ETV Bharat / state

Soumendu Adhikari: দুর্নীতি মামলায় ফের পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে শুভেন্দুর ভাই সৌমেন্দু - Suvendu Adhikari brother

দুর্নীতি মামলায় আবারও পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)৷ শুক্রবারের পর সোমবার ফের তিনি কাঁথি থানায় হাজির হন ।

Suvendu Adhikari brother Soumendu Adhikari appears in Contai PS for interrogation
দুর্নীতি মামলায় ফের পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে শুভেন্দুর ভাই সৌমেন্দু
author img

By

Published : Oct 10, 2022, 1:00 PM IST

Updated : Oct 10, 2022, 1:56 PM IST

কাঁথি, 10 অক্টোবর: দুর্নীতি মামলায় আবারও পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)৷ শুক্রবারের পর সোমবার ফের কাঁথি থানায় হাজির হলেন তিনি । এ দিন সকাল 10:10-এ কাঁথি থানায় হাজির হন সৌমেন্দু অধিকারী । রাজ্যের বিরোধী দলনেতার ভাইয়ের বিরুদ্ধে কাঁথি পৌরসভার পৌরপ্রধান থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে ।

গত শুক্রবার টানা 10 ঘণ্টা 10 মিনিট সৌমেন্দু অধিকারীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছিলেন কাঁথি থানার তদন্তকারী অফিসাররা । কাঁথি পৌরসভার চেয়ারম্যান থাকার সময় একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে । কখনও কাঁথি শহরে পথবাতি বসানোর নামে কোটি কোটি টাকার দুর্নীতি‌, পৌরসভার রাঙামাটি শ্মশানে স্টল দুর্নীতি মামলা, সারদার লক্ষ লক্ষ টাকার দুর্নীতি, ত্রিপল চুরি মামলা-সহ একাধিক দুর্নীতির অভিযোগে কাঁথি থানায় লিখিত দায়ের হয়েছিল । যদিও সৌমেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের নির্দেশে 30 নভেম্বর পর্যন্ত রক্ষাকবচে আছেন । পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে পারবে, কিন্তু তাঁকে গ্রেফতার করতে পারবে না । এখনও পর্যন্ত কাঁথির দু'বারের পৌরপ্রধান সৌমেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী অফিসাররা ।

আরও পড়ুন: 10 ঘণ্টা 10 মিনিট ! ম্যারাথনে জেরা শেষে সৌমেন্দু জানালেন, 'সোমবার আবার আসতে হবে'

শুক্রবারও সকাল দশটায় কাঁথি থানায় হাজির হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই (Suvendu Adhikari brother)। থানা থেকে সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari ) বেরোন 10 ঘণ্টা 10 মিনিট পর ৷ জিজ্ঞাসাবাদের শেষে থানা থেকে বেরোনোর পর অধিকারী পরিবারের ছোট ছেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আদালতের নির্দেশে এখানে এসেছিলাম । যতটা তদন্তে সহযোগিতা করা আমার পক্ষে সম্ভব ততটাই করেছি । বাকি লড়াইটা আইনি পথেই হবে । আবার আমাকে আগামী সোমবার ডাকা হয়েছে, অবশ্যই আসব । আমার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে তা 2021-এর জানুয়ারি মাসের পর থেকে । কী কারণে হয়েছে সেটা সবাই জানে ৷ জনগণ এর উত্তর দেবে ।"

কাঁথি, 10 অক্টোবর: দুর্নীতি মামলায় আবারও পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)৷ শুক্রবারের পর সোমবার ফের কাঁথি থানায় হাজির হলেন তিনি । এ দিন সকাল 10:10-এ কাঁথি থানায় হাজির হন সৌমেন্দু অধিকারী । রাজ্যের বিরোধী দলনেতার ভাইয়ের বিরুদ্ধে কাঁথি পৌরসভার পৌরপ্রধান থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে ।

গত শুক্রবার টানা 10 ঘণ্টা 10 মিনিট সৌমেন্দু অধিকারীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছিলেন কাঁথি থানার তদন্তকারী অফিসাররা । কাঁথি পৌরসভার চেয়ারম্যান থাকার সময় একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে । কখনও কাঁথি শহরে পথবাতি বসানোর নামে কোটি কোটি টাকার দুর্নীতি‌, পৌরসভার রাঙামাটি শ্মশানে স্টল দুর্নীতি মামলা, সারদার লক্ষ লক্ষ টাকার দুর্নীতি, ত্রিপল চুরি মামলা-সহ একাধিক দুর্নীতির অভিযোগে কাঁথি থানায় লিখিত দায়ের হয়েছিল । যদিও সৌমেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের নির্দেশে 30 নভেম্বর পর্যন্ত রক্ষাকবচে আছেন । পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে পারবে, কিন্তু তাঁকে গ্রেফতার করতে পারবে না । এখনও পর্যন্ত কাঁথির দু'বারের পৌরপ্রধান সৌমেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী অফিসাররা ।

আরও পড়ুন: 10 ঘণ্টা 10 মিনিট ! ম্যারাথনে জেরা শেষে সৌমেন্দু জানালেন, 'সোমবার আবার আসতে হবে'

শুক্রবারও সকাল দশটায় কাঁথি থানায় হাজির হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই (Suvendu Adhikari brother)। থানা থেকে সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari ) বেরোন 10 ঘণ্টা 10 মিনিট পর ৷ জিজ্ঞাসাবাদের শেষে থানা থেকে বেরোনোর পর অধিকারী পরিবারের ছোট ছেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আদালতের নির্দেশে এখানে এসেছিলাম । যতটা তদন্তে সহযোগিতা করা আমার পক্ষে সম্ভব ততটাই করেছি । বাকি লড়াইটা আইনি পথেই হবে । আবার আমাকে আগামী সোমবার ডাকা হয়েছে, অবশ্যই আসব । আমার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে তা 2021-এর জানুয়ারি মাসের পর থেকে । কী কারণে হয়েছে সেটা সবাই জানে ৷ জনগণ এর উত্তর দেবে ।"

Last Updated : Oct 10, 2022, 1:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.