্রাম, 7 জানুয়ারি: দুই সাল, দুই ভিন্ন জেলা ৷ শুধু তারিখটা এক-7 জানুয়ারি ৷ আজ নেতাই শহিদ দিবস ৷ অন্যদিকে বশ্যতা বিরোধী নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনে 2007 সালে শহিদ হয়েছিলেন অনেকে ৷ দুই ঘটনায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে নন্দীগ্রামে সকাল সকালে জনসভা করলেন স্থানীয় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on Netai Sahid Diwas) ৷ ভূমিরক্ষা আন্দোলনে সেদিন শহিদদের মৃতদেহ তিনি কী ভাবে পাঁক থেকে উদ্ধার করেছিলেন, তা স্মৃতিচারণ করে আজকের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা ৷ শনিবার সকালে নামোল্লেখ না করেও তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে শুভেন্দু বলেন, "আর এই হালি নেতা-কর্মচারীদের বলি, যদি নন্দীগ্রাম না থাকত তাহলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন ৷"

এই প্রসঙ্গে টুইটও করেন শুভেন্দু । তিনি লেখেন "৭ই জানুয়ারি, ২০০৭: শহীদ তর্পণ দিবসে, বশ্যতা বিরোধী নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনের অমর শহীদ বিশ্বজিত মাইতি, সেখ সেলিম ও ভরত মন্ডল কে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ॥ জয় জয় নন্দীগ্রাম ॥ ৭ই জানুয়ারি, ২০১১:- নেতাই গ্রামে গণহত্যায় নিহত শহীদদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।" 2011 সালে বামফ্রন্টকে হারিয়ে প্রথমবার ক্ষমতায় আসে তৃণমূল সরকার ৷ এর পিছনে নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলন তাৎপর্যপূর্ণ ৷ এ প্রসঙ্গে শুভেন্দু সভামঞ্চ থেকে বলেন, "মানুষগুলো শহিদে হয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে" ৷ 2011 সালের 7 জানুয়ারি, সকাল 8টা ৷

সেদিনের ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, "আমার বাড়ি থেকে লালগড় প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি ৷ আমি নিজে পৌঁছেছিলাম 11টার সময় ৷ সেখানে ফুলকোবাড়ি মাইতি, গীতালি আদক, আরতি মণ্ডল, শ্যামানন্দ ঘোড়াই, ধীরেন সেন, ধ্রুব গোস্বামী, সৌরভ ঘোড়াই- এঁদের সব দেহ আমি নিজে তুলেছি ৷" নাম না মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে জানান, সমস্ত সুযোগ-সুবিধা পিসি ভাইপো ভোগ করছেন ৷ এমনকী বামজমানার প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, "এদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল বামফ্রন্ট ৷ 34 বছর ক্ষমতায় 235টি আসন ছিল" ৷

  • ৭ই জানুয়ারি, ২০০৭:-
    # শহীদ তর্পণ দিবসে, বশ্যতা বিরোধী নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনের অমর শহীদ বিশ্বজিত মাইতি, সেখ সেলিম ও ভরত মন্ডল কে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।
    ॥ জয় জয় নন্দীগ্রাম ॥

    ৭ই জানুয়ারি, ২০১১:-
    # নেতাই গ্রামে গণহত্যায় নিহত শহীদদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। pic.twitter.com/zpLLJ5PKJ4

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শুভেন্দুকে নেতাইয়ে ঢুকতে বাধা, ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখতে সময় চাইল রাজ্য

এদিন শহিদ দিবসে বামপন্থীদের প্রশংসা করেন বিজেপি বিধায়ক ৷ রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "সেদিন লক্ষ্মণ শেঠ সামলেছিলেন ৷ বামপন্থীদের সবাই খারাপ নয় ৷ নন্দীগ্রামে বামপন্থীদের একটা বড় অংশ হিন্দু ৷" তাঁর জয়ের পিছনে বামপন্থীদের ভূমিকা নিয়ে অকপট স্বীকারোক্তি নন্দীগ্রাম ভূমি আন্দোলনের অন্যতম সক্রিয় সদস্যের ৷ তিনি বলেন, "আমাকে ভোট দিয়েছেন বলে আমি জিতেছি" ৷ এর সঙ্গে বামদল থেকে তৃণমূলে যাওয়া সদস্যদের 'গুন্ডা' বলে উল্লেখ করেন তিনি ৷ তাঁর কথায়, "তাঁরা সেই সময় এই ঘটনা ঘটিয়েছিল" ৷

