পূর্ব মেদিনীপুর, 25 সেপ্টেম্বর: নন্দীগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল মন কি বাত শুনতে এসে রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের আইপিএসদের তীব্র ভাষায় আক্রমণ করলেন (Suvendu Adhikari Criticises Mamata Banerjee) ৷ এদিন তিনি আরও দাবি করেন, "এবার সংখ্যালঘুরা তৃণমূলকে হারাবে, কোনও হিন্দু বুথে মমতা বন্দ্যোপাধ্যায় আর ভোট পাবেন না ৷"
এদিন তিনি বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী সব ঢপ দিচ্ছে । এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ বিশ্বাস করে না । কারণ তিনি ভোটের আগে দাবি করেছিলেন করোনা ভ্যাকসিন কিনে দেবেন । তারপরে ভারত সরকার 15 কোটি ভ্যাকসিন দিয়েছে । ভোটের আগে ডবল চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন । ডবল চাকরি হয়েছে শুধুমাত্র আলাপন বন্দ্যোপাধ্যায়ের পরিবারে । আলাপন বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হিসেবে সাড়ে তিন লাখ টাকা বেতন পান । আর তাঁর ভাইয়ের স্ত্রী অদিতি বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ ট্যুরিজম কর্পোরেশন ডেভেলপমেন্টের পরামর্শদাতা হিসেবে 1 লাখ 20 হাজার টাকা বেতন পান । ডাবল চাকরি আর কারও হয়নি ।"
নবান্ন অভিযানে বিজেপির সন্ত্রাস প্রসঙ্গে তীব্র কটাক্ষ করে তিনি বলেন,"পিছন থেকে রাজীব কুমারের ঠেলা আছে । 18-20 জন আইপিএসকে চিহ্নিত করা হয়েছে । বিনীত গোয়েলের সঙ্গে এদের একটা টিম আছে ৷ যাদের ভবিষ্যতে খুব খারাপ হবে ৷ আমি মন্ত্রিসভায় চার বছর ছিলাম । সেখানেই অর্থমন্ত্রী অমিত মিত্রের তত্ত্বাবধানে 6 লাখ স্থায়ী পদে চাকরিগুলো অবলুপ্তি করেছে । তার বদলে 60 হাজার অস্থায়ী চাকরি দিয়েছে । যার মধ্যে 30 হাজার পার্টির ক্যাডার, যারা কোনওদিন অফিস যায় না, কাজ করে না, শুধু তোলা তোলে । বাকি 30 হাজার চাকরির জন্য 8 থেকে 10 লাখ টাকা নিয়েছে ।:
আরও পড়ুন : হেভিওয়েটদের গ্রেফতারিতে অসন্তোষ বাড়ছে তৃণমূলের অন্দরে