ETV Bharat / state

সংকট জেনে রক্ত দিলেন SP - Corona virus

কোরোনার জেরে দেশজুড়ে লকডাউন ৷ ভিড় এড়াতে বন্ধ হয়েছে সব কিছু ৷ বন্ধ করে দেওয়া হয়েছে জেলায় জেলায় রক্তদান শিবির ৷ যার ফলে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে রক্ত সংকট ৷ এই রক্ত সংকটে জর্জরিত পূর্ব মেদিনীপুরও ৷ নির্দিষ্ট দিনে রক্ত পাচ্ছেন থ্যালাসেমিয়ার রোগীরা ৷ তাই এই সংকট মেটাতে একটি ছোটো রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল তমলুক জেলা হাসপাতালে ৷ খবর পেয়ে খোদ রক্ত দিয়ে আসেন জেলা পুলিশ সুপার ৷

রক্তদান শিবির
রক্তদান শিবির
author img

By

Published : Mar 31, 2020, 5:41 PM IST

তমলুক, 31 মার্চ : জেলায় রক্ত সংকট জানতে পেরে হাসপাতালে গিয়ে রক্ত দিলেন জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় ৷ লকডাউনে রক্তের আকাল দেখা দিয়েছে ৷ তাই তমলুক জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে জরুরি ভিত্তিতে আয়োজন করা হয় রক্তদান শিবিরের ৷ সেখানেই জেলা পুলিশ সুপার রক্তদান করেন ৷ তাঁর সঙ্গে আরও 36 জন দাতা আজ রক্ত দেন ৷

স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, লকডাউনের ফলে পূর্ব মেদিনীপুরজুড়ে যে রক্তদান শিবির করা হত, তা বন্ধ হয়ে গিয়েছে ৷ এক শিবিরে কমপক্ষে 100জন একসঙ্গে রক্তদান করে থাকেন ৷ ফলে ভিড় হয় ৷ তাই কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে রাজ্য সরকার ও কেন্দ্রের ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়, ছোটো ছোটো রক্তদান শিবির করতে হবে ৷ যেখানে কোনওভাবেই 40জনের বেশি রক্তদাতা উপস্থিত থাকবেন না ৷ তাই জেলায় এককালীন বেশি পরিমাণে রক্ত সংগ্রহের কাজ বন্ধ ৷

রক্তদান শিবির
রক্তদানের পর জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্য়ায়ের হাতে একটি সার্টিফিকেট তুলে দেওয়া হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে

জেলার তথ্য অনুযায়ী, পূর্ব মেদিনীপুরে থ্যালাসেমিয়া রোগীদের জন্য প্রতি মাসে প্রায় 600 ইউনিট রক্তের প্রয়োজন হয় ৷ ব্লাড ব্যাঙ্কে রক্ত-সংকট থাকায় তাঁরা নির্দিষ্ট দিনে রক্ত পাচ্ছেন না ৷ এই পরিস্থিতিতে আজ তমলুক ভলান্টিয়রি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে একটি ছোটো রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷ খবর পেয়ে সেখানেই রক্তদান করলেন ইন্দিরা মুখোপাধ্যায় ৷

তমলুক ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্পাদক শুকদেব চট্টোপাধ্যায় বলেন, "আমরা এই কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য রক্তদান শিবিরের আয়োজন করেছি ৷ আজ এই শিবিরে প্রায় 40 জন রক্ত দিতে পারবেন ৷ রক্ত সংকটের কথা জেনে পুলিশ সুপার নিজে রক্ত দিয়েছেন ৷ আশা করি, এরকম ছোটো ছোটো ক্যাম্প করে রক্ত সংকট মিটিয়ে ফেলতে পারব ৷" ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, "গতকাল জেলাশাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৈঠক চলাকালীন জানতে পেরেছিলাম, জেলায় রক্ত সংকট চলছে ৷ স্বাস্থ্য আধিকারিক জানিয়েছিলেন, এই সংকট মেটাতে পুলিশের সাহায্য লাগবে ৷ তাই পুলিশের পক্ষ থেকে এই সংকট মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম ৷ আজ জেলা হাসপাতালে রক্তদান শিবির হচ্ছে জানতে পেরে নিজে এসে রক্ত দিয়ে গেলাম ৷"

তমলুক, 31 মার্চ : জেলায় রক্ত সংকট জানতে পেরে হাসপাতালে গিয়ে রক্ত দিলেন জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় ৷ লকডাউনে রক্তের আকাল দেখা দিয়েছে ৷ তাই তমলুক জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে জরুরি ভিত্তিতে আয়োজন করা হয় রক্তদান শিবিরের ৷ সেখানেই জেলা পুলিশ সুপার রক্তদান করেন ৷ তাঁর সঙ্গে আরও 36 জন দাতা আজ রক্ত দেন ৷

স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, লকডাউনের ফলে পূর্ব মেদিনীপুরজুড়ে যে রক্তদান শিবির করা হত, তা বন্ধ হয়ে গিয়েছে ৷ এক শিবিরে কমপক্ষে 100জন একসঙ্গে রক্তদান করে থাকেন ৷ ফলে ভিড় হয় ৷ তাই কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে রাজ্য সরকার ও কেন্দ্রের ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়, ছোটো ছোটো রক্তদান শিবির করতে হবে ৷ যেখানে কোনওভাবেই 40জনের বেশি রক্তদাতা উপস্থিত থাকবেন না ৷ তাই জেলায় এককালীন বেশি পরিমাণে রক্ত সংগ্রহের কাজ বন্ধ ৷

রক্তদান শিবির
রক্তদানের পর জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্য়ায়ের হাতে একটি সার্টিফিকেট তুলে দেওয়া হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে

জেলার তথ্য অনুযায়ী, পূর্ব মেদিনীপুরে থ্যালাসেমিয়া রোগীদের জন্য প্রতি মাসে প্রায় 600 ইউনিট রক্তের প্রয়োজন হয় ৷ ব্লাড ব্যাঙ্কে রক্ত-সংকট থাকায় তাঁরা নির্দিষ্ট দিনে রক্ত পাচ্ছেন না ৷ এই পরিস্থিতিতে আজ তমলুক ভলান্টিয়রি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে একটি ছোটো রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷ খবর পেয়ে সেখানেই রক্তদান করলেন ইন্দিরা মুখোপাধ্যায় ৷

তমলুক ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্পাদক শুকদেব চট্টোপাধ্যায় বলেন, "আমরা এই কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য রক্তদান শিবিরের আয়োজন করেছি ৷ আজ এই শিবিরে প্রায় 40 জন রক্ত দিতে পারবেন ৷ রক্ত সংকটের কথা জেনে পুলিশ সুপার নিজে রক্ত দিয়েছেন ৷ আশা করি, এরকম ছোটো ছোটো ক্যাম্প করে রক্ত সংকট মিটিয়ে ফেলতে পারব ৷" ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, "গতকাল জেলাশাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৈঠক চলাকালীন জানতে পেরেছিলাম, জেলায় রক্ত সংকট চলছে ৷ স্বাস্থ্য আধিকারিক জানিয়েছিলেন, এই সংকট মেটাতে পুলিশের সাহায্য লাগবে ৷ তাই পুলিশের পক্ষ থেকে এই সংকট মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম ৷ আজ জেলা হাসপাতালে রক্তদান শিবির হচ্ছে জানতে পেরে নিজে এসে রক্ত দিয়ে গেলাম ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.