ETV Bharat / state

Suvendu Adhikari: 'পিসি-ভাইপো যত বেশি কাঁথিতে আসবে বিজেপি তত জিতবে', কটাক্ষ শুভেন্দুর

author img

By

Published : Nov 19, 2022, 9:40 PM IST

Updated : Nov 19, 2022, 9:59 PM IST

ফের শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷ শনিবার রামনগরে তিনি কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Suvendu Adhikari criticises TMC Leadership) ৷

ETV Bharat
suvendu adhikari attacks tmc

কাঁথি, 19 নভেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্বকে ফের কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ও তাঁর কারাদণ্ডের দাবিতে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari) ৷

শুভেন্দু অধিকারী বলেন,"আন্দোলন আরও শক্তিশালী করতে হবে । তীব্র থেকে আরও তীব্রতর করতে হবে । আর এই মন্ত্রীর বরখাস্ত ও গ্রেফতারি চাই । আগামিদিনে পঞ্চায়েত নির্বাচনের যে সুযোগ আসবে, আপনারা বুঝিয়ে দেবেন রামনগরের মাটি দুর্জয় ঘাঁটি । বুঝে নাও দুর্বৃত্ত । আমাদের পড়শি রাজ্য ওড়িশার ভগিনী, আমাদের মাতা, তাঁর অপমান রামনগর মানছে না, মানবে না । এটা প্রমাণ করার দায়িত্ব ধর্ম-বর্ণ নির্বিশেষে রামনগরের জনগণের ।"

আরও পড়ুন: বোসের সঙ্গে ফোনালাপে মমতার আনন্দ বিনিময়

এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari attacks Mamata Banerjee and Abhishek Banerjee) ৷ তিনি বলেন, "3 ডিসেম্বর কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে । বিধানসভা ভোটের আগে উত্তর কাঁথি এলাকায় ভাইপো এসে বলেছিল তোর বাপকে ডাক । আমি হেরেছি? অরূপ দাস হেরেছেন? না সুমিতা সিনহা হেরেছেন? পিসি ও ভাইপো যতবার কাঁথিতে আসবে ততই বিজেপির ভোট বাড়বে ।"

ফের শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূল নেতৃত্ব

একইসঙ্গে অখিল গিরিকে তাঁর কটাক্ষ, "এই এলাকার বিধায়ক এক টাকা, দু'টাকা করে চায় । চা দোকানে চা খেয়ে টাকা না-দিয়ে চলে যায় । এর সোর্স অফ ইনকাম কি? আমার পরিবারের তো বিজনেস রয়েছে । এখানে যত লোক বিধায়ক রয়েছেন তাদের নিজস্ব কিছু না কিছু সোর্স অফ ইনকাম রয়েছে ।"

কাঁথি, 19 নভেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্বকে ফের কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ও তাঁর কারাদণ্ডের দাবিতে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari) ৷

শুভেন্দু অধিকারী বলেন,"আন্দোলন আরও শক্তিশালী করতে হবে । তীব্র থেকে আরও তীব্রতর করতে হবে । আর এই মন্ত্রীর বরখাস্ত ও গ্রেফতারি চাই । আগামিদিনে পঞ্চায়েত নির্বাচনের যে সুযোগ আসবে, আপনারা বুঝিয়ে দেবেন রামনগরের মাটি দুর্জয় ঘাঁটি । বুঝে নাও দুর্বৃত্ত । আমাদের পড়শি রাজ্য ওড়িশার ভগিনী, আমাদের মাতা, তাঁর অপমান রামনগর মানছে না, মানবে না । এটা প্রমাণ করার দায়িত্ব ধর্ম-বর্ণ নির্বিশেষে রামনগরের জনগণের ।"

আরও পড়ুন: বোসের সঙ্গে ফোনালাপে মমতার আনন্দ বিনিময়

এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari attacks Mamata Banerjee and Abhishek Banerjee) ৷ তিনি বলেন, "3 ডিসেম্বর কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে । বিধানসভা ভোটের আগে উত্তর কাঁথি এলাকায় ভাইপো এসে বলেছিল তোর বাপকে ডাক । আমি হেরেছি? অরূপ দাস হেরেছেন? না সুমিতা সিনহা হেরেছেন? পিসি ও ভাইপো যতবার কাঁথিতে আসবে ততই বিজেপির ভোট বাড়বে ।"

ফের শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূল নেতৃত্ব

একইসঙ্গে অখিল গিরিকে তাঁর কটাক্ষ, "এই এলাকার বিধায়ক এক টাকা, দু'টাকা করে চায় । চা দোকানে চা খেয়ে টাকা না-দিয়ে চলে যায় । এর সোর্স অফ ইনকাম কি? আমার পরিবারের তো বিজনেস রয়েছে । এখানে যত লোক বিধায়ক রয়েছেন তাদের নিজস্ব কিছু না কিছু সোর্স অফ ইনকাম রয়েছে ।"

Last Updated : Nov 19, 2022, 9:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.