ETV Bharat / state

Suvendu Adhikari Alleges TMC Again : আমার এমপি কোটা থেকে 7 শতাংশ কমিশন দিতে হত : শুভেন্দু - suvendu adhikari alleges tmc to pay commission from MP quota

স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্তের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য বিধানসভার (Suvendu Adhikari Alleges TMC Again) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷

Suvendu Adhikari Alleged In Mahishadal
আমার এমপি কোটা থেকে 7 শতাংশ কমিশন দিতে হত: শুভেন্দু
author img

By

Published : Dec 16, 2021, 7:43 AM IST

Updated : Dec 16, 2021, 8:45 AM IST

মহিষাদল, 16 ডিসেম্বর: স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্তের জন্মদিন ছিল বুধবার। এদিন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে এসে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মল্লিক-সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের পাশাপাশি তিনি রাজ্যের শাসক দল তৃণমূলের উদ্দেশ্যে নাম না-করে বলেন (Suvendu Adhikari Alleges TMC Again), " আমার এমপি কোটা থেকে 7 শতাংশ করে এদের কমিশন দিতে হত। " পাশাপাশি তিনি আরও বলেন, " আজকে এখানে কিছু ল্যাম্পপোস্ট মন্ত্রীরা এসেছিলেন। "

শুভেন্দু অধিকারীর আক্রমণের পাল্টা রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি বলেন, "পূর্ব মেদিনীপুর কেন সারা বাংলা জানে। সে তো বাচ্চা, তার বাপকে আমি তৃণমূলের ঝাণ্ডা ধরিয়ে ছিলাম। তার বাপ-সহ তার পুরো পরিবারকে আমি তৃণমূলের ঝাণ্ডা ধরিয়ে ছিলাম । আর কাটমানির কথা বলছে, সে তো অনেকগুলি দফতরের মন্ত্রী ছিল। সে আরও ভাল বলতে পারবে ৷"

আমার এমপি কোটা থেকে 7 শতাংশ কমিশন দিতে হত : শুভেন্দু

আরও পড়ুন: সিঙ্গুরের পর নন্দীগ্রামে আন্দোলনে নামার পরিকল্পনা বিজেপির

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন," বাংলার পুলিশ কাজ করছে না। তোলা আদায় এবং পিসি-ভাইপোর সেবা করা নিয়ে তারা এখন ব্যস্ত। বাংলার পুলিশ দলদাস পুলিশে পরিণত হয়েছে। " তারপর শুভেন্দু অধিকারীর হাত ধরে বেশ কয়েকজন অন্যান্য রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদান করেন।

মহিষাদল, 16 ডিসেম্বর: স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্তের জন্মদিন ছিল বুধবার। এদিন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে এসে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মল্লিক-সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের পাশাপাশি তিনি রাজ্যের শাসক দল তৃণমূলের উদ্দেশ্যে নাম না-করে বলেন (Suvendu Adhikari Alleges TMC Again), " আমার এমপি কোটা থেকে 7 শতাংশ করে এদের কমিশন দিতে হত। " পাশাপাশি তিনি আরও বলেন, " আজকে এখানে কিছু ল্যাম্পপোস্ট মন্ত্রীরা এসেছিলেন। "

শুভেন্দু অধিকারীর আক্রমণের পাল্টা রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি বলেন, "পূর্ব মেদিনীপুর কেন সারা বাংলা জানে। সে তো বাচ্চা, তার বাপকে আমি তৃণমূলের ঝাণ্ডা ধরিয়ে ছিলাম। তার বাপ-সহ তার পুরো পরিবারকে আমি তৃণমূলের ঝাণ্ডা ধরিয়ে ছিলাম । আর কাটমানির কথা বলছে, সে তো অনেকগুলি দফতরের মন্ত্রী ছিল। সে আরও ভাল বলতে পারবে ৷"

আমার এমপি কোটা থেকে 7 শতাংশ কমিশন দিতে হত : শুভেন্দু

আরও পড়ুন: সিঙ্গুরের পর নন্দীগ্রামে আন্দোলনে নামার পরিকল্পনা বিজেপির

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন," বাংলার পুলিশ কাজ করছে না। তোলা আদায় এবং পিসি-ভাইপোর সেবা করা নিয়ে তারা এখন ব্যস্ত। বাংলার পুলিশ দলদাস পুলিশে পরিণত হয়েছে। " তারপর শুভেন্দু অধিকারীর হাত ধরে বেশ কয়েকজন অন্যান্য রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদান করেন।

Last Updated : Dec 16, 2021, 8:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.