ETV Bharat / state

পানীয় জলের ট্যাঙ্ক থেকে বেরিয়ে এল জ্যান্ত সাপ, আতঙ্ক এলাকায়

author img

By

Published : May 31, 2020, 9:46 PM IST

শহরের পৌরসভা বাজারের পানীয় জলের ট্যাঙ্ক থেকে বোতলে জল নিতে যান এক ব্যক্তি। জলের সঙ্গে বেরিয়ে আসে জ্যান্ত সাপ। শহরের বাসিন্দাদের অভিযোগ, পানীয় জলের ট্যাঙ্ক গুলো পুরসভার তরফে ঠিকভাবে পরিষ্কার করা হয় না।

Snake came out from drinking water tank
এগরায় জলের ট্যাঙ্ক থেকে বেরিয়ে এল জ্যান্ত সাপ

এগরা ৩১ মে: পানীয় জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার জ্যান্ত সাপ। পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

শহরের পৌরসভা বাজারের পানীয় জলের ট্যাঙ্ক থেকে বোতলে জল নিতে যান এক ব্যক্তি। জলের সঙ্গে বেরিয়ে আসে জ্যান্ত সাপ। শহরের বাসিন্দাদের অভিযোগ, পানীয় জলের ট্যাঙ্ক গুলো পুরসভার তরফে ঠিকভাবে পরিষ্কার করা হয় না। ট্যাঙ্কের চারপাশের আবর্জনা থেকেই সাপ চলে আসে বলে দাবি স্থানীয বাসিন্দাদের।

স্থানীয় বাসিন্দা শ্যামসুন্দর জানা বলেন, ‘’এগরা পুরসভার জলের ট্যাঙ্ক থেকে জল বোতলে ভরতে গেলেই জলের সঙ্গে সাপ বেরিয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।‘’ তাঁর অভিযোগ, পৌরসভা এই জলের ট্যাঙ্ক কোনদিন পরিষ্কার করে না। এমনকি জলের ট্যাঙ্কের চারপাশে চায়ের কাপ ও মদের বোতল পড়ে থাকে বলেও অভিযোগ করেন তিনি। এমনকি নিজেরাই ওই জলের ট্যাঙ্ক পরিষ্কার করেন বলেও জানান তিনি।

এগরা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও অ্যাডমিনিস্ট্রেটর শংকর বেরা বলেন, ‘’খবর পাওয়ার পর পৌরসভার জলের ট্যাঙ্ক যারা পরিষ্কার করে তাঁদের কাছে এবিষযে জানতে চাই। তাঁরা বলেন, প্রত্যেক ৭ দিন অন্তর আমরা জলের ট্যাঙ্ক গুলো পরিষ্কার করি। তা সত্ত্বেও কিরকম ভাবে ট্যাঙ্কের মধ্যে থেকে সাপ বেরোলো ,তা আমরা তদন্ত শুরু করেছি।‘’ তিনি আরও বলেন, শহরের বাসিন্দারা ওই জায়গায় চায়ের কাপ ও আবর্জনা ফেলে থাকে। সে কারণেও এটি হয়ে থাকতে পারে ।

এগরা পৌরসভার তৃণমূলের প্রাক্তন পুরপিতা স্বপন নায়েক বলেন, ‘’নিয়ম হচ্ছে প্রত্যেক এক থেকে দুই মাস অন্তর জলের ট্যাঙ্ক পরিষ্কার করার কথা । কিন্তু দুঃখের বিষয় আমার নজরে পরিষ্কার হতে আমি দেখিনি । এই কোরোনার সময় যদি জলের পরিষেবা ঠিক ভাবে না পায় । তাহলে ওখান থেকে বিভিন্ন ধরনের রোগ ছড়াতে পারে।‘’

এগরা ৩১ মে: পানীয় জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার জ্যান্ত সাপ। পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

শহরের পৌরসভা বাজারের পানীয় জলের ট্যাঙ্ক থেকে বোতলে জল নিতে যান এক ব্যক্তি। জলের সঙ্গে বেরিয়ে আসে জ্যান্ত সাপ। শহরের বাসিন্দাদের অভিযোগ, পানীয় জলের ট্যাঙ্ক গুলো পুরসভার তরফে ঠিকভাবে পরিষ্কার করা হয় না। ট্যাঙ্কের চারপাশের আবর্জনা থেকেই সাপ চলে আসে বলে দাবি স্থানীয বাসিন্দাদের।

স্থানীয় বাসিন্দা শ্যামসুন্দর জানা বলেন, ‘’এগরা পুরসভার জলের ট্যাঙ্ক থেকে জল বোতলে ভরতে গেলেই জলের সঙ্গে সাপ বেরিয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।‘’ তাঁর অভিযোগ, পৌরসভা এই জলের ট্যাঙ্ক কোনদিন পরিষ্কার করে না। এমনকি জলের ট্যাঙ্কের চারপাশে চায়ের কাপ ও মদের বোতল পড়ে থাকে বলেও অভিযোগ করেন তিনি। এমনকি নিজেরাই ওই জলের ট্যাঙ্ক পরিষ্কার করেন বলেও জানান তিনি।

এগরা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও অ্যাডমিনিস্ট্রেটর শংকর বেরা বলেন, ‘’খবর পাওয়ার পর পৌরসভার জলের ট্যাঙ্ক যারা পরিষ্কার করে তাঁদের কাছে এবিষযে জানতে চাই। তাঁরা বলেন, প্রত্যেক ৭ দিন অন্তর আমরা জলের ট্যাঙ্ক গুলো পরিষ্কার করি। তা সত্ত্বেও কিরকম ভাবে ট্যাঙ্কের মধ্যে থেকে সাপ বেরোলো ,তা আমরা তদন্ত শুরু করেছি।‘’ তিনি আরও বলেন, শহরের বাসিন্দারা ওই জায়গায় চায়ের কাপ ও আবর্জনা ফেলে থাকে। সে কারণেও এটি হয়ে থাকতে পারে ।

এগরা পৌরসভার তৃণমূলের প্রাক্তন পুরপিতা স্বপন নায়েক বলেন, ‘’নিয়ম হচ্ছে প্রত্যেক এক থেকে দুই মাস অন্তর জলের ট্যাঙ্ক পরিষ্কার করার কথা । কিন্তু দুঃখের বিষয় আমার নজরে পরিষ্কার হতে আমি দেখিনি । এই কোরোনার সময় যদি জলের পরিষেবা ঠিক ভাবে না পায় । তাহলে ওখান থেকে বিভিন্ন ধরনের রোগ ছড়াতে পারে।‘’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.