ETV Bharat / state

Sisir Praises Suvendu: 'বাংলাকে গণতন্ত্রের পথ দেখাচ্ছে শুভেন্দু', ছেলেকে দরাজ সার্টিফিকেট বাবার - taking west bengal towards democracy

ছেলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাজ্যকে গণতন্ত্রের পথ দেখাচ্ছেন ৷ কাঁথিতে সরস্বতী পুজোর অনুষ্ঠানে গিয়ে একথাই বললেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী ৷ সাংসদের এই বক্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে । তবে কি কাঁথির শান্তিকুঞ্জ কোনও নতুন রাজনৈতিক সমীকরণ দেখতে চলেছে?

Sisir Adhikari
পুজোর অনুষ্ঠানে শিশির অধিকারী
author img

By

Published : Jan 27, 2023, 8:09 AM IST

Updated : Jan 27, 2023, 3:06 PM IST

কাঁথিতে সরস্বতী পুজোর অনুষ্ঠানে শিশির অধিকারী

কাঁথি, 27 জানুয়ারি: কাঁথি প্রভাত কুমার কলেজ সংলগ্ন ময়দানে অধিকারীদের ক্লাব আন্তরিকের সরস্বতী পুজো অনুষ্ঠানে এসে পুলিশ প্রশাসন ও রাজ্য সরকারকে আক্রমণ করলেন সাংসদ শিশির অধিকারী । নাতি দেবদীপ অধিকারীর ক্লাব 'আন্তরিকের' সরস্বতী পুজোর অনুষ্ঠানে শিশির ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস থেকে শুরু করে কাঁথি পৌরসভার বিজেপি কাউন্সিলররা ।

সরস্বতী পুজোর অনুষ্ঠানে শিশির অধিকারী বলেন, "রামচন্দ্র পণ্ডা এখন রাষ্ট্র নেতা হয়েছে । শুভেন্দু অধিকারীর নামে যদি 28টি মামলা হয়, সৌমেন্দু অধিকারীর নামে 10টি মামলা হয়, তাহলে রামের নামে 4টে মামলা হবে। গত দেড় বছর ধরে কাঁথি শহরে পুলিশকে স্যালুট করে চলতে হয় । পুলিশের বড়ো বাবুটা ভালো কাজ করছেন । কেউ কোথাও অন্য পার্টি করলে তাঁকে ডেকে আনছেন থানায় । হাজিরা দিতে হচ্ছে। পয়সার তো একবারে বন্যা বইছে । কত টাকা ঘুষ নিয়েছেন ? এরকম জিনিস কোথাও শুনিনি । আমি আগে কখনও দেখিনি । কিছু মানুষ টাকা দিচ্ছেন ।"

তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি তাঁকে লন্ডন থেকে এক সাংবাদিক ফোন করেছিলেন । কলকাতার একটি জনপ্রিয় পেপারে কাঁথির ইতিহাস বেরিয়েছে । বুকটা ফেটে যায় ৷ শিশির অধিকারীর দাবি, "পবিত্র কাঁথি ৷ শুভেন্দুকে কাঁথি জন্ম দিয়েছে । এখান থেকে গিয়ে বাংলার মানুষকে গণতান্ত্রিকভাবে আলো দেখাচ্ছে শুভেন্দু ।"

আরও পড়ুন: নাড্ডার বাড়িতে 5 ঘণ্টার বৈঠক, বিজেপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত

প্রসঙ্গত, প্রবীণ সাংসদ শিশির অধিকারীকে রাজনৈতিক সভা-সমিতিতে খুব একটা দেখতে পাওয়া যায় না। কিন্তু নিজের নাতি ক্লাব আন্তরিকে সরস্বতী পূজোর ফিতে কেটে উদ্বোধন করতে এসেছিলেন তিনি ৷ সেখানেই মাইক হাতে নিয়ে তাঁর পরিবারকে শাসক দল ও পুলিশ হেনস্থা করেছে বলে অভিযোগ করলেন শিশির। খাতায় কলমে তৃণমূল সাংসদের এহেন বক্তব্যে নতুন করে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

কাঁথিতে সরস্বতী পুজোর অনুষ্ঠানে শিশির অধিকারী

কাঁথি, 27 জানুয়ারি: কাঁথি প্রভাত কুমার কলেজ সংলগ্ন ময়দানে অধিকারীদের ক্লাব আন্তরিকের সরস্বতী পুজো অনুষ্ঠানে এসে পুলিশ প্রশাসন ও রাজ্য সরকারকে আক্রমণ করলেন সাংসদ শিশির অধিকারী । নাতি দেবদীপ অধিকারীর ক্লাব 'আন্তরিকের' সরস্বতী পুজোর অনুষ্ঠানে শিশির ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস থেকে শুরু করে কাঁথি পৌরসভার বিজেপি কাউন্সিলররা ।

সরস্বতী পুজোর অনুষ্ঠানে শিশির অধিকারী বলেন, "রামচন্দ্র পণ্ডা এখন রাষ্ট্র নেতা হয়েছে । শুভেন্দু অধিকারীর নামে যদি 28টি মামলা হয়, সৌমেন্দু অধিকারীর নামে 10টি মামলা হয়, তাহলে রামের নামে 4টে মামলা হবে। গত দেড় বছর ধরে কাঁথি শহরে পুলিশকে স্যালুট করে চলতে হয় । পুলিশের বড়ো বাবুটা ভালো কাজ করছেন । কেউ কোথাও অন্য পার্টি করলে তাঁকে ডেকে আনছেন থানায় । হাজিরা দিতে হচ্ছে। পয়সার তো একবারে বন্যা বইছে । কত টাকা ঘুষ নিয়েছেন ? এরকম জিনিস কোথাও শুনিনি । আমি আগে কখনও দেখিনি । কিছু মানুষ টাকা দিচ্ছেন ।"

তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি তাঁকে লন্ডন থেকে এক সাংবাদিক ফোন করেছিলেন । কলকাতার একটি জনপ্রিয় পেপারে কাঁথির ইতিহাস বেরিয়েছে । বুকটা ফেটে যায় ৷ শিশির অধিকারীর দাবি, "পবিত্র কাঁথি ৷ শুভেন্দুকে কাঁথি জন্ম দিয়েছে । এখান থেকে গিয়ে বাংলার মানুষকে গণতান্ত্রিকভাবে আলো দেখাচ্ছে শুভেন্দু ।"

আরও পড়ুন: নাড্ডার বাড়িতে 5 ঘণ্টার বৈঠক, বিজেপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত

প্রসঙ্গত, প্রবীণ সাংসদ শিশির অধিকারীকে রাজনৈতিক সভা-সমিতিতে খুব একটা দেখতে পাওয়া যায় না। কিন্তু নিজের নাতি ক্লাব আন্তরিকে সরস্বতী পূজোর ফিতে কেটে উদ্বোধন করতে এসেছিলেন তিনি ৷ সেখানেই মাইক হাতে নিয়ে তাঁর পরিবারকে শাসক দল ও পুলিশ হেনস্থা করেছে বলে অভিযোগ করলেন শিশির। খাতায় কলমে তৃণমূল সাংসদের এহেন বক্তব্যে নতুন করে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

Last Updated : Jan 27, 2023, 3:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.