নন্দকুমার (পূর্ব মেদিনীপুর), 24 সেপ্টেম্বর : এবার লক্ষ্মীর ভাণ্ডার (Laxmi Bhandar) নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা ঘুরপথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ব্যবহার করা হচ্ছে ৷ এই নিয়ে তাঁর কাছে তথ্য প্রমাণ রয়েছে ৷ তিনি শীঘ্রই এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ জানাবেন ৷
শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক শুভেন্দু অধিকারী । সেখানে তিনি এই নিয়ে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের বিরুদ্ধে ৷ পরে এই নিয়ে টুইটও করেন তিনি ৷
টুইটে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ ও সামাজিক উন্নয়ন দফতর কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা বিভিন্ন প্রকল্পে ঘুরপথে ব্যবহার করছেন ৷ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও সেই টাকা ব্যবহার করা হচ্ছে ৷
পরবর্তী বেশ কয়েকটি টুইটে শুভেন্দু দাবি করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দায়িত্ব রাজ্য সরকারের ৷ কিন্তু দেউলিয়া সরকার কেন্দ্রের দেওয়া টাকার অপব্যবহার করে সেই প্রকল্প চালাচ্ছে ৷ মিড ডে মিল ও আইসিডিএস প্রকল্পের টাকা ব্যবহার করা হচ্ছে ৷ এই নিয়ে তাঁর কাছে প্রমাণ আছে ৷ তিনি তা কেন্দ্রীয় সরকারকে দেবেন ৷
-
West Bengal Government's Department of Women & Child Development and Social Welfare, has been diverting Central Government funds allocated for different schemes, as well as funds received under wage & means head, to foot the bill of the Lakshmir Bhandar scheme.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">West Bengal Government's Department of Women & Child Development and Social Welfare, has been diverting Central Government funds allocated for different schemes, as well as funds received under wage & means head, to foot the bill of the Lakshmir Bhandar scheme.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 24, 2022West Bengal Government's Department of Women & Child Development and Social Welfare, has been diverting Central Government funds allocated for different schemes, as well as funds received under wage & means head, to foot the bill of the Lakshmir Bhandar scheme.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 24, 2022
প্রসঙ্গত, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়ার অভিযোগ আগেও শুভেন্দু করেছেন ৷ এই নিয়ে তিনি চিঠিও লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) ৷ এর পর কেন্দ্রীয় সরকারকে সক্রিয় হতে দেখা যায় ৷ একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসে ৷ একাধিক প্রকল্পের টাকাও আটকে যায় বলে সূত্রের খবর ৷ ফলে শুভেন্দুর এদিনের বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পও বন্ধ হয়ে যাবে ৷
অন্যদিকে এদিন তিনি তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে দুর্নীতি নিয়ে তোপ দাগেন ৷ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো নিয়ে কটাক্ষ করেন ৷ সম্প্রতি দীপক খাটুয়া নামে এক বিজেপি (BJP) কর্মী পূর্ব মেদিনীপুরে আক্রান্ত হন ৷ সেই নিয়ে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ পুলিশ, সিআইডির বিরুদ্ধে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ করেন তিনি ৷
আরও পড়ুন : 'ডিসেম্বরের পরে এই সরকার চলবে না, চলতে দেওয়া হবে না', হুংকার শুভেন্দুর