ETV Bharat / state

নারদার FIR থেকে নাম খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু - কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী

CBI-র দায়ের করা FIR-কে অবৈধ ঘোষণা করে নিজেদের নাম খারিজ করার দাবিতে ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অপরূপা ও ইকবাল ৷ সেই মামলার শুনানি চলছে বিচারপতি জয়মাল্য বাগচির সিঙ্গল বেঞ্চে ৷ এবার নিজের নাম খারিজের আবেদন জানালেন শুভেন্দু অধিকারী ।

হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু
author img

By

Published : Nov 13, 2019, 9:41 PM IST

কলকাতা, 13 নভেম্বর : নারদা স্টিং অপারেশন মামলায় নাম জড়িয়েছে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর ৷ মামলা থেকে নিজের নাম খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি ৷ নারদা মামলার FIR-এ শুভেন্দুর নাম রেখেছিল CBI ।

নারদা কাণ্ডে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতানেত্রীদের টাকা নেওয়ার ভিডিয়ো ফুটেজ (যার সত্যতা তদন্ত সাপেক্ষ) প্রকাশ্যে আসার পর কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে CBI ৷ এই ভিডিয়োতে অপরূপা পোদ্দার, ইকবাল আহমেদ সহ রাজ্যের শাসকদলের একাধিক নেতানেত্রীদের টাকা নিতে দেখা গিয়েছিল ৷ যাদের মধ্যে ছিলেন শুভেন্দু অধিকারীও ৷

CBI-র দায়ের করা FIR-কে অবৈধ ঘোষণা করে নিজেদের নাম খারিজ করার দাবিতে ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অপরূপা ও ইকবাল ৷ সেই মামলার শুনানি চলছে বিচারপতি জয়মাল্য বাগচির সিঙ্গল বেঞ্চে ৷ এবার নিজের নাম খারিজের আবেদন জানালেন শুভেন্দু ৷

মামলার শেষ শুনানিতে CBI-র তরফে আইনজীবী আদালতকে জানান, অ্যামেরিকা ও গুজরাতের গান্ধিনগর থেকে এখনও ভিডিয়ো ফুটেজের ফরেনসিক রিপোর্ট আসেনি ৷ নারদা স্টিং অপারেশনের আসল ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে । CBI-এর হাতে যে ফুটেজটি এসেছে, সেটির সত্য-মিথ্যা যাচাই করতে পাঠানো হয়েছে বিদেশে ৷

অন্যদিকে, গুজরাতের গান্ধিনগরে কণ্ঠস্বর পরীক্ষার জন্য যে নথি পাঠানো হয়েছিল, সেই রিপোর্টও এখনও আসেনি ৷ যদিও অভিযুক্ত বিধায়ক, সাংসদদের হেপাজতে নেওয়ার প্রক্রিয়া CBI শুরু করতে চলেছে বলে হাইকোর্টে জানান তাদের আইনজীবী ৷ সেই মতো, CBI দপ্তরে একাধিক সাংসদ ও বিধায়ককে তাঁদের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছে ৷ শুভেন্দুও দপ্তরে এসে নমুনা দিয়ে গিয়েছেন ৷

কলকাতা, 13 নভেম্বর : নারদা স্টিং অপারেশন মামলায় নাম জড়িয়েছে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর ৷ মামলা থেকে নিজের নাম খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি ৷ নারদা মামলার FIR-এ শুভেন্দুর নাম রেখেছিল CBI ।

নারদা কাণ্ডে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতানেত্রীদের টাকা নেওয়ার ভিডিয়ো ফুটেজ (যার সত্যতা তদন্ত সাপেক্ষ) প্রকাশ্যে আসার পর কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে CBI ৷ এই ভিডিয়োতে অপরূপা পোদ্দার, ইকবাল আহমেদ সহ রাজ্যের শাসকদলের একাধিক নেতানেত্রীদের টাকা নিতে দেখা গিয়েছিল ৷ যাদের মধ্যে ছিলেন শুভেন্দু অধিকারীও ৷

CBI-র দায়ের করা FIR-কে অবৈধ ঘোষণা করে নিজেদের নাম খারিজ করার দাবিতে ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অপরূপা ও ইকবাল ৷ সেই মামলার শুনানি চলছে বিচারপতি জয়মাল্য বাগচির সিঙ্গল বেঞ্চে ৷ এবার নিজের নাম খারিজের আবেদন জানালেন শুভেন্দু ৷

