কাঁথি, 12 জানুয়ারি : দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরানো হল কাঁথির সাংসদ শিশির অধিকারীকে । তাঁকে সরিয়ে রামনগরের বিধায়ক অখিল গিরিকে চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে । সহ সভাপতি করা হয়েছে তরুণ জানাকে । গতকাল এক বিজ্ঞপ্তি জারি করে এই পরিবর্তনের কথা জানিয়েছে পৌর ও নগরোন্নয়ন দপ্তর ।
কয়েকদিন আগে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী । এরপর কাঁথির প্রশাসকের পদ থেকে সৌমেন্দু অধিকারীকে সরিয়ে দেওয়া হয় । এই নিয়ে আদালতের দ্বারস্থও হন সৌমেন্দু । এরই মাঝে দাদার হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি । কিন্তু এখনও তৃণমূলেই রয়েছেন শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী ।
2012 সাল থেকে টানা আট বছর অর্থাৎ 2021 সাল পর্যন্ত ডিএসডিএ-র চেয়ারম্যান পদে ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী । আজ শিশিরবাবুকে সরিয়ে রামনগরের বিধায়ক অখিল গিরিকে চেয়ারম্যান পদে বসানো হয়েছে । যদিও এই বিষয়ে শিশিরবাবুকে জিজ্ঞাসা করা হলে উনি বলেন, "আমাকে সরানোর বিষয়ে কিছু জানি না ।"
আরও পড়ুন : কাঁথি পৌরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হল শুভেন্দু-র ভাই সৌমেন্দুকে
ডিএসডিএ-র নবনিযুক্ত চেয়ারম্যান বিধায়ক অখিল গিরি বলেন, "এই পদটি রাজ্য সরকার মনোনীত করে । দীর্ঘদিন ধরে শিশিরবাবু অসুস্থ থাকার কারণে ডিএসডিএ-র কাজকর্ম ব্যাঘাত ঘটছিল । তাই শিশিরবাবুকে সরিয়ে আমাকে করা হয়েছে ।"
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর কাঁথি পৌরসভার প্রশাসকের পদ থেকে সরানো হয় শিশিরবাবুর ছোটো ছেলে সৌমেন্দু অধিকারীকে । তারপর তিনি বিজেপিতে যোগদান করেন । আজকে আবার ডিএসডিএ থেকে শিশির অধিকারীকে সরানো হয়েছে । তাহলে কি আবার কোনও অধিকারী তৃণমূলের সঙ্গ ত্যাগ করতে চলেছেন ? শুরু হয়েছে জল্পনা ।