ETV Bharat / state

Sisir Adhikari Controversy: সাংসদ পদ নিয়ে বিতর্কের আবহেই বিজেপি নেতাদের সঙ্গে এক মঞ্চে, শিশিরকে বিঁধল তৃণমূল - পূর্ব মেদিনীপুরে পুজো উদ্বোধন

এমনিতেই তাঁর সাংসদ পদ নিয়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছে ৷ খাতায় কলমে তৃণমূল সাংসদ হলেও বিজেপির সঙ্গে নৈকট্য নিয়ে চর্চা হয় সব মহলেই ৷ এবার আরও একবার শিশির অধিকারীকে বিজেপি নেতাদের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে দেখা গেল (TMC MP Sisir Adhikari with BJP leaders) ৷

Sisir Adhikari Durga Puja Controversy
ETV Bharat
author img

By

Published : Oct 1, 2022, 7:15 AM IST

কাঁথি, 1 অক্টোবর: তাঁর সাংসদ পদ খারিজের জন্য ইতিমধ্যে সুপারিশ করেছে তৃণমূল কংগ্রেস । তবে এ নিয়ে অবশ্য মুখ খোলেননি তিনি । এবার কাঁথির একটি পুজো উদ্বোধনে উপস্থিত হওয়া ঘিরে ফের ঘাসফুল শিবিরের কটাক্ষের মুখে পড়তে হল কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে (Sisir Adhikari inaugurates Durga Puja) ।

চতুর্থীর দিন তাঁরই লোকসভা কেন্দ্রের এলাকায় 'নান্দনিক ক্লাবে'র পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশিরবাবু । তাঁর পাশাপাশি এই উদ্বোধনে ছিলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক চলচ্চিত্র অভিনেতা হিরণ, কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক অরূপ দাস । বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ ।

এই ছবি প্রকাশ্যে আসতেই শিশির অধিকারীকে আক্রমণ করতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । সংবাদমাধ্যমে তিনি বলেন, "তিনি ( সাংসদ শিশির অধিকারী ) শারীরিক ও মানসিকভাবে বিজেপির সঙ্গেই আছেন । যেটা মন থেকে চাইছেন সেটাই মন থেকে করছেন ৷ নির্বাচনের আগে বিজেপির মঞ্চে গিয়ে যে দলের নির্বাচিত সাংসদ তার সমালোচনা করছেন, সরকার পড়ে যাওয়ার কথাও বলছেন । ফলে, মুখ ফুটে সেগুলো আবার স্বীকার করতেই কেন এত অসুবিধা বুঝতে পারি না । আশা করেছিলাম, তিনি বুক বাজিয়ে বলবেন বিজেপি করছি । এত লুকিয়ে কী হবে ! পুজোর মঞ্চ, ভোটের মঞ্চ কিছুই যখন বাদ দিচ্ছেন না, একটু জোরে বলুন না । কোনও অসুবিধা নেই ।"

আরও পড়ুন: দেবী দুর্গার হাতে তৃণমূলের পতাকা ! পুজোয় নয়া বিতর্ক

এখানেই শেষ নয়, রাজ্যের শাসক দলের পক্ষ থেকে এও জানানো হয়েছে । বিষয়টি সাংসদ পদ খারিজের শুনানিতেও উল্লেখ করা হবে । যদিও গেরুয়া শিবির, তৃণমূল কংগ্রেসের এই বক্তব্যকে পালটা কটাক্ষ করতে ছাড়েনি । বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, সবেতেই ভাগবাঁটোয়ারার রাজনীতি করছে তৃণমূল । এই নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপি নেতা রাহুল সিনহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বিষয়টি তৃণমূলের । ওরা বুঝবে। তবে একটা কথা বলতে পারি, পুজোর মধ্যে আমরা কোনও রাজনৈতিক রং দেখি না । পুজোর মধ্যে রাজনৈতিক বাঁটোয়ারার রাজনীতি আমরা করি না। এই রাজনৈতিক কালচার আদতে তৃণমূলের ।"

কাঁথি, 1 অক্টোবর: তাঁর সাংসদ পদ খারিজের জন্য ইতিমধ্যে সুপারিশ করেছে তৃণমূল কংগ্রেস । তবে এ নিয়ে অবশ্য মুখ খোলেননি তিনি । এবার কাঁথির একটি পুজো উদ্বোধনে উপস্থিত হওয়া ঘিরে ফের ঘাসফুল শিবিরের কটাক্ষের মুখে পড়তে হল কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে (Sisir Adhikari inaugurates Durga Puja) ।

চতুর্থীর দিন তাঁরই লোকসভা কেন্দ্রের এলাকায় 'নান্দনিক ক্লাবে'র পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশিরবাবু । তাঁর পাশাপাশি এই উদ্বোধনে ছিলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক চলচ্চিত্র অভিনেতা হিরণ, কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক অরূপ দাস । বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ ।

এই ছবি প্রকাশ্যে আসতেই শিশির অধিকারীকে আক্রমণ করতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । সংবাদমাধ্যমে তিনি বলেন, "তিনি ( সাংসদ শিশির অধিকারী ) শারীরিক ও মানসিকভাবে বিজেপির সঙ্গেই আছেন । যেটা মন থেকে চাইছেন সেটাই মন থেকে করছেন ৷ নির্বাচনের আগে বিজেপির মঞ্চে গিয়ে যে দলের নির্বাচিত সাংসদ তার সমালোচনা করছেন, সরকার পড়ে যাওয়ার কথাও বলছেন । ফলে, মুখ ফুটে সেগুলো আবার স্বীকার করতেই কেন এত অসুবিধা বুঝতে পারি না । আশা করেছিলাম, তিনি বুক বাজিয়ে বলবেন বিজেপি করছি । এত লুকিয়ে কী হবে ! পুজোর মঞ্চ, ভোটের মঞ্চ কিছুই যখন বাদ দিচ্ছেন না, একটু জোরে বলুন না । কোনও অসুবিধা নেই ।"

আরও পড়ুন: দেবী দুর্গার হাতে তৃণমূলের পতাকা ! পুজোয় নয়া বিতর্ক

এখানেই শেষ নয়, রাজ্যের শাসক দলের পক্ষ থেকে এও জানানো হয়েছে । বিষয়টি সাংসদ পদ খারিজের শুনানিতেও উল্লেখ করা হবে । যদিও গেরুয়া শিবির, তৃণমূল কংগ্রেসের এই বক্তব্যকে পালটা কটাক্ষ করতে ছাড়েনি । বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, সবেতেই ভাগবাঁটোয়ারার রাজনীতি করছে তৃণমূল । এই নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপি নেতা রাহুল সিনহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বিষয়টি তৃণমূলের । ওরা বুঝবে। তবে একটা কথা বলতে পারি, পুজোর মধ্যে আমরা কোনও রাজনৈতিক রং দেখি না । পুজোর মধ্যে রাজনৈতিক বাঁটোয়ারার রাজনীতি আমরা করি না। এই রাজনৈতিক কালচার আদতে তৃণমূলের ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.