ETV Bharat / state

Suvendu Adhikari : সনাতন ধর্ম ও দেশকে রক্ষা করব বলেই মন্ত্রিত্ব ছেড়েছি, বললেন শুভেন্দু

author img

By

Published : Oct 6, 2021, 5:40 PM IST

মহালয়া উপলক্ষ্যে এদিন, নন্দীগ্রামের সোনাচূড়াতে শহীদ পরিবারের হাতে পুজোর উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখানেই তৃণমূল ছাড়াক কারণ ব্যাখ্যা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ৷

Suvendu Adhikari
"সনাতনকে রক্ষা করব, দেশকে রক্ষা করব বলে মন্ত্রীত্ব ছেড়েছি", বললেন শুভেন্দু

নন্দীগ্রাম, 6 অক্টোবর : কেন্দ্রীয় মন্ত্রিত্ব চলে যাওয়ার পর সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয় ৷ বুধবার নন্দীগ্রামে এক অনুষ্ঠানের মঞ্চ থেকে এই প্রসঙ্গ টেনে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, "শুভেন্দু অধিকারীর কাছে সব ছিল, তিনটি দফতরের মন্ত্রী ৷ ছেড়েছি কেন ? সনাতন ধর্ম ও দেশকে রক্ষা করব বলে ৷"

মহালয়া উপলক্ষ্যে এদিন, নন্দীগ্রামের সোনাচূড়াতে শহীদ পরিবারের হাতে পুজোর উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু । সেই মঞ্চ থেকে তিনি কটাক্ষ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷ তিনি বলেন, "কোনটা উচিৎ কোনটা অনুচিত, এই মুখ্যমন্ত্রী কারও পরামর্শ নিয়ে চলেন না । সংবিধান মেনে চলেন না । মুখ্যমন্ত্রীর তো উচিত ভোটে হেরে মুখ্যমন্ত্রী না হওয়া ৷" তিনি আরও বলেন, "আমি রাজনৈতিক শহীদদের স্মরণের পাশাপাশি ধর্ম যুদ্ধের শহীদদেরও শ্রদ্ধা করি । ভোট পরবর্তী হিংসায় মৃত দেবব্রত মাইতিকে শহীদের মর্যাদা দেওয়া হবে । তাঁকে খুনের অপরাধে ১২ জনকে জেলে ঢুকতে হবে । সবে খেলা শুরু হয়েছে । সেখ সুফিয়ানকে সিবিআই ডাকছে । খেলা তো হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় সিবিআই-এর হাত ধরে কান্নাকাটি করছে । খেলা তো হচ্ছে ৷ ভাইপো কয়লা কাণ্ডে ৯ ঘন্টা জেরার মুখে পড়েছে ।

আরও পড়ুন : Suvendu Adhikari : হামলাকারীদের শেষ দেখে ছাড়ব, তমলুকে হুঙ্কার শুভেন্দুর

এদিন ফের একবার মমতা বন্দ্যোপোধ্যায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে দুর্নীতির প্রসঙ্গ টেনে আক্রমণ করেছেন শুভেন্দু ৷তিনি বলেন, "আমার নামের সিডি বেরিয়েছে । চোর চোর চোট্টা শিশির বাবুর ছেলেটা । এবার যদি আমাদের ছেলেরা বের করে, চোর চোর চোট্টা অভিষেকের পিসিটা । তাহলে কী রকম হবে ?"

নন্দীগ্রাম, 6 অক্টোবর : কেন্দ্রীয় মন্ত্রিত্ব চলে যাওয়ার পর সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয় ৷ বুধবার নন্দীগ্রামে এক অনুষ্ঠানের মঞ্চ থেকে এই প্রসঙ্গ টেনে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, "শুভেন্দু অধিকারীর কাছে সব ছিল, তিনটি দফতরের মন্ত্রী ৷ ছেড়েছি কেন ? সনাতন ধর্ম ও দেশকে রক্ষা করব বলে ৷"

মহালয়া উপলক্ষ্যে এদিন, নন্দীগ্রামের সোনাচূড়াতে শহীদ পরিবারের হাতে পুজোর উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু । সেই মঞ্চ থেকে তিনি কটাক্ষ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷ তিনি বলেন, "কোনটা উচিৎ কোনটা অনুচিত, এই মুখ্যমন্ত্রী কারও পরামর্শ নিয়ে চলেন না । সংবিধান মেনে চলেন না । মুখ্যমন্ত্রীর তো উচিত ভোটে হেরে মুখ্যমন্ত্রী না হওয়া ৷" তিনি আরও বলেন, "আমি রাজনৈতিক শহীদদের স্মরণের পাশাপাশি ধর্ম যুদ্ধের শহীদদেরও শ্রদ্ধা করি । ভোট পরবর্তী হিংসায় মৃত দেবব্রত মাইতিকে শহীদের মর্যাদা দেওয়া হবে । তাঁকে খুনের অপরাধে ১২ জনকে জেলে ঢুকতে হবে । সবে খেলা শুরু হয়েছে । সেখ সুফিয়ানকে সিবিআই ডাকছে । খেলা তো হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় সিবিআই-এর হাত ধরে কান্নাকাটি করছে । খেলা তো হচ্ছে ৷ ভাইপো কয়লা কাণ্ডে ৯ ঘন্টা জেরার মুখে পড়েছে ।

আরও পড়ুন : Suvendu Adhikari : হামলাকারীদের শেষ দেখে ছাড়ব, তমলুকে হুঙ্কার শুভেন্দুর

এদিন ফের একবার মমতা বন্দ্যোপোধ্যায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে দুর্নীতির প্রসঙ্গ টেনে আক্রমণ করেছেন শুভেন্দু ৷তিনি বলেন, "আমার নামের সিডি বেরিয়েছে । চোর চোর চোট্টা শিশির বাবুর ছেলেটা । এবার যদি আমাদের ছেলেরা বের করে, চোর চোর চোট্টা অভিষেকের পিসিটা । তাহলে কী রকম হবে ?"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.