ETV Bharat / state

Suvendu Adhikari: 'সকালবেলা চোর ডাকাতদের কথা..', অভিষেককে নাম না করে কটাক্ষ শুভেন্দুর - Abhishek Banerjee

কাঁথি থেকে নাম না করে নয়া কর্মসূচি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী ৷

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 3:51 PM IST

অভিষেককে নাম না করে কটাক্ষ শুভেন্দুর

কাঁথি, 14 অক্টোবর: 'অভিষেকের দূত' কর্মসূচি নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে চালু হয়েছিল 'দিদির দূত' কর্মসূচি ৷ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নতুন জনসংযোগ কর্মসূচি চালু করতে চলেছে হাওড়া যুব তৃণমূল কংগ্রেস ৷ যার নাম দেওয়া হয়েছে 'অভিষেকের দূত' বলে জানা গিয়েছে ৷ শনিবার এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয় ৷ নাম না করে অভিষেককে কটাক্ষ করে তিনি বলেন, "সকালবেলা চোর ডাকাতদের কথা বলে মুখ খারাপ করবেন না ।"

আজ মহালয়া ৷ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হল ৷ এই পূণ্যতিথিতে রাজ্যবাসীকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপনের উদ্দেশ্যে শনিবার সকালে নন্দীগ্রামের বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাঁথির ভবতারিণী মন্দির থেকে রামকৃষ্ণ মিশন পর্যন্ত তিন কিলোমিটার পথ পদযাত্রা করেন । তারপর স্বামী বিবেকানন্দের মূর্তিতে পূষ্পার্ঘ্য নিবেদন করেন ৷ এরপর মিশনের মহারাজদের সঙ্গে মিলে রামকৃষ্ণ পরমহংসদেব-সহ মা সারদার শ্রীচরণেও পুষ্প নিবেদন করেন শুভেন্দু । পাশাপাশি আশ্রমে পৌঁছে মন্দিরে পুজো পাঠও করেন বিরোধী দলনেতা । এ দিনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি ও দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপকুমার দাস-সহ জেলার অন্যান্য নেতৃত্বরা ।

আরও পড়ুন: ডায়মন্ডহারবারে 4 দিন ধরে পুজো উদ্বোধনে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

এ দিনের অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী ৷ সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁকে আক্রমণ শানাতে শোনা যায় ৷ এছাড়া শুভেন্দু অধিকারী এ দিন সকলকে আগমনীর শুভেচ্ছা জানান ৷ তিনি বলেন, "দেবীপক্ষের সূচনা এবং মায়ের আগমনের বার্তা আজ এসে গেল । সকলকে মহালয়ার শুভেচ্ছা ৷ অশুভ শক্তির বিনাস হোক । অসুর শক্তি পরাস্ত হোক । শুভশক্তির উত্তরণ হোক ৷ এটাই প্রার্থনা করছি ৷"

অভিষেককে নাম না করে কটাক্ষ শুভেন্দুর

কাঁথি, 14 অক্টোবর: 'অভিষেকের দূত' কর্মসূচি নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে চালু হয়েছিল 'দিদির দূত' কর্মসূচি ৷ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নতুন জনসংযোগ কর্মসূচি চালু করতে চলেছে হাওড়া যুব তৃণমূল কংগ্রেস ৷ যার নাম দেওয়া হয়েছে 'অভিষেকের দূত' বলে জানা গিয়েছে ৷ শনিবার এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয় ৷ নাম না করে অভিষেককে কটাক্ষ করে তিনি বলেন, "সকালবেলা চোর ডাকাতদের কথা বলে মুখ খারাপ করবেন না ।"

আজ মহালয়া ৷ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হল ৷ এই পূণ্যতিথিতে রাজ্যবাসীকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপনের উদ্দেশ্যে শনিবার সকালে নন্দীগ্রামের বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাঁথির ভবতারিণী মন্দির থেকে রামকৃষ্ণ মিশন পর্যন্ত তিন কিলোমিটার পথ পদযাত্রা করেন । তারপর স্বামী বিবেকানন্দের মূর্তিতে পূষ্পার্ঘ্য নিবেদন করেন ৷ এরপর মিশনের মহারাজদের সঙ্গে মিলে রামকৃষ্ণ পরমহংসদেব-সহ মা সারদার শ্রীচরণেও পুষ্প নিবেদন করেন শুভেন্দু । পাশাপাশি আশ্রমে পৌঁছে মন্দিরে পুজো পাঠও করেন বিরোধী দলনেতা । এ দিনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি ও দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপকুমার দাস-সহ জেলার অন্যান্য নেতৃত্বরা ।

আরও পড়ুন: ডায়মন্ডহারবারে 4 দিন ধরে পুজো উদ্বোধনে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

এ দিনের অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী ৷ সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁকে আক্রমণ শানাতে শোনা যায় ৷ এছাড়া শুভেন্দু অধিকারী এ দিন সকলকে আগমনীর শুভেচ্ছা জানান ৷ তিনি বলেন, "দেবীপক্ষের সূচনা এবং মায়ের আগমনের বার্তা আজ এসে গেল । সকলকে মহালয়ার শুভেচ্ছা ৷ অশুভ শক্তির বিনাস হোক । অসুর শক্তি পরাস্ত হোক । শুভশক্তির উত্তরণ হোক ৷ এটাই প্রার্থনা করছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.