ETV Bharat / state

Suvendu Slams Mamata: এবার সংখ্যালঘুরা তৃণমূলকে হারাবে, কোনও হিন্দু বুথে মমতা বন্দ্যোপাধ্যায় আর ভোট পাবেন না : দাবি শুভেন্দুর - Suvendu Adhikari Criticises Mamata Banerjee

সংখ্যালঘু ভোট ও হিন্দু ভোট ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন শুভেন্দু অধিকারী(Suvendu Slams Mamata)৷ নন্দীগ্রাম থেকে একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা ৷

ETV Bharat
মমতা ও শুভেন্দু
author img

By

Published : Sep 25, 2022, 11:00 PM IST

পূর্ব মেদিনীপুর, 25 সেপ্টেম্বর: নন্দীগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল মন কি বাত শুনতে এসে রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের আইপিএসদের তীব্র ভাষায় আক্রমণ করলেন (Suvendu Adhikari Criticises Mamata Banerjee) ৷ এদিন তিনি আরও দাবি করেন, "এবার সংখ্যালঘুরা তৃণমূলকে হারাবে, কোনও হিন্দু বুথে মমতা বন্দ্যোপাধ্যায় আর ভোট পাবেন না ৷"

এদিন তিনি বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী সব ঢপ দিচ্ছে । এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ বিশ্বাস করে না । কারণ তিনি ভোটের আগে দাবি করেছিলেন করোনা ভ্যাকসিন কিনে দেবেন । তারপরে ভারত সরকার 15 কোটি ভ্যাকসিন দিয়েছে । ভোটের আগে ডবল চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন । ডবল চাকরি হয়েছে শুধুমাত্র আলাপন বন্দ্যোপাধ্যায়ের পরিবারে । আলাপন বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হিসেবে সাড়ে তিন লাখ টাকা বেতন পান । আর তাঁর ভাইয়ের স্ত্রী অদিতি বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ ট্যুরিজম কর্পোরেশন ডেভেলপমেন্টের পরামর্শদাতা হিসেবে 1 লাখ 20 হাজার টাকা বেতন পান । ডাবল চাকরি আর কারও হয়নি ।"

পূর্ব মেদিনীপুরে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

নবান্ন অভিযানে বিজেপির সন্ত্রাস প্রসঙ্গে তীব্র কটাক্ষ করে তিনি বলেন,"পিছন থেকে রাজীব কুমারের ঠেলা আছে । 18-20 জন আইপিএসকে চিহ্নিত করা হয়েছে । বিনীত গোয়েলের সঙ্গে এদের একটা টিম আছে ৷ যাদের ভবিষ্যতে খুব খারাপ হবে ৷ আমি মন্ত্রিসভায় চার বছর ছিলাম । সেখানেই অর্থমন্ত্রী অমিত মিত্রের তত্ত্বাবধানে 6 লাখ স্থায়ী পদে চাকরিগুলো অবলুপ্তি করেছে । তার বদলে 60 হাজার অস্থায়ী চাকরি দিয়েছে । যার মধ্যে 30 হাজার পার্টির ক্যাডার, যারা কোনওদিন অফিস যায় না, কাজ করে না, শুধু তোলা তোলে । বাকি 30 হাজার চাকরির জন্য 8 থেকে 10 লাখ টাকা নিয়েছে ।:

আরও পড়ুন : হেভিওয়েটদের গ্রেফতারিতে অসন্তোষ বাড়ছে তৃণমূলের অন্দরে

পূর্ব মেদিনীপুর, 25 সেপ্টেম্বর: নন্দীগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল মন কি বাত শুনতে এসে রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের আইপিএসদের তীব্র ভাষায় আক্রমণ করলেন (Suvendu Adhikari Criticises Mamata Banerjee) ৷ এদিন তিনি আরও দাবি করেন, "এবার সংখ্যালঘুরা তৃণমূলকে হারাবে, কোনও হিন্দু বুথে মমতা বন্দ্যোপাধ্যায় আর ভোট পাবেন না ৷"

এদিন তিনি বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী সব ঢপ দিচ্ছে । এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ বিশ্বাস করে না । কারণ তিনি ভোটের আগে দাবি করেছিলেন করোনা ভ্যাকসিন কিনে দেবেন । তারপরে ভারত সরকার 15 কোটি ভ্যাকসিন দিয়েছে । ভোটের আগে ডবল চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন । ডবল চাকরি হয়েছে শুধুমাত্র আলাপন বন্দ্যোপাধ্যায়ের পরিবারে । আলাপন বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হিসেবে সাড়ে তিন লাখ টাকা বেতন পান । আর তাঁর ভাইয়ের স্ত্রী অদিতি বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ ট্যুরিজম কর্পোরেশন ডেভেলপমেন্টের পরামর্শদাতা হিসেবে 1 লাখ 20 হাজার টাকা বেতন পান । ডাবল চাকরি আর কারও হয়নি ।"

পূর্ব মেদিনীপুরে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

নবান্ন অভিযানে বিজেপির সন্ত্রাস প্রসঙ্গে তীব্র কটাক্ষ করে তিনি বলেন,"পিছন থেকে রাজীব কুমারের ঠেলা আছে । 18-20 জন আইপিএসকে চিহ্নিত করা হয়েছে । বিনীত গোয়েলের সঙ্গে এদের একটা টিম আছে ৷ যাদের ভবিষ্যতে খুব খারাপ হবে ৷ আমি মন্ত্রিসভায় চার বছর ছিলাম । সেখানেই অর্থমন্ত্রী অমিত মিত্রের তত্ত্বাবধানে 6 লাখ স্থায়ী পদে চাকরিগুলো অবলুপ্তি করেছে । তার বদলে 60 হাজার অস্থায়ী চাকরি দিয়েছে । যার মধ্যে 30 হাজার পার্টির ক্যাডার, যারা কোনওদিন অফিস যায় না, কাজ করে না, শুধু তোলা তোলে । বাকি 30 হাজার চাকরির জন্য 8 থেকে 10 লাখ টাকা নিয়েছে ।:

আরও পড়ুন : হেভিওয়েটদের গ্রেফতারিতে অসন্তোষ বাড়ছে তৃণমূলের অন্দরে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.