কাঁথি, 14 অক্টোবর: পুলিশি জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুক্রবার রাজ্য সরকারকে একহাত নিলেন সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari slams state government after the police interrogation)৷ তিনি বলেন,"পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে নবান্নের নির্দেশে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার তাঁর এই অপদার্থ অফিসারদের দিয়ে কাঁথি থানায় এরকমভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে । করে যেতে দিন, কোনও অসুবিধা নেই । আমি আইনি লড়াই উচ্চ আদালতে লড়ব ।"
এদিন সৌমেন্দু অধিকারী 12টা 34 মিনিটে কাঁথি থানায় জিজ্ঞাসাবাদের জন্য হাজির হন । এরপর বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে থানা থেকে বের হন । যদিও নোটিশে সৌমেন্দু অধিকারীকে বলা হয়েছিল সকাল দশটার সময় কাঁথি থানায় হাজিরা দেওয়ার জন্য । কিন্তু তিনি দুপুরের পর থানায় আসেন । তার আগে তাঁর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী কাঁথি থানায় এসে সৌমেন্দু অধিকারীর সমস্যার কথা জানিয়ে সাড়ে বারোটার সময় জিজ্ঞাসাবাদে আসবেন বলে আবেদন করেছিলেন পুলিশের কাছে । পুলিশ সেই আবেদন মঞ্জুর করেন । তারপর এদিন দুপুর 12টা 34 মিনিটে কাঁথি থানায় ভগবত গীতা সঙ্গে করে হাজির হন সৌমেন্দু অধিকারী । কিন্তু তদন্তকারী অফিসাররা গীতা বাইরে রেখে যেতে বলেন । পুলিশ সূত্রে জানা গিয়েছে, 2021 সালে দোলের দিন কাঁথি পৌর এলাকার 15 নম্বর ওয়ার্ডে এক তৃণমূল নেতার বাড়িতে হামলা চালানোর সময় নেতৃত্ব দিয়েছিলেন সৌমেন্দু অধিকারী । সেই মামলার জিজ্ঞাসাবাদ করতেই থানায় ডেকে পাঠানো হয় তাঁকে ৷
এছাড়াও রাশিয়ান ফেডারেশন কাপ দেখতে গিয়েছিলেন সৌমেন্দু অধিকারী । তাঁর সোর্স অফ ইনকাম কী ? তাই নিয়ে পুলিশ দশ বছরের আইটি রিটার্ন ফাইল চেয়েছে । উল্লেখ্য, এই রিটার্ন চাওয়ার ক্ষেত্রে নোটিশে বলা হয়েছে, রাশিয়ান ফেডারেশন কাপ দেখতে গিয়েছিলেন সৌমেন্দু অধিকারী ।
কিন্তু সৌমেন্দু অধিকারী এই বিষয়ে বলেন, "রাশিয়ান ফেডারেশন কাপ কখনও দেখতে যাননি । এটা ভুল ইনফরমেশন-সহ পুলিশ অযথা হয়রানির জন্য রাশিয়ান ফেডারেশন যোগ করছে । তবে 2019 এ ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ দেখতে গিয়েছিলাম । আমি আমার পাসপোর্ট দেখালাম । আমার পাসপোর্টে একটাই ভিসা রয়েছে 2019 সালে ইংল্যান্ড যাওয়ার । আমাকে খালি অযথা হয়রানি করার চেষ্টা করা হচ্ছে ।"
আরও পড়ুন : তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ, সৌমেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ পুলিশের