ETV Bharat / state

Suvendu over Nandigram Victory: 'তফশিলি জাতির ভোট পেয়েই মমতাকে হারিয়েছি', বিজয়কৃষ্ণর স্মরণসভায় দাবি শুভেন্দুর - তফশিলি জাতির ভোট পেয়েই মমতাকে হারিয়েছি

বৃহস্পতিবার ময়নায় মৃত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার স্মরণসভা আয়োজিত হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মঞ্চ থেকে তিনি মুখ্য়মন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করেন ৷ পাশাপাশি তিনি জানান, তাঁর জয়ের জন্য তফশিলি জাতিদের অবদান রয়েছে ৷

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী
author img

By

Published : May 5, 2023, 8:45 AM IST

Updated : May 5, 2023, 11:39 AM IST

বিজয়কৃষ্ণ ভুঁইয়ার স্মরণসভায় শুভেন্দু অধিকারী

ময়না, 5 মে: "আমি নন্দীগ্রামে জিতেছি তফশিলি জাতি অধ্যুষিত বুথগুলিতে", বৃহস্পতিবার এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন ময়নায় মৃত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার স্মরণসভায় যান নন্দীগ্রামের বিধায়ক। সেখানে গিয়েই একথা বলেন তিনি ৷ একইসঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে জাতপাতের রাজনীতি করার অভিযোগও তোলেন তিনি ৷

প্রসঙ্গত 2 মে ময়নার গোড়ামোহল এলাকার 234 নম্বর বুথের বিজেপি সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়ার মৃত্যু হয় ৷ তাঁকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অপহরণ করে খুন করেছে বলে অভিযোগ ৷ এর প্রতিবাদে বৃহস্পতিবার ময়না ব্রিজ থেকে থানা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা মিছিল করেন শুভেন্দু ৷ তারপর একটি স্মরণসভা হয় অনুষ্ঠিত হয় ৷ তার আগে বুধবার ময়না বিধানসভা এলাকায় 12 ঘণ্টা বনধেরও ডাক দেওয়া হয় বিজেপির তরফে।

এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ জেলা পুলিশ সুপারকে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু । উল্লেখ্য, এদিনই মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় প্রশাসনিক বৈঠক করেন ৷ সম্প্রতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনায় মরদেহের ময়নাতদন্ত নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ এছাড়া রাজ্যের বিভিন্ন হাসপাতালে ময়নাতদন্ত অনেক দেরিতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট প্রশাসনকে 4 ঘণ্টার মধ্যে মৃতদেহের ময়নাতদন্ত করার নির্দেশ দেন ৷ এ প্রসঙ্গে শুভেন্দু কটাক্ষ করে সাংবাদিকদের বলেন, "ওগুলো নাটক ৷ এসব করে মুখ্যমন্ত্রী নিজের ইমেজ তৈরি করছেন ৷" তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে 'চোরের রানি' বলে উল্লেখ করেন।

বিজেপি নেতার আরও অভিযোগ, মমতার পুলিশের উপর মানুষের আর আস্থা নেই ৷ তাই গত দু'বছরে শতাধিক এফআইআর করেছে সিবিআই থেকে শুরু করে এনআইএ-র মতো সংস্থা ৷ ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে খুনের ঘটনায় রাজ্য পুলিশের পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদের কড়া ভাষায় আক্রমণ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ৷

অন্য একটি প্রসঙ্গে তাঁর দাবি, নন্দীগ্রামে সংখ্যালঘু বুথে মমতা বন্দ্যোপাধ্যায় 99 শতাংশ ভোট পেয়েছিলেন । তার পরেও তিনি জিততে পেরেছেন কারণ এখানকার তফশিলি জাতি অধ্যুষিত বুথগুলিতে 90 শতাংশ ভোটই তাঁর পক্ষে গিয়েছে ৷ এদিন তিনি বিজয় কৃষ্ণ ভুঁইয়ার পরিবারকে দু'লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন ৷ পাশাপাশি তাঁর পরিবারের একজনকে চাকরি দেওয়ারও আশ্বাস দেন ৷

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে এনআরসি বিরোধিতায় সোচ্চার মুখ্যমন্ত্রী

বিজয়কৃষ্ণ ভুঁইয়ার স্মরণসভায় শুভেন্দু অধিকারী

ময়না, 5 মে: "আমি নন্দীগ্রামে জিতেছি তফশিলি জাতি অধ্যুষিত বুথগুলিতে", বৃহস্পতিবার এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন ময়নায় মৃত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার স্মরণসভায় যান নন্দীগ্রামের বিধায়ক। সেখানে গিয়েই একথা বলেন তিনি ৷ একইসঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে জাতপাতের রাজনীতি করার অভিযোগও তোলেন তিনি ৷

প্রসঙ্গত 2 মে ময়নার গোড়ামোহল এলাকার 234 নম্বর বুথের বিজেপি সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়ার মৃত্যু হয় ৷ তাঁকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অপহরণ করে খুন করেছে বলে অভিযোগ ৷ এর প্রতিবাদে বৃহস্পতিবার ময়না ব্রিজ থেকে থানা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা মিছিল করেন শুভেন্দু ৷ তারপর একটি স্মরণসভা হয় অনুষ্ঠিত হয় ৷ তার আগে বুধবার ময়না বিধানসভা এলাকায় 12 ঘণ্টা বনধেরও ডাক দেওয়া হয় বিজেপির তরফে।

এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ জেলা পুলিশ সুপারকে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু । উল্লেখ্য, এদিনই মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় প্রশাসনিক বৈঠক করেন ৷ সম্প্রতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনায় মরদেহের ময়নাতদন্ত নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ এছাড়া রাজ্যের বিভিন্ন হাসপাতালে ময়নাতদন্ত অনেক দেরিতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট প্রশাসনকে 4 ঘণ্টার মধ্যে মৃতদেহের ময়নাতদন্ত করার নির্দেশ দেন ৷ এ প্রসঙ্গে শুভেন্দু কটাক্ষ করে সাংবাদিকদের বলেন, "ওগুলো নাটক ৷ এসব করে মুখ্যমন্ত্রী নিজের ইমেজ তৈরি করছেন ৷" তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে 'চোরের রানি' বলে উল্লেখ করেন।

বিজেপি নেতার আরও অভিযোগ, মমতার পুলিশের উপর মানুষের আর আস্থা নেই ৷ তাই গত দু'বছরে শতাধিক এফআইআর করেছে সিবিআই থেকে শুরু করে এনআইএ-র মতো সংস্থা ৷ ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে খুনের ঘটনায় রাজ্য পুলিশের পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদের কড়া ভাষায় আক্রমণ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ৷

অন্য একটি প্রসঙ্গে তাঁর দাবি, নন্দীগ্রামে সংখ্যালঘু বুথে মমতা বন্দ্যোপাধ্যায় 99 শতাংশ ভোট পেয়েছিলেন । তার পরেও তিনি জিততে পেরেছেন কারণ এখানকার তফশিলি জাতি অধ্যুষিত বুথগুলিতে 90 শতাংশ ভোটই তাঁর পক্ষে গিয়েছে ৷ এদিন তিনি বিজয় কৃষ্ণ ভুঁইয়ার পরিবারকে দু'লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন ৷ পাশাপাশি তাঁর পরিবারের একজনকে চাকরি দেওয়ারও আশ্বাস দেন ৷

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে এনআরসি বিরোধিতায় সোচ্চার মুখ্যমন্ত্রী

Last Updated : May 5, 2023, 11:39 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.