ETV Bharat / state

Specially Abled Man from Chandrakona : দুর্ঘটনায় বাদ গিয়েছে পা, মেলেনি সরকারি সাহায্য! সংসার চালাতে ছাতাই ভরসা গণেশের - story of specially abled man ganesh from chandrakona

সংসারের কাজ সামলে গণেশকে (specially abled man ganesh from chandrakona) ছাতা তৈরির কাজে সাহায্য করেন তাঁর স্ত্রী ৷ এই গরমে সাংসার টানতে ছাতাই তাই এখন ভরসা এই দম্পতির ৷

Man from Chandrakona
বাদ গিয়েছে পা সংসার চালাতে ছাতাই ভরসা গণেশের
author img

By

Published : Apr 29, 2022, 10:24 PM IST

কলকাতা, 29 এপ্রিল : দুর্ঘটনায় বাদ গিয়েছে ডান পা, মেলেনি সরকারি কোনও সাহায্য । এই তীব্র দাবদাহের মধ্যে তাই ছাতা তৈরি করেই সংসার চালাচ্ছেন চন্দ্রকোনার কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের দরবস্তি বালা গ্রামের 27 বছরের যুবক গণেশ শাল । সংসারের কাজ সামলে গণেশের এই কাজে সাহায্য করেন তাঁর স্ত্রী মালা । প্রচন্ড দাবদাহে ঘামে ভিজে মাটির বাড়ির উঠানে স্বামী-স্ত্রী মিলে তৈরি করে চলেছেন ছাতা ৷ গণেশ ও মালার একটি তিন বছরের পুত্র সন্তানও রয়েছে । সংসার চালানোর পাশাপাশি সন্তানকে বড় করার স্বপ্নে তাই ছাতা বানিয়েই সংসারের হাল ধরছেন শাল দম্পতি ৷

পরিবারের একমাত্র রোজগেরে গণেশ ৷ বছরখানেক আগে কোভিড কালে তাঁর ডান পা বাদ গিয়েছে (Specially Abled Man from Chandrakona) ৷ আগে মার্বেল পাথর বসানোর কাজ করতেন গণেশ ৷ এই পাথর বসানোর কাজ করতে গিয়ে একদিন পায়ে পাথর পড়ে চোট পান গণেশ ৷ পরিস্থিতি ক্রমে খারাপের দিকে যাওয়ায় অস্ত্রোপচার করে তাঁর ডান পা বাদ দিতে হয় ৷ এরপর সংসারের হাল ধরতে ছাতা তৈরির কাজ শুরু করেন তিনি ৷ গণেশ জানিয়েছেন, ঘাটালের রাধানগরের ঈশ্বরপুরের এক মহাজনের কাছ থেকে ছাতা তৈরির সব সামগ্রী নিয়ে এসে এক সপ্তাহের মধ্যে 600টি ছাতা বানিয়ে আবার সেগুলি দিয়ে আসতে হয় । এক পায়ে ভর করেই টোটোতে চেপে সপ্তাহে দু'বার যাতায়াত করতে হয় তাঁকে । সপ্তাহের শেষে মহাজনের থেকে মজুরি হিসাবে মেলে 1000-1200 টাকা ৷

বাদ গিয়েছে পা সংসার চালাতে ছাতাই ভরসা গণেশের

আরও পড়ুন : জলের জারে নামী কোম্পানির লেবেল লাগিয়ে বিক্রি ! ইবি হানা দিতেই ফুড়ুৎ মালিক

গণেশ জানিয়েছেন পা বাদ যাওয়ার পর তিনি চেষ্টা করেছিলেন প্রতিবন্ধী ভাতার জন্য নাম তুলতে, নাম ওঠেনি ৷ স্থানীয় বিধায়কের থেকে একটি হুইল চেয়ার ছাড়া আর কোনও সাহায্য মেলেনি ৷ সরকারি সাহায্যের অপেক্ষায় থেকে ছাতা তৈরি করেই আপাতত কোনওরকমে সংসার চালাচ্ছেন গণেশ ৷ তাঁর আশা স্থানীয় প্রশাসন তাঁর সাহায্যে এগিয়ে আসবে ৷

কলকাতা, 29 এপ্রিল : দুর্ঘটনায় বাদ গিয়েছে ডান পা, মেলেনি সরকারি কোনও সাহায্য । এই তীব্র দাবদাহের মধ্যে তাই ছাতা তৈরি করেই সংসার চালাচ্ছেন চন্দ্রকোনার কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের দরবস্তি বালা গ্রামের 27 বছরের যুবক গণেশ শাল । সংসারের কাজ সামলে গণেশের এই কাজে সাহায্য করেন তাঁর স্ত্রী মালা । প্রচন্ড দাবদাহে ঘামে ভিজে মাটির বাড়ির উঠানে স্বামী-স্ত্রী মিলে তৈরি করে চলেছেন ছাতা ৷ গণেশ ও মালার একটি তিন বছরের পুত্র সন্তানও রয়েছে । সংসার চালানোর পাশাপাশি সন্তানকে বড় করার স্বপ্নে তাই ছাতা বানিয়েই সংসারের হাল ধরছেন শাল দম্পতি ৷

পরিবারের একমাত্র রোজগেরে গণেশ ৷ বছরখানেক আগে কোভিড কালে তাঁর ডান পা বাদ গিয়েছে (Specially Abled Man from Chandrakona) ৷ আগে মার্বেল পাথর বসানোর কাজ করতেন গণেশ ৷ এই পাথর বসানোর কাজ করতে গিয়ে একদিন পায়ে পাথর পড়ে চোট পান গণেশ ৷ পরিস্থিতি ক্রমে খারাপের দিকে যাওয়ায় অস্ত্রোপচার করে তাঁর ডান পা বাদ দিতে হয় ৷ এরপর সংসারের হাল ধরতে ছাতা তৈরির কাজ শুরু করেন তিনি ৷ গণেশ জানিয়েছেন, ঘাটালের রাধানগরের ঈশ্বরপুরের এক মহাজনের কাছ থেকে ছাতা তৈরির সব সামগ্রী নিয়ে এসে এক সপ্তাহের মধ্যে 600টি ছাতা বানিয়ে আবার সেগুলি দিয়ে আসতে হয় । এক পায়ে ভর করেই টোটোতে চেপে সপ্তাহে দু'বার যাতায়াত করতে হয় তাঁকে । সপ্তাহের শেষে মহাজনের থেকে মজুরি হিসাবে মেলে 1000-1200 টাকা ৷

বাদ গিয়েছে পা সংসার চালাতে ছাতাই ভরসা গণেশের

আরও পড়ুন : জলের জারে নামী কোম্পানির লেবেল লাগিয়ে বিক্রি ! ইবি হানা দিতেই ফুড়ুৎ মালিক

গণেশ জানিয়েছেন পা বাদ যাওয়ার পর তিনি চেষ্টা করেছিলেন প্রতিবন্ধী ভাতার জন্য নাম তুলতে, নাম ওঠেনি ৷ স্থানীয় বিধায়কের থেকে একটি হুইল চেয়ার ছাড়া আর কোনও সাহায্য মেলেনি ৷ সরকারি সাহায্যের অপেক্ষায় থেকে ছাতা তৈরি করেই আপাতত কোনওরকমে সংসার চালাচ্ছেন গণেশ ৷ তাঁর আশা স্থানীয় প্রশাসন তাঁর সাহায্যে এগিয়ে আসবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.