কোলাঘাট, 20 মে : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Slams Mamata) ৷ দুর্ঘটনায় মৃত্যু হওয়া কোলাঘাটের বিজেপি নেতা এবং জেলা কমিটির সদস্য অমল মাইতির মৃত্য়ুতে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার কোলঘাট গিয়েছিলেন শুভেন্দু ৷ সেখানেই মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা ৷ তারপরই অবশ্য পাল্টা আক্রমণ শানিয়েছেন অখিল গিরি ৷ বিরোধী দলনেতার উদ্দেশ্য বলেন, "শুভেন্দুর ভাষাজ্ঞান নেই ৷"
ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রীর নির্বাচনে দাঁড়ানো নিয়ে তাঁকে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু ৷ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরে গিয়েছেন । ওঁর লজ্জা নেই । ওঁর দু’টো কান কাটা । ওই জন্য একটা জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে ভবানীপুরে জোর করে ছাপ্পা মেরে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন ।’’
মুখ্যমন্ত্রীকে কটাক্ষের পাশাপাশি অনুব্রত মণ্ডলের সিবিআই তলব নিয়েও মন্তব্য করতে ছাড়েননি তিনি ৷ এই প্রসঙ্গেই শুভেন্দু অধিকারী বলেন, ‘‘অনুব্রত মণ্ডলরা এনামুলের সঙ্গে মিলে গরুর টাকা, কয়লার টাকা তুলেছে ।’’ তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন পরবর্তীকালে হিন্দুদের উপর যে খুন সন্ত্রাস হয়েছে বীরভূমে তাতে নেতৃত্ব দিয়েছেন মাস্টারমাইন্ড অনুব্রত তদন্ত হবে ৷
আরও পড়ুন : Suvendu on Dhankhar-Mamata : ‘মুখ্যমন্ত্রী রাজ্যপালকে মানেন না’, ধনকড়-মমতা বৈঠকে আশা দেখছেন না শুভেন্দু
শুভেন্দু অধিকারীর প্রতি পাল্টা তোপ দেগে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি জানান, শুভেন্দু অধিকারীর ভাষাজ্ঞান নেই ৷ সেই জন্যই বিজেপি থেকে লোকেরা পালিয়ে যাচ্ছে । তাঁর উচিত মুখ্যমন্ত্রীর প্রতি সংযত হয়ে কথা বলা ৷