ভগবানপুর, 2 জানুয়ারি: কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে রাজ্যের যাঁরা বঞ্চিত হচ্ছেন তাঁজের একজোট হওয়ার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সোমবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক নম্বর ব্লকের গোপীনাথপুর বাজারে বিজেপির কর্মী সম্মেলন ছিল । এই কর্মী সম্মেলনে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল-সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন ।
এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন,"যোগ্য প্রাপক যাঁরা টাকা পেয়েছেন তাঁদের নিয়ে আমাদের কোনও আপত্তি নেই । কিন্তু যোগ্য যাঁরা তা পাননি, কেন পাননি তাঁদের জন্য আমরা জনস্বার্থের মামলা করব । উপযুক্তদের কেন তা দেওয়া হয়নি !" রাজ্যের বিরোধী দলনেতা এদিন বলেন, "ভারত সরকার সরাসরি প্রাপকদের তালিকা করতে পারে না । রাজ্য সরকার পঞ্চায়েতের যে তালিকা পাঠাবে তার উপর ভিত্তি করে বরাদ্দ হবে । তাই বঞ্চিতদের একজোট করুন । এই দায়িত্বটা গ্রামের মানুষকে নিতে হবে ৷"
আরও পড়ুন: 'দিদির দূত, নাকি দিদির ভূত' ! মমতাকে নিশানা করে কটাক্ষ শুভেন্দুর
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন আরও বলেন,"কেন্দ্রের প্রকল্পগুলিতে রাজ্যের স্টিকার পিসি লাগিয়ে দিচ্ছে । প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে হচ্ছে আবাস প্লাস । বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রীকে জানানো হয়েছে ।" এদিন বিহারের নজির টেনে শুভেন্দু বলেন, "বিহারে দেখা গিয়েছে দুর্নীতির দায়ে ডিএম পর্যন্ত জেলে গিয়েছেন । এখানেও যদি কেউ দুর্নীতি করেন তাহলে ছাড় পাবেন না ।"
সোমবার নয়া কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস ৷ জনসংযোগ বাড়াতে তাদের এই নয়া কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'দিদির রক্ষা কবচ' ৷ তৃণমূলের এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন শুভেন্দু (Suvendu Adhikari slams TMC) ৷ তিনি এদিন বলেন, এটা মানুষকে বিভ্রান্ত করতে করা হয়েছে ৷ তৃণমূল নেতাদের গ্রামে যাওয়া ও এলাকায় রাত্রি যাপন প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা এদিন বলেন, "ওরা আমাদের দেখে শিখছে । ঠিক আছে, ভালোটা নিক । মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকার সময় হাটবারে হাটবারে কী করতেন সবাই জানেন । কতবার বন্ধ ডেকেছেন, কত গাড়ি পুড়িয়েছেন সবাই জানে। সিএএ, নুপূর শর্মা ইস্যুতেও রাজ্যে আগুন জ্বালিয়েছেন তিনি ৷"