মামলার শেষ শুনানিতে CBI-র তরফে আইনজীবী আদালতকে জানান, অ্যামেরিকা ও গুজরাতের গান্ধিনগর থেকে এখনও ভিডিয়ো ফুটেজের ফরেনসিক রিপোর্ট আসেনি ৷ নারদা স্টিং অপারেশনের আসল ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে । CBI-এর হাতে যে ফুটেজটি এসেছে, সেটির সত্য-মিথ্যা যাচাই করতে পাঠানো হয়েছে বিদেশে ৷

অন্যদিকে, গুজরাতের গান্ধিনগরে কণ্ঠস্বর পরীক্ষার জন্য যে নথি পাঠানো হয়েছিল, সেই রিপোর্টও এখনও আসেনি ৷ যদিও অভিযুক্ত বিধায়ক, সাংসদদের হেপাজতে নেওয়ার প্রক্রিয়া CBI শুরু করতে চলেছে বলে হাইকোর্টে জানান তাদের আইনজীবী ৷ সেই মতো, CBI দপ্তরে একাধিক সাংসদ ও বিধায়ককে তাঁদের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছে ৷ শুভেন্দুও দপ্তরে এসে নমুনা দিয়ে গিয়েছেন ৷

Intro:নারদা স্টিং অপারেশন ঃঃএফ আই আর থেকে নিজের নাম খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী Body:
মানস নস্কর

নারদা স্টিং অপারেশনঃ এফ আই আর থেকে নিজের নাম খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ এবার রাজ্যের মন্ত্রী সুভেন্দু অধিকারী

কলকাতা ১৩ নভেম্বর ঃ
নারদা স্টিং অপারেশন সংক্রান্ত যে অভিযোগ দায়ের করেছিল সিবিআই, সেখান থেকে নিজের নাম খারিজের আবেদন জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

নারদা কাণ্ডে তৃণমূলের প্রভাবশালী নেতা নেত্রীদের টাকা নেওয়ার ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পর কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে সিবিআই৷ নারদা কাণ্ডের স্টিং ভিডিও ফুটেজে অপরুপা পোদ্দার, ইকবাল আহমেদ সহ রজ্যের একাধিক শাসক দলের নেতা নেত্রীকে টাকা নিতে দেখা গিয়েছিল।তার মধ্যে শুভেন্দু অধিকারীও ছিলেন। এরপরই সিবিআই এর দায়ের করা এফআইআরকে অবৈধ ঘোষণা করে নিজেদের নাম খারিজ করার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অপরুপা পোদ্দার এবং ইকবাল আহমেদ। সেই মামলারই শুনানি চলছে বিচারপতি জয়মাল্য বাগচির সিংগল বেঞ্চে।সেই অভিযোগ থেকে নিজের নাম খারিজের এবার আবেদন জানালেন রাজ্যের শাসক দলের এই হেবিওয়েট সদস্য।


এর আগে নারদা মামলার শেষ শুনানিতেও সিবিআইয়ের তরফে আইনজীবী জানিয়েছিলেন, আমেরিকা ও গুজরাটের গান্ধী নগর থেকে এখনো কোনো রিপোর্ট আসেনি।নারদা স্টিং অপারেশনের আসল ফুটেজ যেহেতু ডিলিট হয়ে গেছিল। তাই এই ফুটেজের সত্য মিথ্যা যাচাই করতে পাঠানো হয়েছে। সংস্থাই বলতে পারে ফুটেজগুলো আসল না নকল।সেটার রিপোর্ট এখনো আমেরিকা থেকে আসেনি। অন্যদিকে গুজরাটের গান্ধী নগরে ভয়েজ টেস্টের জন্য যে সমস্ত নথি পাঠানো হয়েছিল সেই রিপোর্ট ও এখনো আসে নি।যদিও বিধায়ক, সাংসদদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া সিবিআই শুরু করতে চলেছে বলে হাইকোর্টে জানিয়েছিলেন আইনজীবী। সেই মত ইতিমধ্যেই সিবিআই দপ্তরে একাধিক সাংসদ বিধায়ককে ভয়েজ টেস্টের জন্য ডেকে ও পাঠানো হয়েছে। শুভেন্দু অধিকারীও সিবিআই দপ্তরে এসে ভয়েজ টেস্ট দিয়ে গেছেন। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.