ETV Bharat / state

Suvendu Adhikari : সনাতন ধর্ম ও দেশকে রক্ষা করব বলেই মন্ত্রিত্ব ছেড়েছি, বললেন শুভেন্দু

মহালয়া উপলক্ষ্যে এদিন, নন্দীগ্রামের সোনাচূড়াতে শহীদ পরিবারের হাতে পুজোর উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখানেই তৃণমূল ছাড়াক কারণ ব্যাখ্যা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ৷

Suvendu Adhikari
"সনাতনকে রক্ষা করব, দেশকে রক্ষা করব বলে মন্ত্রীত্ব ছেড়েছি", বললেন শুভেন্দু
author img

By

Published : Oct 6, 2021, 5:40 PM IST

নন্দীগ্রাম, 6 অক্টোবর : কেন্দ্রীয় মন্ত্রিত্ব চলে যাওয়ার পর সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয় ৷ বুধবার নন্দীগ্রামে এক অনুষ্ঠানের মঞ্চ থেকে এই প্রসঙ্গ টেনে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, "শুভেন্দু অধিকারীর কাছে সব ছিল, তিনটি দফতরের মন্ত্রী ৷ ছেড়েছি কেন ? সনাতন ধর্ম ও দেশকে রক্ষা করব বলে ৷"

মহালয়া উপলক্ষ্যে এদিন, নন্দীগ্রামের সোনাচূড়াতে শহীদ পরিবারের হাতে পুজোর উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু । সেই মঞ্চ থেকে তিনি কটাক্ষ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷ তিনি বলেন, "কোনটা উচিৎ কোনটা অনুচিত, এই মুখ্যমন্ত্রী কারও পরামর্শ নিয়ে চলেন না । সংবিধান মেনে চলেন না । মুখ্যমন্ত্রীর তো উচিত ভোটে হেরে মুখ্যমন্ত্রী না হওয়া ৷" তিনি আরও বলেন, "আমি রাজনৈতিক শহীদদের স্মরণের পাশাপাশি ধর্ম যুদ্ধের শহীদদেরও শ্রদ্ধা করি । ভোট পরবর্তী হিংসায় মৃত দেবব্রত মাইতিকে শহীদের মর্যাদা দেওয়া হবে । তাঁকে খুনের অপরাধে ১২ জনকে জেলে ঢুকতে হবে । সবে খেলা শুরু হয়েছে । সেখ সুফিয়ানকে সিবিআই ডাকছে । খেলা তো হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় সিবিআই-এর হাত ধরে কান্নাকাটি করছে । খেলা তো হচ্ছে ৷ ভাইপো কয়লা কাণ্ডে ৯ ঘন্টা জেরার মুখে পড়েছে ।

আরও পড়ুন : Suvendu Adhikari : হামলাকারীদের শেষ দেখে ছাড়ব, তমলুকে হুঙ্কার শুভেন্দুর

এদিন ফের একবার মমতা বন্দ্যোপোধ্যায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে দুর্নীতির প্রসঙ্গ টেনে আক্রমণ করেছেন শুভেন্দু ৷তিনি বলেন, "আমার নামের সিডি বেরিয়েছে । চোর চোর চোট্টা শিশির বাবুর ছেলেটা । এবার যদি আমাদের ছেলেরা বের করে, চোর চোর চোট্টা অভিষেকের পিসিটা । তাহলে কী রকম হবে ?"

নন্দীগ্রাম, 6 অক্টোবর : কেন্দ্রীয় মন্ত্রিত্ব চলে যাওয়ার পর সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয় ৷ বুধবার নন্দীগ্রামে এক অনুষ্ঠানের মঞ্চ থেকে এই প্রসঙ্গ টেনে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, "শুভেন্দু অধিকারীর কাছে সব ছিল, তিনটি দফতরের মন্ত্রী ৷ ছেড়েছি কেন ? সনাতন ধর্ম ও দেশকে রক্ষা করব বলে ৷"

মহালয়া উপলক্ষ্যে এদিন, নন্দীগ্রামের সোনাচূড়াতে শহীদ পরিবারের হাতে পুজোর উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু । সেই মঞ্চ থেকে তিনি কটাক্ষ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷ তিনি বলেন, "কোনটা উচিৎ কোনটা অনুচিত, এই মুখ্যমন্ত্রী কারও পরামর্শ নিয়ে চলেন না । সংবিধান মেনে চলেন না । মুখ্যমন্ত্রীর তো উচিত ভোটে হেরে মুখ্যমন্ত্রী না হওয়া ৷" তিনি আরও বলেন, "আমি রাজনৈতিক শহীদদের স্মরণের পাশাপাশি ধর্ম যুদ্ধের শহীদদেরও শ্রদ্ধা করি । ভোট পরবর্তী হিংসায় মৃত দেবব্রত মাইতিকে শহীদের মর্যাদা দেওয়া হবে । তাঁকে খুনের অপরাধে ১২ জনকে জেলে ঢুকতে হবে । সবে খেলা শুরু হয়েছে । সেখ সুফিয়ানকে সিবিআই ডাকছে । খেলা তো হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় সিবিআই-এর হাত ধরে কান্নাকাটি করছে । খেলা তো হচ্ছে ৷ ভাইপো কয়লা কাণ্ডে ৯ ঘন্টা জেরার মুখে পড়েছে ।

আরও পড়ুন : Suvendu Adhikari : হামলাকারীদের শেষ দেখে ছাড়ব, তমলুকে হুঙ্কার শুভেন্দুর

এদিন ফের একবার মমতা বন্দ্যোপোধ্যায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে দুর্নীতির প্রসঙ্গ টেনে আক্রমণ করেছেন শুভেন্দু ৷তিনি বলেন, "আমার নামের সিডি বেরিয়েছে । চোর চোর চোট্টা শিশির বাবুর ছেলেটা । এবার যদি আমাদের ছেলেরা বের করে, চোর চোর চোট্টা অভিষেকের পিসিটা । তাহলে কী রকম হবে ?"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.