2001 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "হয় এবার, নয় নেভার" ৷ জনসাধারণের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, " সেটা আপনারা করে দেখিয়েছেন 2011 সালে ৷ বেকার যুবক-যুবতীদের মুখের গ্রাস কেড়ে নেওয়া ৷ 2 কোটি বেকার সৃষ্টি করা এই চোর পার্টি তোলামূল ৷"

আজ বিজেপির পাশাপাশি তৃণমূলের শহিদ দিবস পালনের কথাও বাদ যায়নি ৷ শুভেন্দু বলেন, "ওরা পতাকা টাঙিয়েছে ৷ নীচে ওই শহিদ বেদিটা আমার বানানো ৷ সরকারি জায়গায়, কিন্তু বেদিটা সরকারি টাকায় তৈরি নয় ৷ ইট-সিমেন্ট-বালি- সব আমার দেওয়া ৷"

শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশ আধিকারিকদের ভূমিকারও সমালোচনা করেন ৷ তিনি বলেন, "এঁদের পরিণতি কী হবে, এঁরা নিজেরাই জানেন না ৷" শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর সংক্রান্ত মামলায় সব নির্দেশ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট ৷ তাই তাঁকে ইডি জিজ্ঞাসাবাদ করতে পারে ৷ এ প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, "সবে শ্যালিকার রক্ষাকচব মুক্ত হয়েছে ৷ পশ্চিমবঙ্গে সবে শ্যালিকা ৷" তাঁর বক্তৃতায় উঠে আসে কয়লাপাচার, গরুপাচার দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি পাওনা নিয়ে বিতর্কের কথা ৷ তিনি বলেন, "আগামী সপ্তাহে 15 জেলায় টিম আসবে" ৷ প্রসঙ্গত, ইতিমধ্যে রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana, PMAY) দুর্নীতির বিষয়টি সরেজমিনে দেখতে দুটি কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে ৷

আরও পড়ুন: মেনকা গম্ভীরের সমস্ত রক্ষাকবচ খারিজ করল হাইকোর্ট

নন্দীগ্রাম, 7 জানুয়ারি: দুই সাল, দুই ভিন্ন জেলা ৷ শুধু তারিখটা এক-7 জানুয়ারি ৷ আজ নেতাই শহিদ দিবস ৷ অন্যদিকে বশ্যতা বিরোধী নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনে 2007 সালে শহিদ হয়েছিলেন অনেকে ৷ দুই ঘটনায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে নন্দীগ্রামে সকাল সকালে জনসভা করলেন স্থানীয় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on Netai Sahid Diwas) ৷ ভূমিরক্ষা আন্দোলনে সেদিন শহিদদের মৃতদেহ তিনি কী ভাবে পাঁক থেকে উদ্ধার করেছিলেন, তা স্মৃতিচারণ করে আজকের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা ৷ শনিবার সকালে নামোল্লেখ না করেও তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে শুভেন্দু বলেন, "আর এই হালি নেতা-কর্মচারীদের বলি, যদি নন্দীগ্রাম না থাকত তাহলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন ৷"

এই প্রসঙ্গে টুইটও করেন শুভেন্দু । তিনি লেখেন "৭ই জানুয়ারি, ২০০৭: শহীদ তর্পণ দিবসে, বশ্যতা বিরোধী নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনের অমর শহীদ বিশ্বজিত মাইতি, সেখ সেলিম ও ভরত মন্ডল কে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ॥ জয় জয় নন্দীগ্রাম ॥ ৭ই জানুয়ারি, ২০১১:- নেতাই গ্রামে গণহত্যায় নিহত শহীদদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।" 2011 সালে বামফ্রন্টকে হারিয়ে প্রথমবার ক্ষমতায় আসে তৃণমূল সরকার ৷ এর পিছনে নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলন তাৎপর্যপূর্ণ ৷ এ প্রসঙ্গে শুভেন্দু সভামঞ্চ থেকে বলেন, "মানুষগুলো শহিদে হয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে" ৷ 2011 সালের 7 জানুয়ারি, সকাল 8টা ৷

