দিঘা, 10 ডিসেম্বর: হোটেল নয়, ঝুপড়িতে রমরমিয়ে চলত দেহ ব্যবসার (Sex racket in Digha) কারবার। এই ঝুপড়ি থেকেই পর্যটন কেন্দ্রগুলির বিভিন্ন জায়গায় মহিলাদের পাঠানো হত। অসাধু ব্যবসায়ী ও মহিলাদের নিয়ে রমরমিয়ে চলত দেহ ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার হানা দেয় পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘায়। ঝুপড়ির মধ্যে মধুচক্র চালানোর অভিযোগে 5 মহিলা-সহ মোট 10 জনকে গ্রেফতার করে দিঘা থানার পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হচ্ছে।
অভিযুক্তদের শুক্রবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন। করোনা আবহে কাটিয়ে উপকূলবর্তী এলাকায় পর্যটকদের আনাগোনা বেড়েছে। তার ফাঁকে কিছু অসাধু যুবক ও মহিলারা মোটা টাকার প্রলোভন দেখিয়ে দেহ ব্যবসা চালাচ্ছিল বলে অভিযোগ।
আরও পড়ুন: জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকে মুহ্যমান হলদিয়ার গবেষক
দিঘা থানার ওসি বুদ্ধদেব মাল বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে তদন্তে নেমে 5 মহিলা-সহ মোট 10 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ । এই ব্যবসার সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।"