ETV Bharat / state

কোরোনামুক্ত মন্ত্রী সৌমেন মহাপাত্র, রয়েছেন হোম আইসোলেশনেই

author img

By

Published : Sep 4, 2020, 1:31 PM IST

কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পর থেকে বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর । প্রায় 12 দিনের মাথায় কোরোনামুক্ত হলেন তিনি ।

ছবি
ছবি

পাঁশকুড়া, 4 সেপ্টেম্বর : কোরোনা থেকে সুস্থ হয়ে হলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র । গতকাল সকালেই তাঁর কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে । আপাতত হোম আইসোলেশনেই থাকবেন তিনি । গতকালই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও 11 জন‌ । তাদের সকলকেই 14 দিন হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য় বিভাগ ।

অগাস্টের মাঝে হঠাৎই একদিন অসুস্থ হয়ে পড়েন সৌমেন মহাপাত্র । পরে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে কোরোনা পরীক্ষা করান । 23 তারিখ রিপোর্ট পজ়িটিভ আসে । তারপর থেকে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি । আর গতকাল তাঁর রিপোর্ট নেগেটিভ আসে । ফেসবুকে তিনি লেখেন, "চিকিৎসকের পরামর্শ মেনে, ভগবানের আশীর্বাদে ও আপনাদের ঐকান্তিক ভালবাসায় আমি আজ বিপন্মুক্ত । আমার রিপোর্ট নেগেটিভ । সবাই ভালো ও সুস্থ থাকুন । সরকারি নির্দেশিকা মেনে চলুন ।"

গতকালই পাঁশকুড়ার কোরোনা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 11 জন । তাদের মধ্যে রয়েছে পাঁশকুড়ার একজন, তমলুকের চারজন ,হলদিয়ার একজন ,কোলাঘাটের দু'জন ও মহিষাদলের তিনজন বাসিন্দা । তাদের সকলকেই 14 দিন বাড়িতে থাকতে বলা হয়েছে ।

এ বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল জানিয়েছেন, মন্ত্রী সৌমেন মহাপাত্র কোরোনার সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন । বাড়িতে থেকেই চিকিৎসা করে তিনি সম্পূর্ণ সুস্থ । আরও কয়েকটা দিন তাঁকে বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে । পাঁশকুড়ার কোরোনা হাসপাতাল থেকে যারা ছুটি পেয়েছে তাদেরও আগামী 14 দিন হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ।

পাঁশকুড়া, 4 সেপ্টেম্বর : কোরোনা থেকে সুস্থ হয়ে হলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র । গতকাল সকালেই তাঁর কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে । আপাতত হোম আইসোলেশনেই থাকবেন তিনি । গতকালই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও 11 জন‌ । তাদের সকলকেই 14 দিন হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য় বিভাগ ।

অগাস্টের মাঝে হঠাৎই একদিন অসুস্থ হয়ে পড়েন সৌমেন মহাপাত্র । পরে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে কোরোনা পরীক্ষা করান । 23 তারিখ রিপোর্ট পজ়িটিভ আসে । তারপর থেকে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি । আর গতকাল তাঁর রিপোর্ট নেগেটিভ আসে । ফেসবুকে তিনি লেখেন, "চিকিৎসকের পরামর্শ মেনে, ভগবানের আশীর্বাদে ও আপনাদের ঐকান্তিক ভালবাসায় আমি আজ বিপন্মুক্ত । আমার রিপোর্ট নেগেটিভ । সবাই ভালো ও সুস্থ থাকুন । সরকারি নির্দেশিকা মেনে চলুন ।"

গতকালই পাঁশকুড়ার কোরোনা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 11 জন । তাদের মধ্যে রয়েছে পাঁশকুড়ার একজন, তমলুকের চারজন ,হলদিয়ার একজন ,কোলাঘাটের দু'জন ও মহিষাদলের তিনজন বাসিন্দা । তাদের সকলকেই 14 দিন বাড়িতে থাকতে বলা হয়েছে ।

এ বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল জানিয়েছেন, মন্ত্রী সৌমেন মহাপাত্র কোরোনার সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন । বাড়িতে থেকেই চিকিৎসা করে তিনি সম্পূর্ণ সুস্থ । আরও কয়েকটা দিন তাঁকে বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে । পাঁশকুড়ার কোরোনা হাসপাতাল থেকে যারা ছুটি পেয়েছে তাদেরও আগামী 14 দিন হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.