সেদিনের ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, "আমার বাড়ি থেকে লালগড় প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি ৷ আমি নিজে পৌঁছেছিলাম 11টার সময় ৷ সেখানে ফুলকোবাড়ি মাইতি, গীতালি আদক, আরতি মণ্ডল, শ্যামানন্দ ঘোড়াই, ধীরেন সেন, ধ্রুব গোস্বামী, সৌরভ ঘোড়াই- এঁদের সব দেহ আমি নিজে তুলেছি ৷" নাম না মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে জানান, সমস্ত সুযোগ-সুবিধা পিসি ভাইপো ভোগ করছেন ৷ এমনকী বামজমানার প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, "এদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল বামফ্রন্ট ৷ 34 বছর ক্ষমতায় 235টি আসন ছিল" ৷

  • ৭ই জানুয়ারি, ২০০৭:-
    # শহীদ তর্পণ দিবসে, বশ্যতা বিরোধী নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনের অমর শহীদ বিশ্বজিত মাইতি, সেখ সেলিম ও ভরত মন্ডল কে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।
    ॥ জয় জয় নন্দীগ্রাম ॥

    ৭ই জানুয়ারি, ২০১১:-
    # নেতাই গ্রামে গণহত্যায় নিহত শহীদদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। pic.twitter.com/zpLLJ5PKJ4

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শুভেন্দুকে নেতাইয়ে ঢুকতে বাধা, ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখতে সময় চাইল রাজ্য

এদিন শহিদ দিবসে বামপন্থীদের প্রশংসা করেন বিজেপি বিধায়ক ৷ রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "সেদিন লক্ষ্মণ শেঠ সামলেছিলেন ৷ বামপন্থীদের সবাই খারাপ নয় ৷ নন্দীগ্রামে বামপন্থীদের একটা বড় অংশ হিন্দু ৷" তাঁর জয়ের পিছনে বামপন্থীদের ভূমিকা নিয়ে অকপট স্বীকারোক্তি নন্দীগ্রাম ভূমি আন্দোলনের অন্যতম সক্রিয় সদস্যের ৷ তিনি বলেন, "আমাকে ভোট দিয়েছেন বলে আমি জিতেছি" ৷ এর সঙ্গে বামদল থেকে তৃণমূলে যাওয়া সদস্যদের 'গুন্ডা' বলে উল্লেখ করেন তিনি ৷ তাঁর কথায়, "তাঁরা সেই সময় এই ঘটনা ঘটিয়েছিল" ৷

2001 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "হয় এবার, নয় নেভার" ৷ জনসাধারণের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, " সেটা আপনারা করে দেখিয়েছেন 2011 সালে ৷ বেকার যুবক-যুবতীদের মুখের গ্রাস কেড়ে নেওয়া ৷ 2 কোটি বেকার সৃষ্টি করা এই চোর পার্টি তোলামূল ৷"

আজ বিজেপির পাশাপাশি তৃণমূলের শহিদ দিবস পালনের কথাও বাদ যায়নি ৷ শুভেন্দু বলেন, "ওরা পতাকা টাঙিয়েছে ৷ নীচে ওই শহিদ বেদিটা আমার বানানো ৷ সরকারি জায়গায়, কিন্তু বেদিটা সরকারি টাকায় তৈরি নয় ৷ ইট-সিমেন্ট-বালি- সব আমার দেওয়া ৷"

শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশ আধিকারিকদের ভূমিকারও সমালোচনা করেন ৷ তিনি বলেন, "এঁদের পরিণতি কী হবে, এঁরা নিজেরাই জানেন না ৷" শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর সংক্রান্ত মামলায় সব নির্দেশ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট ৷ তাই তাঁকে ইডি জিজ্ঞাসাবাদ করতে পারে ৷ এ প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, "সবে শ্যালিকার রক্ষাকচব মুক্ত হয়েছে ৷ পশ্চিমবঙ্গে সবে শ্যালিকা ৷" তাঁর বক্তৃতায় উঠে আসে কয়লাপাচার, গরুপাচার দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি পাওনা নিয়ে বিতর্কের কথা ৷ তিনি বলেন, "আগামী সপ্তাহে 15 জেলায় টিম আসবে" ৷ প্রসঙ্গত, ইতিমধ্যে রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana, PMAY) দুর্নীতির বিষয়টি সরেজমিনে দেখতে দুটি কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে ৷

আরও পড়ুন: মেনকা গম্ভীরের সমস্ত রক্ষাকবচ খারিজ করল হাইকোর্ট

Last Updated : Jan 7, 2023, 10:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.